কলকাতা: মায়ের কোলে ছোট্ট ঋদ্ধি সেন (Riddhi Sen)। সোশ্যাল মিডিয়ায় ছোটবেলার মিষ্টি ছবিতে কিন্তু চেনাই দায় ঋদ্ধিকে। আর মা রেশমী সেন (Reshmi Sen) কেও অচেনা লাগছে ছবিতে। 


সময় পেরিয়েছে, ছবির সেই ছোট্ট ঋদ্ধি এখন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা। কেবল পর্দা নয়, মঞ্চেও দাপিয়ে অভিনয় করছেন ঋদ্ধি। সদ্য মুক্তি পেয়েছে ঋদ্ধির নতুন ছবি 'বিসমিল্লা'-র ট্রেলার। এই ছবির সৌজন্যে প্রথমবার পর্দায় জুটি হিসেবে কাজ করেছেন ঋদ্ধি ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। অন্যদিকে নতুন নাটক 'হ্যামলেট'-এর একের পর এক শো করছেন ঋদ্ধি। বাকি রয়েছে পাভেল পরিচালিত 'ডাক্তার কাকু' ছবির শ্যুটিংয়ের কিছু অংশ। সব মিলিয়ে বেশ ব্যস্ত অভিনেতা। 


আরও পড়ুন: Ranveer Singh Birthday: বিজ্ঞাপনী সংস্থায় চাকরি, সহকারী পরিচালক হিসেবে কাজ, অভিনয়ে আসার আগে কেমন ছিল রণবীরের জীবন?


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে ঋদ্ধি লিখেছেন, 'আমরা ভালোবাসাটাকে ছবিতে রেখেছি। আমরা নিজেরা এই স্মৃতি বানিয়েছি। একটি সংলাপের অংশ তুলে দিয়েছেন তিনি। ছবিতে লাল জামা পরে মা রেশমির কোলে বসে রয়েছে একরত্তি ঋদ্ধি। মুখে হাসি। তাঁকে জড়িয়ে ধরে হাসছেন রেশমিও। 


অগাস্ট মাসে মুক্তি পাচ্ছে 'বিসমিল্লা'। 'বিসমিল্লা'-র সৌজন্যে প্রথমবার শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subdhasree Ganguly)-র সঙ্গে জুটি হিসেবে কাজ! এবিপি লাইভকে ঋদ্ধি বলছেন, 'বাংলায় অসম প্রেমের গল্প একটু কম রুপোলি পর্দায় তুলে ধরা হয়। বিদেশে ছবিতে আমরা প্রচুর এই ধরণের গল্প দেখেছি। 'বিসমিল্লা'-ও বোঝায় প্রেমের কোনও বয়স হয় না। শুভশ্রীদি সহ অভিনেত্রী হিসেবে ভীষণ ভালো। শ্যুটিং করতে গিয়ে এমন অনেক শট দেওয়া হয়েছে যেগুলো আগে থেকে পরিকল্পিত ছিল না। আমি আর শুভশ্রীদি প্রায় প্রত্যেক রোম্যান্টিক শট দেওয়ার পরে হাসাহাসি করতাম। আর শুভশ্রীদির অভিনয় ক্ষমতা দারুণ। এই ছবিতে আমার আর শুভশ্রীদির চরিত্রের সঙ্গে রাধা আর কৃষ্ণের অনুসঙ্গ রয়েছে।'


নগরকীর্তন থেকে বিসমিল্লা, ঋদ্ধি মানেই কী ছকভাঙা প্রেমের গল্প? তরুণ অভিনেতার পরিণত, আত্মবিশ্বাসী উত্তর, 'বয়স অনুযায়ী সত্যিই বিভিন্ন চরিত্রে অভিনয় করার সুযোগ পাচ্ছি। পরিচালক, প্রযোজকেরাও আমাদের মত তরুণ অভিনেতা অভিনেত্রীদের কেন্দ্রিয় চরিত্র হিসেবে গল্প ভাবছেন। আমরা খোলা খেলার মাঠ পাচ্ছি যাতে আখেরে লাভ হচ্ছে আমাদেরই। অনেক কিছু শিখতে পারছি.. এখনও অনেক শেখা বাকি..'