কলকাতা: সোমবার, ৩ জানুয়ারি থেকে রাজ্যজুড়ে জারি হয়েছে আংশিক বিধিনিষেধ। করোনা ও ওমিক্রন আতঙ্কের মাঝেই ফের আংশিক স্থগিত জনজীবন। এদিনই সকালে নিজের সোশ্যাল মিডিয়ায় অভিনেতা দেব (Dev) পরপর তিনটি পোস্ট করলেন। প্রথম পোস্টে খানিক আশঙ্কা নিয়েই জানালেন আগামী ছবি মুক্তির কথা। লিখলেন 'সব ঠিক থাকলে' ২০২২ সালের পুজোয় মুক্তি পাবে 'কাছের মানুষ'। তারপরের দুই পোস্টেই উচ্ছ্বাস প্রকাশ অভিনেতার।
সম্প্রতি মুক্তি পেয়েছে দেবের 'টনিক' (Tonic)। প্রথম থেকেই বিপুল টাকার ব্যবসা করছে এই ছবি। প্রায় প্রত্যেক সপ্তাহান্তেই হাউসফুল (Housefull) শো পেয়েছে 'টনিক'। কঠিন সময়ে সিনেপ্রেমীদের কাছে সত্যিই টনিক হয়ে এসেছে এই ছবি। তবে আজ থেকে করোনা বিধিনিষেধের জেরে সিনেমাহলে ৫০ শতাংশ দর্শকই কেবল আসতে পারবেন। ফলে কপালে ভাঁজ পড়ে ছবির প্রযোজকদের কপালে। তার মাঝেও আশার কথা শোনালেন দেব।
এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন শহরের একাধিক প্রেক্ষাগৃহে টনিকের টিকিট বিক্রির ছবি। দেখা গেল প্রায় সমস্ত প্রেক্ষাগৃহেই ৫০ শতাংশ দর্শকাসন নিয়ে আজও হাউসফুল 'টনিক'।
ছবি পোস্ট করে উচ্ছ্বসিত 'টনিক' লেখেন, 'এটাই ভাল সিনেমার ক্ষমতা। আংশিক লকডাউন হওয়া সত্ত্বেও "টনিক" থামতে তৈরি নয়। এখনও হাইসফুল। অবিশ্বাস্য! ধন্যবাদ।'
সিনেমা থেকে আরও একটি ছবি পোস্ট করে দেব লেখেন, '৫০ শতাংশ দর্শক নিয়ে খোলা বাংলার বিভিন্ন প্রেক্ষাগৃহ থেকে খবর আসছে, যে শো হাউসফুল হচ্ছে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যখন আমাদের ওপর কেউ বিশ্বাস রাখেনি, তখন তোমরা পাশে দাঁড়িয়েছ।' অর্থাৎ দ্বিতীয় সপ্তাহেও ব্লকবাস্টার 'টনিক'।
ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যে জারি হয়েছে নিষেধাজ্ঞা, নাইট কার্ফু, দিল্লিতে বন্ধ হয়েছে সিনেমা হল। এ রাজ্যে এখনও সিনেমা হল পুরোপুরি বন্ধ না হলেও চিন্তায় রয়েছেন সকলেই। অনিশ্চিত ভবিষ্যতের কথা মাথায় রেখেই এবারে ছবিমুক্তির কথা ঘোষণা করলেন দেব। অবস্থার অবনতি হলে দিন বদলাবে তা বেশ স্পষ্ট।