কলকাতা : রাজ্যে ফের ক্রমশ ভয়ঙ্কর আকার নিয়েছে করোনার সংক্রমণ! বঙ্গে গত সাত দিনে দৈনিক আক্রান্ত বাড়ল প্রায় সাড়ে ১০ গুণ! সোমবার যেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৪৩৯! বাড়তে বাড়তে সেটাই রবিবার পৌঁছল ৬ হাজার ১৫৩-তে! জুন মাসের প্রথম সপ্তাহের পর, ফের একবার রাজ্যের দৈনিক সংক্রমণ ৬ হাজারের গণ্ডি পেরিয়ে গেল!
কলকাতাতেও প্রায় ১৬ গুণ বেড়েছে করোনার সংক্রমণ! আর এদিনই উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ফুটবল টুর্নামেন্টকে ঘিরে দেখা গেল এই ছবি। বছরের প্রথম রবিবার, স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান বলছে,
- গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৬ হাজার ১৫৩ জন করোনা আক্রান্ত হয়েছেন।
- শনিবার এই সংখ্যা ছিল ৪ হাজার ৫১২
- শুক্রবার ৩ হাজার ৪৫১
- বৃহস্পতিবার ২ হাজার ১২৮
- বুধবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৮৯।
স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৮ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৬ লক্ষ ৪৯ হাজার ১৫০ জন । এই পরিস্থিতিতে আজই কলকাতা পুরসভায় কনটেনমেন্ট জোনের ঘোষণা করা হবে। জানালেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। বরো নম্বর ৩, ৭, ৮, ৯ ও ১০-এ ১৭টি কনটেনমেন্ট জোন ঘোষণার সম্ভাবনা। পুরসভা সূত্রে খবর, ৩ নম্বর বরোর বড় বড় আবাসনগুলিতে দাপট দেখাচ্ছে করোনা। সেই আবাসনগুলি চিহ্নিত করার ব্যবস্থা করছে কলকাতা পুরসভা।
আরও পড়ুন :
উত্তুঙ্গ করোনাগ্রাফ, এরই মাঝে কল্পতরু মেলা কেন !
অন্যদিকে আজ থেকে শুরু হল ১৫ থেকে ১৮ বছর বয়সীদের ভ্যাকসিনেশন। ১ জানুয়ারি থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন। আজ কলকাতা পুরসভার ১৬টি স্কুল ও ৩৭টি কোভ্যাক্সিন সেন্টার থেকে দেওয়া হচ্ছে ভ্যাকসিন। কাল ৫০টি স্কুল থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের ভ্যাকসিন দেওয়া হবে। কলকাতা পুরসভা সূত্রে খবর, পুর এলাকায় ১৫ থেকে ১৮ বছর বয়সীদের সংখ্যা ১ লক্ষ ৭৯ হাজার। দু’ সপ্তাহের মধ্যে সবাইকে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।