কলকাতা: বিধায়কের রোষের মুখে পড়লেন পঞ্চায়েত প্রধান। শহরের বুকে বজায় থাকল মাফিয়ারাজ। ৫০০ কোটি টাকা হাপিশ হল নিমেষে। এদিকে জেলা আদালত চত্বরে মামলার জল গড়াল বহুদূর। এই সব কিছু নিয়েই রেটিংয়ের অঙ্কে বাজি জিতল ওটিটি সিরিজ। ফোনের স্ক্রিনে মনের মত গল্প পেলেন দর্শকরা? ২০২৪-এ কোন কোন সিরিজ সিরিয়াসলি দাগ কাটল মনে? আইএমডিবি লিস্টে সেরা দশের তালিকায় কোন কোন সিরিজগুলি জায়গা পেল, দেখে নেওয়া যাক।
IMDB-এর তথ্যসূত্র অনুযায়ী, ওয়েব সিরিজে সেরা দশের তালিকার ১ নম্বরে রয়েছে, 'পঞ্চায়েত সিজন থ্রি'। সিরিজটি মুক্তি পেয়েছে, আমাজন প্রাইম ভিডিওয়। সিরিজটির IMDB রেটিং - ৯.০। এবছর লোকসভা নির্বাচনের আবহে নজর ছিল পঞ্চায়েতেও। 'পঞ্চায়েত সিজন টু'-র শেষে সচিবজি অভিষেক ত্রিপাঠীর ট্রান্সফার অর্ডার চলে আসায় তৃতীয় সিজন মুক্তির আগে বেশ টেনশনেই ছিলেন
দর্শকেরা। তবে ফুলেরা যে সচিবজিকে ছাড়বে না, মে মাসে সিরিজটি রিলিজের পর তা পরিষ্কার হয়ে যেতেই স্বস্তি পেয়েছেন সবাই। মঞ্জু দেবী, ব্রিজভূষণ দুবে, বিকাশ, প্রহ্লাদ, রিঙ্কি, ভূষণ, বিনোদের পাশাপাশি তৃতীয় সিজনে বিধায়কজির ভূমিকায় তুমুল জনপ্রিয়তা পেয়েছেন পঙ্কজ ঝা। এদিকে অক্টোবর থেকেই ফুলেরা নতুন সরগরম হয়ে উঠেছে। ভুটকুনের দোকানে চায়ের পর চা অর্ডার হচ্ছে। সচিবজি অভিষেক ত্রিপাঠীর দপ্তরেও ব্যস্ততা বেড়েছে। প্রহ্লাদ, বিকাশ, ভূষণ আর বিনোদ ফিরে এসেছে নিজেদের রোজনামচায়। কারণ, শুরু হয়ে গিয়েছে পঞ্চায়েত সিজন ফোরের শ্যুটিংও। সূত্রের খবর, ২০২৬-এ আমাজন প্রাইমে মুক্তি পাবে পঞ্চায়েত সিজন ফোর।
IMDB-এর তথ্যসূত্র অনুযায়ী, ওয়েব সিরিজে সেরা দশের তালিকার ২ নম্বরে রয়েছে, 'মির্জাপুর সিজন থ্রি'। সিরিজটি মুক্তি পেয়েছে, আমাজন প্রাইম ভিডিওয়। সিরিজটির IMDB রেটিং -৮.৪। কালীন ভাইয়ার হাতে আবার উঠে এসেছে বন্দুক। মির্জাপুর সিজন থ্রিতে গুড্ডু পণ্ডিতকে তিনি বুঝিয়ে দিয়েছেন, ত্রিপাঠীদের হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়া অত সোজা নয়। তবে মির্জাপুর সিজন থ্রি রিলিজের পর সবচেয়ে বড় চমকটা পাওয়া গেল অক্টোবরে এসে। এবার আর শুধু ওটিটিতেই সীমাবদ্ধ থাকবে না মির্জাপুরের কাহিনি। ২০২৬-এ বড় পর্দায় মুক্তি পাবে মির্জাপুর দ্য ফিল্ম। এই ঘোষণাতেই শোরগোল ফেলল ফারহান আখতার এবং রীতেশ সিধওয়ানির প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেনমেন্ট। ওয়েব সিরিজের কাহিনি এবং চরিত্রদের নিয়ে সিনেমা তৈরির উদ্যোগ এই প্রথম। পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল, দিব্যেন্দু শর্মা, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিনয় করতে চলেছেন মির্জাপুর দ্য ফিল্মে। ছবিটি পরিচালনা করছেন গুরমীত সিং। ছবিটির ক্রিয়েটর পুনীত কৃষ্ণ।
IMDB-এর তথ্যসূত্র অনুযায়ী, ওয়েব সিরিজে সেরা দশের তালিকার ৩ নম্বরে রয়েছে, 'গেয়ারা গেয়ারা'। সিরিজটি মুক্তি পেয়েছে, জি ফাইভ-এ। সিরিজটির IMDB রেটিং -৮.২। রাঘব জুয়াল, ধৈর্য কারওয়া, কৃতিকা কামরা, হর্ষ ছায়া অভিনীত সিরিজ গেয়ারা গেয়ারা-র কাহিনিতেই ছিল এক দুরন্ত চমক। সময় চক্রের ধাঁধায় আটকে পড়া একটি তদন্তের গল্প নিয়ে তৈরি হয়েছে সিরিজটি। রাত ১১টা বেজে ১১ মিনিটে এক পুলিশ অফিসারের ব্যাটারিহীন ওয়াকিটকি সক্রিয় হয়ে উঠতেই গাঢ় হয় রহস্য। এরপর সময়ের দুই মেরুতে দাঁড়িয়ে দুই পুলিশ অফিসার যুগ আর্য আর শৌর্য অটওয়াল একটি অমীমাংসিত খুনের ঘটনার প্রকৃত অপরাধীদের শনাক্ত করেন। শুধু মাত্র চিত্রনাট্যে ভর করেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে সিরিজটি।
IMDB-এর তথ্যসূত্র অনুযায়ী, ওয়েব সিরিজে সেরা দশের তালিকার ৪ নম্বরে রয়েছে, 'তাজা খবর - সিজন টু'। সিরিজটি মুক্তি পেয়েছে, ডিজনি প্লাস হটস্টার-এ। সিরিজটির IMDB রেটিং -৮.১। সোশাল মিডিয়া আইকন হিসেবে ভুবন বামের প্রবল জনপ্রিয়তা আছে। অনুরাগীদের ভালবাসা জিতে আরও একবার দুরন্ত কনটেন্ট নিয়ে তিনি এবছর হাজির হয়েছেন ওটিটিতে। সাড়া ফেলেছে তাঁর ওয়েব সিরিজ তাজা খবর সিজন টু। ৫০০ কোটি টাকা নিয়ে ভশ্যা আর ডন ইউসুফ আখতারের লড়াই বিনোদন দিয়েছে ভরপুর। ভুবন বামের পাশাপাশি সিরিজটিতে নজর কেড়েছেন জাভেদ জাফরি, শ্রিয়া পিলগাঁওকর, মহেশ মঞ্জরেকর। সিরিজটি পরিচালনা করেছেন হিমঙ্ক গৌর।
IMDB-এর তথ্যসূত্র অনুযায়ী, ওয়েব সিরিজে সেরা দশের তালিকার ৫ নম্বরে রয়েছে, 'মামলা লিগাল হ্যায়'। সিরিজটি মুক্তি পেয়েছে, নেটফ্লিক্স-এ। সিরিজটির IMDB রেটিং -৮.০। আদালত চত্বরে জীবনের মজার গল্পও খুঁজে পাওয়া যায়। আইনের মারপ্যাঁচ, মামলা মোকদ্দমার মধ্যেই যাঁরা ডুবে থাকেন, তাঁদের জীবনেও থাকতে পারে দেদার হাসির খোরাক। নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ মামলা লিগাল হ্যায় এবছর এমনই এক কাহিনি নিয়ে হাজির হয়েছে পটপরগঞ্জ জেলা আদালতের প্রেক্ষাপটে। রবি কিষেণ, নাইলা গ্রেওয়াল, নিধি বিশ্ঠ, অনন্ত যোশী অভিনীত এই সিরিজটির দ্বিতীয় সিজনের ঘোষণাও হয়ে গিয়েছে ইতিমধ্যেই।
IMDB-এর তথ্যসূত্র অনুযায়ী, ওয়েব সিরিজে সেরা দশের তালিকার ৬ নম্বরে রয়েছে, 'শেখর হোম'। সিরিজটি মুক্তি পেয়েছে, জিও সিনেমা-তে। সিরিজটির IMDB রেটিং -৭.৯। ২০২৪-এ দর্শকেরা পেলেন এক নতুন গোয়েন্দা, শেখর হোম। চরিত্রগত দিক থেকে তাঁর সঙ্গে ফেলুদা বা ব্যোমকেশ বক্সীর কোনও মিল নেই। ডিটেকটিভ এজেন্সি খুলে পেশাদারীত্বের সঙ্গে অপরাধের তদন্ত করাই তাঁর লক্ষ্য। শেখরের সঙ্গে রয়েছে জয়ব্রত সাহানি। যাঁকে কোনও ভাবেই শেখর হোমের অ্যাসিস্টান্ট বলা যায় না, কারণ, রহস্য সমাধানের কাজে, তিনি শেখরের পার্টনার। শেখরের চরিত্রে কে কে মেনন, আর জয়ব্রতর ভূমিকায় রণবীর শৌরির অভিনয় মনে ধরেছে দর্শকদের।
IMDB-এর তথ্যসূত্র অনুযায়ী, ওয়েব সিরিজে সেরা দশের তালিকার ৭ নম্বরে রয়েছে, 'মার্ডার ইন মাহিম'। সিরিজটি মুক্তি পেয়েছে, জিও সিনেমা-তে। সিরিজটির IMDB রেটিং -৭.৫। এক পুলিশ অফিসার এবং এক অবসরপ্রাপ্ত সাংবাদিকের চরিত্রকে নিয়ে তৈরি সিরিজ মার্ডার ইন মাহিমের চিত্রনাট্য টান টান। রাজ আচার্য পরিচালিত এই সিরিজে আশুতোষ রাণা, বিজয় রাজ, শিবানী রঘুবংশী এবং শিবাজী সতমের অভিনয়ও প্রশংসা কুড়িয়েছে।
IMDB-এর তথ্যসূত্র অনুযায়ী, ওয়েব সিরিজে সেরা দশের তালিকার ৮ নম্বরে রয়েছে, 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'। সিরিজটি মুক্তি পেয়েছে, নেটফ্লিক্স-এ। সিরিজটির IMDB রেটিং -৬.৫। শুধু মাত্র সাপ্তাহিক বিনোদনের জন্যই নয়, বিতর্ক তৈরি করেও শিরোনামে এসেছে কপিল শর্মার এই শো। একটি বিশেষ এপিসোডে রবীন্দ্রসঙ্গীতের আবমাননার অভিযোগে, প্রতিবাদে সরব হয়েছেন বাংলার শিল্পীরা।
IMDB-এর তথ্যসূত্র অনুযায়ী, ওয়েব সিরিজে সেরা দশের তালিকার ৯ নম্বরে রয়েছে, 'হিরামাণ্ডি - দ্য ডায়মন্ড বাজার'। সিরিজটি মুক্তি পেয়েছে, নেটফ্লিক্স-এ। সিরিজটির IMDB রেটিং -৬.৩। প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া। সঞ্জয়লীলা ভন্সালির প্রথম ওয়েব সিরিজ বলে কথা। কিন্তু হিরামণ্ডি মুক্তির পর দর্শকদের সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। তবে সঞ্জয়লীলা ভন্সালি তাঁর সিরিজটির দ্বিতীয় সিজনের ঘোষণা করে দিয়েছেন।
IMDB-এর তথ্যসূত্র অনুযায়ী, ওয়েব সিরিজে সেরা দশের তালিকার ৯ নম্বরে রয়েছে, 'সিটাডেল - হানি বানি'। সিরিজটি মুক্তি পেয়েছে, আমাজন প্রাইম ভিডিওয়। সিরিজটির IMDB রেটিং -৬.২। সামান্থা প্রভুর সঙ্গে জুটি বেঁধে ধুন্ধুমার অ্যাকশনে সিটাডেল হানি বানির হাত ধরে এবছর ওটিটি ডেবিউ করেছেন বরুণ ধবন। তবে সিরিজটির নির্মাণ শৈলী থেকে অভিনয়...আউট অফ দ্য বক্স হয়নি মোটেই।
আরও পড়ুন: Srijit-Parambrata: সৃজিতের 'সত্যি বলে সত্যি কিছু নেই'-এর প্রথম ঝলকে চমক পরমব্রত
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।