মুক্তির প্রথম দিনেই সুপারহিট অক্ষয়ের কেশরী, দেখে নিন তাঁর সেরা ৫ ওপেনিং পাওয়া ছবির নাম
ABP Ananda, Web Desk | 22 Mar 2019 02:09 PM (IST)
মুম্বই: বাম্পার ওপেনিং পেয়েছে কেশরী, রোজগার করেছে ২১.৫০ কোটি টাকা! এ বছর এখনও পর্যন্ত এটাই সেরা ওপেনিং। তারপরেও অক্ষয় কুমারের সর্বাধিক হিট ছবি হওয়ার সাফল্য পেল না কেশরী। হিট মেশিন অক্ষয় এর আগেও প্রথম দিনের হিসেবে এর থেকে বেশি হিট দিয়েছেন। দেখুন সেরা পাঁচের তালিকা। প্রথমেই আসবে গোল্ড। গত বছর প্রজাতন্ত্র দিবসে মুক্তি পায় স্বাধীন ভারতের প্রথম অলিম্পিক সোনা জয়ের এই ছবিটি। প্রথম দিন গোল্ড রোজগার করে ২৫.২৫ কোটি টাকা। প্রথম দিনের হিসেবে এটিই এখনও পর্যন্ত অক্ষয়ের সেরা ছবি। এরপর অবশ্যই কেশরী। প্রথম দিনে তার রোজগার ২১.৫০ কোটি টাকা। ২০১৫-র সেরা ওপেনিং পায় সিং ইজ ব্লিং। মুক্তির দিনই কামায় ২০.৬৭ কোটি টাকা। এরপর ২.০। অক্ষয় ও রজনীকান্তের এই ছবির প্রথম দিনের রোজগার ২০.২৫ কোটি। মাল্টিস্টারার ছবি হাউসফুল ৩ রয়েছে পঞ্চম স্থানে। ২০১৬-য় মুক্তি পাওয়া এই ছবি প্রথম দিন ১৫.২১ কোটি টাকা রোজগার করে। অক্ষয় ছাড়াও ছবিতে ছিলেন রীতেশ দেশমুখ, অভিষেক বচ্চন প্রমুখ।