কলকাতা: 'চক দে ইন্ডিয়া' (Chak De India), 'দিল চাহতা হ্যায়' (Dil Chahata Hai) বা 'মর্দানি' (Mardaani).. একাধিক সুপারহিট বলিউড ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন তিনি। মাত্র ৬৬ বছরে প্রয়াত হলেন অভিনেতা রিও কপাডিয়া (Rio Kapadia)। সোশ্যাল মিডিয়ায় আর অভিনেতার মৃত্যুর খবর দিয়েছেন তাঁরই এক বন্ধু। এই ছবি বাবা আর ছেলের সম্পর্ককে ঘিরেই গড়ে উঠেছে। তবে ট্রেলার থেকে চমক লাগিয়েছে, চর্চায় থেকেছে যে সংলাপ, সেটি নাকি ছিলই না 'জওয়ান' (Jawan) ছবিতে! 'জওয়ান' ছবির ট্রেলারই শোনা গিয়েছিল, 'বেটে কো হাথ লাগানে সে পহেলে বাপ সে বাত কর' (Bete ko hath lagane se pehle, baap se baat kar)। এই সংলাপ মুক্তি পাওয়ার পরেই শুরু হয়েছিল চর্চা, তোলা হয়েছিল আরিয়ান খানের (Aryaan Khan) প্রসঙ্গ। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন
'প্রধান'-এর শ্যুটিংয়ে গিয়ে রিসর্টে ঢুকল ১৫ ফুটের অজগর!
ডুয়ার্সে শ্যুটিং করছেন দেব (Dev), সোহম চক্রবর্তী (Soham Chakraborty)- ও 'প্রধান' -এর গোটা টিম। আর সেই শ্যুটিংয়ের জন্য একটি রিসর্টে থাকছেন তাঁরা। সেখানেই ঘটে গেল একটি ঘটনা। আজ সকালে হঠাৎ অভিনেতাদের সেই রিসর্ট থেকে উদ্ধার হল ১৫ ফুটের একটি অজগর সাপ! সকালে তাঁদের রিসর্টে অজগর উদ্ধারের খবর শুনেই ছুটে আসেন অভিনেতা অভিনেত্রীরা সবাই। তাঁদের মধ্যে সবচেয়ে সাহসীকতার কাজ অবশ্য করেন অভিনেতা সোহম। তিনি এগিয়ে এসে অজগরটিকে হাতে তুলে নেন। পরপর কয়েকটা ছবিও তোলেন। তবে সেই অজগর হাতে একা ছিলেন না সোহম, তাঁর সঙ্গে ছিলেন বন দফতরের কর্মীরা। অভিনেতাকে এমন সাপ হাতে দেখতে পেয়ে সেখানে চলে আসেন তাঁর অনুরাগীরাও। অজগর সাপের সঙ্গে অভিনেতাকে ফ্রেমবন্দি করেন তাঁরা।
প্রথমে 'জওয়ান'-এর চিত্রনাট্যে ছিলই না 'বাপ-বেটা'-র সংলাপ!
এই ছবি বাবা আর ছেলের সম্পর্ককে ঘিরেই গড়ে উঠেছে। তবে ট্রেলার থেকে চমক লাগিয়েছে, চর্চায় থেকেছে যে সংলাপ, সেটি নাকি ছিলই না 'জওয়ান' (Jawan) ছবিতে! 'জওয়ান' ছবির ট্রেলারই শোনা গিয়েছিল, 'বেটে কো হাথ লাগানে সে পহেলে বাপ সে বাত কর' (Bete ko hath lagane se pehle, baap se baat kar)। এই সংলাপ মুক্তি পাওয়ার পরেই শুরু হয়েছিল চর্চা, তোলা হয়েছিল আরিয়ান খানের (Aryaan Khan) প্রসঙ্গ। ২০২১ সাল মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন আরিয়ান খান, পরবর্তীতে প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যান তিনি। সেসময়ে শাহরুখ খানের (Shah Rukh Khan) দিতে আঙুল তুলেছিলেন অনেকেই। ছেলেকে বড় করা, শিক্ষা-সংস্কার প্রশ্ন উঠেছিল সবকিছু নিয়েই। এই সমস্ত বিষয়ে মুখে কুলুপ এঁটেছিলেন শাহরুখ। যাবতীয় কটাক্ষের কোনোরকম জবাব দেননি তিনি। আর 'জওয়ান'-এর ট্রেলার প্রকাশ্যে আসার পরেই উঠেছিল আরিয়ান প্রসঙ্গ। অনেকেই ভেবেছিলেন, আরিয়ানকে মাথায় রেখেই বোধহয় লেখা হয়েছে এই সংলাপ। সদ্য 'জওয়ান'-এর নতুন ঝলকেও ছিল বাবা ছেলের প্রসঙ্গ। তবে ছবি তৈরির সময় নাকি চিত্রনাট্যের অংশই ছিল না এই সমস্ত সংলাপগুলি। সদ্য এক সাক্ষাৎকারে এই সংলাপ লেখার গল্প শোনালেন ছবির চিত্রনাট্য লেখক সুমিত অরোরা। তিনি জানিয়েছিলেন, এই ছবির চিত্রনাট্য লেখার সময়েই মনে হয়েছিল, শাহরুখের মুখে জমজমাট কিছু সংলাপ বসাতে হবে। সেটা ভেবে, শ্যুটিংয়ের দৃশ্যের সময় খুব সহজভাবে ওই সংলাপটি মাথায় এসেছিল সুমিতের, 'বেটে কো হাথ লাগানে সে পহেলে বাপ সে বাত কর'। ওই দৃশ্য শ্যুটিংয়ের সময় সেটেই ছিলেন সুমিত। অ্যাটলি ও শাহরুখ, দুজনেরই নাকি শোনামাত্রই মনে ধরেছিল সেই সংলাপ।
৬৬ বছর বয়সে প্রয়াত শাহরুখ-আমিরের সহ অভিনেতা রিও কপাডিয়া
'চক দে ইন্ডিয়া' (Chak De India), 'দিল চাহতা হ্যায়' (Dil Chahata Hai) বা 'মর্দানি' (Mardaani).. একাধিক সুপারহিট বলিউড ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন তিনি। মাত্র ৬৬ বছরে প্রয়াত হলেন অভিনেতা রিও কপাডিয়া (Rio Kapadia)। সোশ্যাল মিডিয়ায় আর অভিনেতার মৃত্যুর খবর দিয়েছেন তাঁরই এক বন্ধু। সূত্রের খবর, গতকাল অর্থাৎ ১৩ সেপ্টেম্বর প্রয়াত হয়েছেন অভিনেতা। আগামীকাল, অর্থাৎ সেপ্টেম্বরের ১৫ তারিখ গুরুগ্রামের শিব ধাম শ্মশানভূমিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। প্রয়াত অভিনেতার স্ত্রী ও দুই সন্তান রয়েছেন। তাঁর স্ত্রীয়ের নাম মারিয়া ফারাহ (Maria Farah) ও দুই পুত্রের নাম আমিন ও বীর। কেবল বড়পর্দা নয়, ওয়েব সিরিজেও পা রেখেছিলেন রিও। 'মেড ইন হেভেন সিজন ২' (Made in Heaven Season 2)-তেও নাকি দেখা গিয়েছে রিওকে। এছাড়াও স্বপ্নে সুহানে লকড়পনকি ও মহাভারত ধারাবাহিকে ছোটপর্দায় দেখা গিয়েছিল এই অভিনেতাকে। এছাড়াও দীর্ঘদিন ধরে বিভিন্ন হিট ছবির পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন রিও। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীরা।
প্রকাশ্য়ে ছবির 'রকি-রানি'-র ডিলিটেড দৃশ্য
এই বছরের অন্যতম চর্চিত ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Kii Prem Kahaani) মুক্তি পেয়েছে গত ২৮ জুলাই। বেশ কিছুদিন ধরে দেশ ও বিদেশের একাধিক প্রেক্ষাগৃহে রমরম করে চলছে এই ছবি। আর আজ পরিচালক কর্ণ জোহর (Karan Johar) প্রকাশ্য়ে আনলেন ছবির একটি ডিলিটেড দৃশ্য়। ইতিমধ্য়েই এই ভিডিও পছন্দ করেছে সিনেপ্রেমীরা। অনেকেই বলেছেন, এই দৃশ্য় বাদ ছবি থেকে বাদ দেওয়াটা ঠিক হয়নি। বাদ পড়া এই দৃশ্য়টি রানধাওয়া প্রাসাদে শ্যুট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, আলিয়ার কাছে ক্ষমা চাইতে বারবার জানলায় ধাক্কা দিচ্ছে রণবীর (Ranveer Singh)। এরপর আলিয়ার পা ধরে বারংবার ক্ষমা চাইতে থাকে সে। এই দৃশ্য়ের ক্লিপিং সামনে আসার পরই তা পছন্দ করেছে দর্শক। ওপেন সিনেমা বিভাগে নির্বাচিত হয়েছে এই ছবি। উল্লেখ্য়, 'বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩'-এ প্রদর্শিত হয়েছে এই ছবি।
সাতদিনেই ৬৫০ কোটির ব্য়বসা করল শাহরুখ-নয়নতারার ছবি
বক্সঅফিসে একের পর এক ছক্কা হাঁকাচ্ছে শাহরুখ খানের (Shah Rukh Khan)-এর 'জওয়ান' (Jawan box office)। মাত্র সাতদিনে ৬৫০ কোটির ব্যবসা করল এই ছবি। গতকালও ৯.৭ লক্ষ টিকিট বিক্রি হয়েছে এই ছবির। আজ মনোবালা বিজয়বালান টুইট করে জানিয়েছেন, 'জওয়ান বিশ্বব্য়াপী ৬৫০ কোটিরও বেশি ব্য়বসা করেছে। সাত দিনে শুধুমাত্র ভারতেই ৯৭০৯৫৬ টিকিট বিক্রি হয়েছে।' তথ্য় অনুসারে, ইতিমধ্য়েই ৩৬৮.৬৮ টাকা আর করে ফেলেছে এই ছবি। প্রসঙ্গত, শাহরুখের এই অ্যাকশন থ্রিলার মুক্তি পায় ৭ সেপ্টম্বর।। শুরুতেই পাঠান-র রেকর্ডও ভেঙে দেয় 'জওয়ান।' বলিউডে এর আগে সবচেয়ে ওপেনিং করেছিল পাঠান। যা মূলত ৫৭ কোটি। জওয়ান সেই রেকর্ড ভেঙে ওপেনিংয়েই হিন্দি-তামিল মিলিয়ে ৭৫ কোটির গন্ডি ছোঁয়।