কলকাতা: জিতু কমলের (Jeetu Kamal)-এর জীবনে আরও এক বিচ্ছেদের গল্প। তাঁকে ছেড়ে গেল আরও এক 'প্রিয়'। সোশ্যাল মিডিয়ায় সেই মনখারাপের খবর শেয়ার করে নিলেন খোদ অভিনেতাই।
ব্যক্তিগত জীবনে ঝড় চলছে অভিনেতার। স্ত্রী নবনীতার সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদ নিয়ে চূড়ান্ত জল্পনা হয়েছিল। এখনও তাঁরা দুজনেই আলাদা থাকছেন, আইনি শংসাপত্র এখনও আসা বাকি। এরমধ্যেই জিতুকে ছেড়ে গেল আরও এক প্রিয়! নাহ.. সেটি কোনও মানুষ নয়, সেটি জিতুর প্রিয় লাল গাড়ি। ২০১৭ সালে এই গাড়িটি কিনেছিলেন জিতু।
সোশ্যাল মিডিয়ায় এই গাড়িটির ছবি শেয়ার করে জিতু লিখেছেন, 'আমার আরও এক প্রিয়-র ছুটি হল। অনেক ওঠাপড়ার সাক্ষী ছিল এই লাল ষাঁড়। বহু রাতের আশ্রয়ও ছিল আমার ৭২৭২। আজ, মিলিয়ে যাওয়ার সময় সত্যিই চোখটা চিক-চিক করে উঠেছিল। কেন! তা, লিখে বা বলে বোঝাতে অক্ষম বন্ধু। ছোট্ট ছিল, কিন্তু বড্ড আপন ছিল।'
এর থেকে বেশি আর কিছু লেখেননি জিতু। তবে পুরনো গাড়ির সঙ্গে যে জড়িয়ে ছিল অনেক স্মৃতি, তা ছোট্ট লেখার মধ্যেই বুঝিয়ে দিয়েছেন জিতু। তবে গাড়িটি তিনি বিক্রি করে দিয়েছেন কি না, সেটা খোলসা করে লেখেননি তিনি।
কিছুদিন আগে, সোশ্যাল মিডিয়া পোস্ট করে নিজেদের বৈবাহিক সম্পর্কে ইতি টানার ঘোষণা করেছিলেন নবনীতা। এবিষয়ে জিতু অবশ্য মন্তব্য করেননি কোনও। নবনীতাই জানিয়েছেন, আপাতত তাঁরা আলাদা থাকছেন, সময় পেরোলে নিয়মমাফিক আইনি বিচ্ছেদের পথে হাঁটবেন তাঁরা। তবে এবিষয়ে কোনও মন্তব্য করতে চাননি জিতু। একাধিকবার যোগাযোগ করা হলেও, তিনি এবিষয়ে মুখ খুলতে নারাজ থেকেছেন। জানিয়েছেন, নবনীতা সম্পর্কে কোনও খারাপ কথা তিনি বলবেন না এমনকি কোনও অভিযোগও করবেন না।
তবে বিচ্ছেদের বিষয়ে নতুন করে কিছু জানাতে চাননি অভিনেতা অভিনেত্রী। তাঁরা ব্যস্ত নিজেদের কাছে। একটি ধারাবাহিকের মুখ্যভূমিকায় দেখা যাচ্ছে নবনীতাকে। অন্যদিকে একের পর এক ছবির কাজে ব্যস্ত জিতু। সোশ্যাল মিডিয়ায় হামেশাই নতুন ছবি শেয়ার করে নেন জিতু। সেখানে মনখারাপের ছোঁয়া থাকলেও, প্রেমের সম্পর্কের কথা নেই। বর্তমানে অবশ্য নিজের ছবি হামেশাই শেয়ার করে নেন নবনীতা, তবে সেখানে কোনও প্রেমের সম্পর্কের কথা নেই।
আরও পড়ুন: Ritabhari on Jawan: 'জওয়ান'-এ ঋতাভরী যোগ! বঙ্গকন্যার প্রশংসায় কী বললেন শাহরুখ?