কলকাতা: সম্প্রতি মুক্তি পেয়েছে 'দো অউর দো পেয়ার' (Do Aur Do Pyaar)। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন বিদ্যা বালান, ইলিয়ানা ডি'ক্রুজ (Ileana D'Cruz), প্রতীক গাঁধী, সেনধিল রামামুর্তি। গতবছর অগাস্ট মাসে মা হয়েছেন অভিনেত্রী ইলিয়ানা। বেশ কিছুদিন ধরেই জল্পনা, প্রেমিক মার্কিনি মাইকেল ডোলানকে (Michael Dolan) শীঘ্রই বিয়ে করবেন নায়িকা। তবে এতদিন কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এবার সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সেই জল্পনায় সিলমোহর দিলেন অভিনেত্রী। অন্যদিকে, সম্প্রতি বিয়ে সেরেছেন অভিনেত্রী আরতি সিংহ (Arti Singh Wedding)। মুম্বইয়ের বৃহস্পতিবার তারকাখচিত সেই অনুষ্ঠানে হাজির হলেন অভিনেতা ও রাজনীতিক গোবিন্দা (Govinda)। চমকে দিলেন সকলকে। কিন্তু ভাগ্নির বিয়েতে মামা আসবে এটা তো স্বাভাবিক? তাহলে? আসলে ভাগ্নে ক্রুষ্ণা অভিষেকের (Krushna Abhishek) সঙ্গে মামা গোবিন্দার সম্পর্ক খুব একটা মধুর নয়, তাই অনেকেই সন্দিহান ছিলেন যে অভিষেকের বোন আরতির বিয়েতে আদৌ তিনি আসবেন কি না! আজ বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন
ডিম্বাণু সংরক্ষণের কথা ভাবছেন ম্রুণাল ঠাকুরও, বললেন 'কেরিয়ার ও জীবনের সামঞ্জস্য থাকা জরুরি'!
বিনোদন দুনিয়ার বহু অল্প বয়সী বা বিবাহিতা অভিনেত্রী (Actresses) অনেক সময়েই ডিম্বাণু সংরক্ষণের (Egg Freezing) পথ বেছে নিয়েছেন। যার ফলে জৈবিক গড়ন, গঠন বা বার্ধক্য (biological clock) কোনও কিছুই তাঁদের কঠিন কেরিয়ারকে প্রভাবিত করেনি বা ভাবিয়ে তোলেনি। এবার সেই ব্যাপারে মুখ খুললেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুরও (Mrunal Thakur)। কী বললেন তিনি? ৩১ বছর বয়সী অভিনেত্রী ম্রুণাল ঠাকুর সম্প্রতি 'ডিম্বাণু সংরক্ষণ' বিষয়ে তাঁর মতামত জানান। ছোটপর্দা, দক্ষিণী ইন্ডাস্ট্রি ও বলিউডের যথেষ্ট পরিচিত মুখ ম্রুণাল। 'হিউম্যানস অফ বম্বে'কে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন যে তিনিও তাঁর ডিম্বাণু সংরক্ষণের কথা ভাবছেন।
ক্রুষ্ণা অভিষেকের সঙ্গে তিক্ততার অবসান! ভাগ্নির বিয়েতে হাজির গোবিন্দা
সম্প্রতি বিয়ে সেরেছেন অভিনেত্রী আরতি সিংহ (Arti Singh Wedding)। মুম্বইয়ের বৃহস্পতিবার তারকাখচিত সেই অনুষ্ঠানে হাজির হলেন অভিনেতা ও রাজনীতিক গোবিন্দা (Govinda)। চমকে দিলেন সকলকে। কিন্তু ভাগ্নির বিয়েতে মামা আসবে এটা তো স্বাভাবিক? তাহলে? আসলে ভাগ্নে ক্রুষ্ণা অভিষেকের (Krushna Abhishek) সঙ্গে মামা গোবিন্দার সম্পর্ক খুব একটা মধুর নয়, তাই অনেকেই সন্দিহান ছিলেন যে অভিষেকের বোন আরতির বিয়েতে আদৌ তিনি আসবেন কি না! অনুরাগীরা ছিলেন সন্দেহে। আদৌ কি ভাগ্নি আরতির বিয়েতে যাবেন অভিনেতা মামা গোবিন্দা? বিশেষত অভিনেত্রীর প্রাক-বিবাহ অনুষ্ঠানে যাননি গোবিন্দা। ফলে সন্দেহ আরও বাড়ে।আরতির বিয়ের দিনে দেখা মিলল মামার। সম্পূর্ণ কালো শেরওয়ানিতে চোখ ধাঁধালেন গোবিন্দা। রাজকীয় প্রবেশ যাকে বলে। ভেন্যুর বাইরে দাঁড়িয়ে থাকা পাপারাৎজিদের দেখে করজোড়ে অভিবাদনও জানান তিনি। গোবিন্দার সঙ্গে তাঁর ভাগ্নে অর্থাৎ আরতির দাদা ক্রুষ্ণা অভিষেকের সম্পর্ক বিশেষ মধুর নয়। ২০১৮ সালে তাঁদের সম্পর্কে তিক্ততা দেখা যায়। যদিও এবার মনে করা হচ্ছে যে তিক্ততা ভুলে পরিবারের আনন্দে পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন গোবিন্দা।
'বিবাহিত জীবন সুন্দর...', মাইকেলের সঙ্গে বিয়ের জল্পনায় সিলমোহর ইলিয়ানা ডি'ক্রুজের
সম্প্রতি মুক্তি পেয়েছে 'দো অউর দো পেয়ার' (Do Aur Do Pyaar)। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন বিদ্যা বালান, ইলিয়ানা ডি'ক্রুজ (Ileana D'Cruz), প্রতীক গাঁধী, সেনধিল রামামুর্তি। গতবছর অগাস্ট মাসে মা হয়েছেন অভিনেত্রী ইলিয়ানা। বেশ কিছুদিন ধরেই জল্পনা, প্রেমিক মার্কিনি মাইকেল ডোলানকে (Michael Dolan) শীঘ্রই বিয়ে করবেন নায়িকা। তবে এতদিন কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এবার সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সেই জল্পনায় সিলমোহর দিলেন অভিনেত্রী। সম্প্রতি সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের সঙ্গে কথোপকথনে ইলিয়ানা ডি'ক্রুজকে মাইকেল ও তাঁর সমর্থন প্রসঙ্গে প্রশ্ন করা হয়। ইলিয়ানা এই প্রসঙ্গে বলেন, 'বিবাহিত জীবন খুব ভাল কাটছে। ওঁর সম্পর্কে কোন জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করি তা বলা কঠিন। ভীষণভাবে ভাবতে হবে, কারণ আমার মনে হয় প্রত্যেকবার আমি একটা করে উত্তর খুঁজে বের করি, আর তার পরেরদিন আরও ভাল একটা কোনও ঘটনা ঘটে। ও আমাকে আমার সবচেয়ে খারাপ, এক্কেবারে খারাপ সময়ে দেখেছে। ও আমাকে কিছু ভাল মুহূর্তেও দেখেছে। ও প্রথম দিন থেকেই আমার সঙ্গে অবিচল হয়ে রয়েছে। ভালবাসার অবিচল উৎস এবং ও থেকে গিয়েছে। অদ্ভূতভাবে, এটা 'দো অউর দো পেয়ার' ছবির সংলাপের মতো, ও যেন প্রত্যেকদিন নতুন করে দেখা দেয়।'
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে 'নজর' কাড়েন, কীভাবে ভনশালীর 'হীরামাণ্ডি'তে সুযোগ পেলেন ফরদিন খান?
প্রায় ১৪ বছরের লম্বা বিরতির পর ফের অভিনয়ে ফিরছেন অভিনেতা ফরদিন খান (Fardeen Khan)। তাও একেবারে সঞ্জয় লীলা ভনশালীর (Sanjay Leela Bhansali) পরিচালনায়। তাঁর অনুরাগীদের কাছে নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের খবর। 'হীরামাণ্ডি: দ্য ডায়মন্ড বাজার' (Heeramandi: The Diamond Bazaar) ওয়েব সিরিজে ওয়ালি মহম্মদের চরিত্রে দেখা যাবে তাঁকে। কিন্তু জানেন কি, কীভাবে এই চরিত্রের জন্য নির্বাচিত হন তিনি? এই মহাকাব্যিক ঘরানার ড্রামা সিরিজ মুক্তির আগেই বেশ আলোচিত হচ্ছে। অনুরাগীরাও রয়েছেন অপেক্ষায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা ফরদিন খান জানান যে কীভাবে তিনি এই সিরিজে অভিনয়ের সুযোগ পান। এই চরিত্র নিজের ঝুলিতে ভরার নেপথ্যে এক দারুণ ঘটনা শোনান তিনি। সম্প্রতি নিউজ১৮ শোশা-কে দেওয়া এক সাক্ষাৎকারে ফরদিন খান জানান কীভাবে সিরিজটির কাস্টিং ডিরেক্টর শ্রুতি মহাজন তাঁকে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে 'নজর' করেন। সঞ্জয় লীলা ভনশালীর সঙ্গে বহুদিন ধরেই তিনি কাজ করছেন। যদিও অভিনেতা নিশ্চিত নন যে টেলিভিশনে দেখে না ওই অনুষ্ঠানে তাঁকে দেখে 'নজর' করেন শ্রুতি, তবে এ কথা নিশ্চিত যে তিনি ফরদিনের মধ্যে ওয়ালিকে দেখতে পান।
১২ বছর বয়সে যৌন হেনস্থার স্বীকার, 'ক্ষমা চাইতে আসবে' এখনও অপেক্ষায় চূর্ণী
বয়সের সঙ্গে সঙ্গে আমাদের ফিকে হয়ে আসে অনেক স্মৃতি। কিছু ভাললাগার, কিছু মনখারাপের। তবে যে স্মৃতি ফিকে হয় না? ভোলা যায় না? সেই স্মৃতি দীর্ঘ এত বছর পরেও অবতারণা করায় দীর্ঘ লেখার। দীর্ঘ স্মৃতিচারণার। ছত্রে ছত্রে কষ্ট হলেও, যে দুঃসহ স্মৃতির কথা লিখতে ইচ্ছা করে? বলতে ইচ্ছা করে? এই অনুভূতি হয়তো লিখে বোঝানো যায় না। তবুও লিখলেন তিনি.. চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly)। সোশ্যাল মিডিয়ায় আজ সকালে একটি লম্বা পোস্ট করেছেন অভিনেত্রী-পরিচালক চূর্ণী গঙ্গোপাধ্যায়। ছোটবেলার একটি সাদা-কালো ছবি শেয়ার করে চূর্ণী লিখছেন, 'আমার এই ইনস্টাগ্রাম পোস্টটা ভীষণ ব্যক্তিগত। ৬ বছর আগে আমি একবার 'মিটু' -র বিষয়ে সরব হয়েছিলাম। হ্যাঁ, তখন খুব ছোট ছিলাম আমি, কিন্তু কিচ্ছু ভুলে যাইনি। একটা জমে থাকা কান্না, ছোটবেলার যৌন নিগ্রহের একটা দমবন্ধ করা স্মৃতি। এমন একটা মানুষ যে নিগ্রহের স্বীকার হয়েও বছরের পর বছর চুপ থেকেছে, কিছু বলেনি... কারণ সে বলার মতো পরিস্থিতিই তো পায়নি। আমি এখনই এই বিশ্বাস নিয়েই বেঁচে আছি যে ভাগ্য, ঈশ্বর একদিন ঠিক এর শাস্তি দেবেন।'
আরও পড়ুন: Dev on Mamata-Abhishek: মমতা নাকি অভিষেক? ব়্যাপিড ফায়ার রাউন্ডে কাকে বেছে নিলেন দেব?