কলকাতা: বলিউডে বিয়ের মরসুম। দীর্ঘদিনের প্রেমিক নূপূর শিখরের সঙ্গে নতুন জীবন শুরু করলেন আমির খান কন্যা ইরা খান। তাঁর বিয়ে নিয়ে অনুরাগীদের চূড়ান্ত আগ্রহ ছিল। অন্যদিকে, বাংলায় আজ খবরের শিরোনামে উঠে এল রূপম ইসলামের অনুষ্ঠান। সেখানে ধরা পড়ল বেনিয়মের ছবি। সব মিলিয়ে আজ নজর কাড়ল কোন কোন খবর, দেখে নেওয়া যাক


ওয়েব সিরিজে সত্যম-পূজার প্রথম জুটি বলবে এক 'নাইট কুইন'-এর গল্প


এক্কেবারে মূলধারার নায়িকা থেকে শুরু করে গোয়েন্দা গল্প.. সব বিষয়েই তিনি নজর কেড়েছেন স্বমহিমায়। আর এবার, বেশ চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যাবে অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় (Puja Banerjee)-কে। উৎসব মুখোপাধ্যায় পরিচালিত একটি ওয়েব সিরিজে দেখা যাবে পূজাকে। সিরিজের নাম ক্যাবারে (Cabaret)। এই গল্পে একজন নৃত্যশিল্পীর ভূমিকায় দেখা যাবে পূজাকে। ৬ তারিখ থেকে 'আড্ডাটাইমস'-এ স্ট্রিমিং শুরু হবে এই সিরিজের। তবে এই সিরিজের চমক কেবল পূজা নন, গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সত্যম ভট্টাচার্য্য (Satyam Bhattacharya)-কে। এছাড়াও রয়েছেন, শান্তিলাল মুখোপাধ্যায় (Santilal Mukherjee)। আজ প্রকাশ্যে এল এই সিরিজের অভিনেতা-অভিনেত্রীদের সমস্ত লুক। ১০৬০ ও ৭০-এর দশকের একটি সময়কে তুলে ধরা হবে এই ওয়েব সিরিজে। সেখানে ধরা দেবে এক পুরনো কলকাতার কথা। তবে কেবল পিরিয়ড ড্রামা নয়, এই গল্প আবর্তিত হয়েছে একটি প্রেমের সম্পর্ককে ঘিরে। এক জনপ্রিয় ক্যাবারে ডান্সার মিস এলিনার সঙ্গে এক নকশাল নেতার প্রেমের গল্পকে নিয়েই আবর্তিত হবে এই সিরিজের গল্প। এই নকশাল নেতা স্বরূপের ভূমিকায় দেখা যাবে সত্যমকে। তাদের প্রেমকে ঠিক কতটা সমস্যা, সমাজের চোখরাঙানির মধ্যে দিয়ে যেতে হয় সেটাই ফুটে উঠবে এই সিরিজে। সেই সঙ্গে থাকবে একটি প্রত্যন্ত গ্রামের মেয়ে কীভাবে একজন ক্যাবারে ডান্সার হয়ে উঠল, সেই গল্প। 


বিপদ আটকাতে ফসিলসের অনুষ্ঠান বন্ধ করল পুলিশ


মধ্যমগ্রামে ফসিলসের (Fossils ) কনসার্টে ঘটে যেতে পারত বড়সড় বিপর্যয়। স্বল্প পরিসরের মাঠ। আর হাজার হাজার মানুষের ভিড়। ফ্যানেদের উন্মাদনা। রুপমকে একবার চাক্ষুষ করার জন্য নাছোড়বান্দা মনোভাব। সবমিলিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। শেষমেষ অনিয়ন্ত্রিত ভিড়ের কারণে প্রশাসনের তরফে মঙ্গলবার বন্ধ করে দেওয়া হয় অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানের কথা রূপম ফেসবুকে পোস্ট করেন। দেশজুড়ে এখনও চলছে বর্ষবরণের নানা অনুষ্ঠান। আর শীতের এই সময়টাই পাড়ায় পাড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠানের হিড়িক পড়ে যায়। কিন্তু জনপ্রিয় শিল্পী বা ব্যান্ড অনুষ্ঠান করতে এলে যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া দরকার, ততটা থাকে না বহু জায়গাতেই। আর তার জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় অনেকসময়ই। তেমনটাই ঘটেছিল মঙ্গলবার মধ্যমগ্রামে। গায়ক রূপম ইসলাম ( Rupam Islam ) তাঁর ফেসবুক পেজে অনুষ্ঠানটির ভিডিও শেয়ার করে মঙ্গলবারের ঘটনার কথা লেখেন। পুলিশের বক্তব্য অনুসারে ৬০০০ মানুষের জমায়েত হতে পারে ওই মাঠে। কিন্তু জড়ো হয়েছিলেন প্রায় ১১ হাজার মানুষ । বাইরে ছিলেন আরও প্রায় ১০ হাজার মানুষ। এই রকম ছোট একটি পরিসরে সকলের জন্য উন্মুক্ত কনসার্টে  কত বড় বিপদ হতে পারত ভেবেই শঙ্কিত গায়ক !  


ইরা-নূপূরের অভিনব বিয়ে


দীর্ঘদিনের প্রেম আজ পরিণতি পেল সাত পাকে। বিয়ে করলেন আমির খান (Amir Khan) কন্যা ইরা খান (Ira Khan)। দীর্ঘদিনের প্রেমিক নূপূরের সঙ্গে আজ মুম্বইতে আইনি বিয়ে সারলেন তিনি। মঙ্গলবারই হয়ে গিয়েছে ইরার গায়ে হলুদ ও মেহেন্দি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বন্ধুবান্ধব ও পরিবারের লোকজন।  ইরা ও নুপূর দুজনেই চান না তাঁদের বিয়েতে কেউ উপহার নিয়ে আসুক। বিয়ের উপহার হিসেবে তাঁরা শুভেচ্ছা ও আশীর্বাদকেই গুরুত্ব দিচ্ছেন। 


কিসের বদলা নিচ্ছেন বিক্রম? কবে আসছে 'পারিয়া' ?


গত বছর মে মাসে শেষ হয়েছিল শ্যুটিং। তারপর টানা কয়েক মাসের পোস্ট প্রোডাকশানের কাজ শেষ করে এবার প্রেক্ষাগৃহে আসতে চলেছে তথাগত মুখোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত ছবি 'পারিয়া'। পথকুকুরদের নিয়ে অন্য এক গল্প বলবে তথাগতর এই ছবি। বুধবার ৩ জানুয়ারি মুক্তি পেল 'পারিয়া' (Pariah) ছবির টিজার। আর টিজার (Teaser Out) প্রকাশ্যে আসা মাত্র বিক্রমের (Vikram Chatterjee) লুক নিয়ে সাড়া পড়ে গিয়েছে অনুরাগীদের মধ্যে। জানা গিয়েছে ছবি মুক্তি দিনও। কবে প্রেক্ষাগৃহে আসছে 'পারিয়া'? বুধবার নিজের সমাজমাধ্যমে 'পারিয়া'র টিজার পোস্ট করেন বিক্রম চট্টোপাধ্যায়। সঙ্গে ক্যাপশনে বিক্রম লেখেন, 'বঞ্চিতদের লড়াইয়ের ইতিহাস সবসময় রক্ত দিয়েই লেখা হয়'। এই টিজার পোস্ট করার সঙ্গে সঙ্গে তিনি সমাজমাধ্যমেই জানান যে আগামী ৯ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'পারিয়া'। ছবি মুক্তির দিন জানতে পেরেই উচ্ছ্বসিত অনুরাগী দর্শকরা।


সোনালি স্মৃতি উস্কে পর্দায় গোয়েন্দা দীপক, কেমন হল ট্রেলার?


প্রথমবারের জন্য 'হইচই' (Hoichoi) ও জিও স্টুডিওজ় (Jio Studios) বড়পর্দায় ছবি তৈরির জন্য হাত মিলিয়েছে। আর সেই মেলবন্ধনেই মুক্তি পাচ্ছে নতুন ছবি। 'শ্রী স্বপন কুমারের বাদামী হায়নার কবলে' (Shri Swapankumarer Badami Hyenar Kobole) । রয়েছেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee), পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee), শ্রুতি দাস (Shruti Das) ও প্রতীক দত্ত (Pratik Dutta)-ও। গোয়েন্দা গল্প হলেও এই ছবি অনেকটাই আলাদা ব্যোমকেশ বা ফেলুদাদের চেয়ে। বাস্তব নয়, বরং কল্পনা, রসবোধ আর এক চিলতে রোম্যান্স মিশিয়েই যেন তৈরি হয়েছে এই ছবির গল্প। দেবালয় ভট্টাচার্য (Debaloy Bhattacharya) পরিচালিত সিনেমার ট্রেলার মুক্তি পেল। ট্রেলারে দেখা গিয়েছে দীপক চট্টোপাধ্যায়ের (Dipak Chatterjee) কাহিনি। যিনি রহস্যময় বাদামি হায়নার কবল থেকে কলকাতাকে বাঁচাতে তৎপর। চিত্রনাট্য লার্জার দ্যান লাইফ। এই কাজটি নিয়ে আবির বলছেন, 'দীর্ঘ পরিশ্রমের পরে এই ছবিটা দর্শকদের সামনে আসতে চলেছে। আমরা যে ম্যাজিকটা তৈরি করেছি, ১২ জানুয়ারি থেকে এতে দর্শকেরা মুগ্ধ হবেন আশা করি।’ ছবির সংলাপ সকলের কাছে গ্রহণযোগ্য করে তোলার চেষ্টা করা হয়েছে। অধুনা বিস্মৃত দীপক চট্টোপাধ্যায়ের কাহিনি সকলের মন জিতে নেবে বলেই আশা নির্মাতাদের।


আরও পড়ুন: Shreyas Talpade: 'আমি তো মরেই গিয়েছিলাম, এ যেন দ্বিতীয় জীবন !', সুস্থ হওয়ার পরে কী জানালেন শ্রেয়স ?