কলকাতা: শাহরুখ খানের (Shah Rukh Khan) 'জওয়ান' বক্স অফিসে (Jawan Box Office Collection) জোর কদমে ছুটছে। প্রথম দিনে দুর্দান্ত ব্যবসার পর বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার খানিক কমে ব্যবসার পরিমাণ। তবে শনিবার ফের ঝড় বক্স অফিসে। দেশের প্রেক্ষাগৃহে এই ছবির আয় ইতিমধ্যেই ছাড়িয়েছে ২০০ কোটির গণ্ডি। শনিবার কত আয় হল?
ট্রেড অ্যানালিস্টদের মতে, শনিবার অ্যাটলি পরিচালিত অ্যাকশন ফিল্ম হিন্দিতে আয় করেছে ৬৮ কোটির ওপরে। অন্যদিকে, বিশ্বের দরবারেও অব্যাহত 'জওয়ান' ঝড়। মোট আয়ের পরিমাণ ২৪০.৪৭ কোটি। শুক্রবারের আয়ের পরিমাণ ১০৯.২৪ কোটি টাকা।
পাশাপাশি, শোনা যাচ্ছিল যে এই ছবির জন্য় ৫০ কোটি টাকা দাবি করেছিলেন সানি দেওল। সম্প্রতি তিনি জানান, 'তিনি এমন ছবিতে কাজ কাজ করতে চান না যেখানে তাঁক নিজেকে বোঝা মনে হয়।' তিনি আরও বলেন,' ছবি যতই সফল হোক না কেন, অভিনেতাদের কত টাকা পারিশ্রমিক দেওয়া হবে তা নির্ভর করে প্রযোজকের ওপর।'
তবে বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, সানি দেওল এই ছবির জন্য় ৫০ কোটি টাকাই পারিশ্রমিক পেয়েছেন। তবে ছবির নায়িকা আমিশা পটেল ও বাকি অভিনেতারা কত টাকা পেয়েছেন তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন...
এবার উজ্জ্বল নিকমের বায়োপিকে দেখা মিলবে আমির খানের, নিশ্চিত করলেন পরিচালক
চোখ রাখি অন্য় খবরে, গতবছর মুক্তি পেয়েছিল শ্রীজাত (Srijato) পরিচালিত প্রথম ছবি 'মানবজমিন' (Manobjamin)। শ্রীজাত পরিচালিত প্রথম ছবি এটি, মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) ও প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar)। এই ছবিটির প্রযোজক ছিলেন রানা সরকার (Rana Sarkar)। এই ছবির প্রচারের সময়েই মেদিনীপুরে একটি অবৈতনিক বিদ্যালয়ের শিলান্যাস করেছিলেন সমস্ত কলাকুশলীরা। আর বছর ঘুরে, সেই বিদ্যালয় তৈরির কাজ শেষের পথে!
এছাড়াও, শীঘ্রই মুক্তি পাবে পরিচালক রতন মৈত্রর ছবি 'অন্য় রূপকথা'। সম্প্রতি শহরে জমকালোভাবে হয়ে গেল ছবি ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। যেখানে উপস্থিত ছিলেন রুদ্রনীল ঘোষ, রূপঙ্কর বাগচী, সুমিত সমাদ্দার, বিশ্বজিৎ চক্রবর্তীসহ ছবির অন্য়ান্য় কলাকুশলীরা।
সম্প্রতি, একটি সাক্ষাৎকারে তাঁর সম্পর্ক ও জিয়া খানকে নিয়ে মুখ খুলেছিলেন সূর্য পাঞ্চোলি। তিনি বলেছেন, 'জিয়ার সঙ্গে আমার জীবনের সবচেয়ে সংক্ষিপ্ত সম্পর্কটা ছিল। জিয়ার মৃত্যুর পরে আমি অবসাদে চলে গিয়েছিলাম, আর তখন আমায় সামলেছিলেন আমর বর্তমান প্রেমিকাই। এরপরে, ৭ বছর ধরে ওর সঙ্গেই সম্পর্কে রয়েছি আমি। ভালবাসায় আমি বিশ্বাস হারাইনি। আমার এই সম্পর্কে কোনও সমস্যা হয়নি। কেউ আপনাকে ভালবাসে, এই অনুভূতিটই ভীষণ সুন্দর। জিয়া খানের মৃত্যুর পরে সবাই ভেবেছিল, আমি খুব খারাপ। শুধু মানুষ হিসেবে নয়, প্রেমিক হিসেবেও নাকি আমি ভীষণ খারাপ। তবে আমার একমাত্র কাছের মানুষই জানেন, আমি ঠিক কেমন।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial