কলকাতা: বরানগরে (Baranagar) লরির ধাক্কায় (Lorry Accident) মৃত্যু টেলি অভিনেত্রী (Telly Actress) সুচন্দ্রা দাশগুপ্ত (Suchandra Dasgupta)। শ্যুটিং সেরে অ্যাপ বাইকে (app bike) ফেরার পথে দুর্ঘটনা। লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। 


টিভি সিরিয়ালের চেনা মুখ সুচন্দ্রা দাশগুপ্ত। আর পাঁচটা দিনের মতোই গতকাল রাতেও ফিরছিলেন শ্যুটিং সেরে। কে জানত, হঠাৎই ঘনিয়ে আসবে বিপদ!


শ্যুটিং সেরে অ্যাপ বাইকে চড়ে বাড়িতে ফিরছিলেন ওই অভিনেত্রী। তাঁর বাড়ি সোদপুরে। বরানগর থানার সামনে ঘোষপাড়া রোডে বেপরোয়া এক লরি বাইকের পিছনে এসে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্তর। ঘাতক লরির চালককে ইতিমধ্যেই গ্রেফতার করে বরানগর থানার পুলিশ। 


অন্য়দিকে,  সদ্যই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অরিজিৎ সিংহ একটি ভিডিও। যে ভিডিও সোশ্যাল মিডিয়ার দেওয়ালে দেওয়ালে ঘুরে বেড়াচ্ছে, সেখানে দেখা যাচ্ছে। হাতে একটি ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছেন অরিজিৎ। তাঁর মাথায় টুপি, গায়ে একটা সাদামাটা টি শার্ট ও ধুতি প্যান্ট। বাড়ি থেকে বেরিয়ে এলাকার মানুষদের সঙ্গে কথা বলেন তিনি। তাঁদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেন, 'সবাই ভাল আছো?' পাল্টা উত্তরে অরিজিৎও জানান, 'চলে যাচ্ছে'। এরপরে স্কুটিতে উঠে হাসি মুখে চলে যান তিনি। 


সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে টুকরো এই ভিডিও। মুগ্ধ অনুরাগীরা মন্তব্য করেছেন, সত্যিই একেবারে সাধারণ মানুষদের মতোই জীবন যাপন করেন অরিজিৎ। তাঁর মহত্ব এখানেই। 


আরও পড়ুন...


Vastu Tips: দূর হবে শনির দোষ, অশুভ শক্তি থেকেও রক্ষা ; বাড়ির সামনে লাগান এই গাছ


এর পাশাপাশি, 'দৃশ্যম' (Drishyam) একটি সফল ভারতীয় ছবি। মালায়ালাম, তামিল, কন্নড়, তেলেগু বা হিন্দি সব ভাষাতেই দর্শকের মন জয় করেছে এই ছবি। 'দৃশ্যম' ফ্র্যাঞ্চাইজি দ্বিতীয় ছবি 'দৃশ্যম টু' ও জায়গা করে নিয়েছে দর্শকের হিট লিস্টে। আর এবার দেশের সীমানা পেরিয়ে গেল এই ছবি। বলিউড সূত্রে খবর, খুব শীঘ্রই কোরিয়ান ভাষায় তৈরি হতে চলেছে 'দৃশ্য়ম'। কান চলচ্চিত্র উৎসবে ইতিমধ্য়েই এই খবর ঘোষণা করা হয়েছে।


অন্য়দিকে, গত ১৫মে  মুক্তি পেয়েছিল ভিকি কৌশল (Vicky Kaushal) ও সারা আলি খান (Sara Ali Khan) অভিনীত নতুন ছবি 'জরা হটকে জরা বঁচকে' (Zara Hatke Zara Bachke)-র ট্রেলার। লক্ষ্মণ উতেকর (Lakshman Utekar) পরিচালিত এই ছবি ডিভোর্স কমেডি (divorce comedy) ঘরানার। আর ছবির সাফল্য় কামনা করে এবার আজমেঢ় শরিফের দরগায় পুজো দিলেন সারা ও ভিকি। পুজো দেওয়ার ছবি সারা পোস্ট করলেন নিজের সোশ্য়াল মিডিয়ায়। 


এর পাশাপাশি, সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অতীত জীবনের প্রসঙ্গ সামনে আনলেন অভিনেত্রী। তিনি জানান যে, তাঁর ছোটবেলার জীবনটা অত্য়ন্ত সাধারণভাবে কেটেছ। তাঁর বাবা পুত্র সন্তান চেয়েছিলেন, তাই তিনি জন্মানোর পর একমাস তার মুখও দেখেন নি তারঁ বাবা। বাবার এই ব্য়বহার অভিনেত্রীকে অত্য়ন্ত আঘাত দিয়েছিল। আর তখনই তিনি ঠিক করে ফেলেন তিনি 'সাধারণ জীবন' চান না, যেখানে কাউকে বিয়ে করে সন্তানের জন্ম দিয়ে তিনি শান্তিতে সংসার করবেন।