ভাস্কর ঘোষ, বালি: হাওড়ায় বালিতে দুই সহপাঠী ছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় আক্রান্ত প্রতিবাদী। লাঠি ও লোহার রড নিয়ে হামলা করা হয় বলে অভিযোগ। মাথায় আঘাত পেয়েছেন উত্তরপাড়ার প্যায়ারীমোহন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। ঘটনায় বেলুড় জিআরপিতে অভিযোগ দায়ের হয়েছে।


প্রতিবাদ করায় আক্রান্ত প্রতিবাদী: সম্ভ্রম বাঁচাতে গিয়ে ফের আক্রান্ত প্রতিবাদী। এবারের ঘটনাস্থল হাওড়ার বালি। দুই সহপাঠিনীকে ইভটিজিং করার প্রতিবাদ করে আক্রান্ত হলেন উত্তরপাড়ার প্যারীমোহন কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্র।শনিবার ওই ছাত্রীদের সঙ্গে কলেজ যাচ্ছিলেন বালির রাজচন্দ্রপুরের বাসিন্দা কলেজ ছাত্র। অভিযোগ, রাস্তায় ৩ জন ছাত্রীদের উদ্দেশে কটূক্তি করে। পরে কলেজের সামনে উত্তরপাড়া জিটি রোডে ফের কটূক্তি করলে প্রতিবাদ করেন দ্বিতীয় বর্ষের ওই ছাত্র। ইভটিজারদের সঙ্গে শুরু হয় বচসা। এলাকার লোকজন ছুটে এলে তখনকার মতো চলে যায় ওই ৩ জন।

বাড়ি ফেরার সময় বালিঘাট স্টেশনে প্রতিবাদী ছাত্রের ওপর ইভটিজাররা চড়াও হয় বলে অভিযোগ। আরও কয়েক জনকে ডেকে আনা হয়। লাঠি ও লোহার রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি ছুরি নিয়ে আঘাত করার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। ঘটনার পর বালি থানায় গেলে পুলিশ কোনও সহযোগিতা করেনি বলে অভিযোগ। আক্রান্তের দাবি, বালি থানা থেকে বেলুড় জিআরপিতে গিয়ে অভিযোগ জানাতে বলা হয়। প্রতিবাদী ছাত্রের অভিযোগ, “পুলিশ প্রশাসনের কোনও সহযোগিতা পাইনি। পুলিশ জিআরপির ওপর দায় ছেড়ে দিতে চেয়েছে। বালি থানা।কোনও সহযোহগিতা পাইনি। পুলিশ প্রশাসনের ওপর কোনও ভরসা নেই।’’

রবিবার বেলুড় জিআরপিতে অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ছাত্র। ইভটিজারদের চিহ্নিত করতে উত্তরপাড়া থানার সঙ্গে যোগাযোগ করেছে বেলুড় জিআরপি ও বালি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল বেলুড় জিআরপি এলাকায় হওয়ায়, অভিযোগকারীকে সেখানে পাঠানো হয়। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। তাদের ছবি সংগ্রহ করার চেষ্টা করা হচ্ছে।

সম্ভ্রম বাঁচাতে গিয়ে প্রতিবাদীর আক্রান্ত হওয়ার ঘটনা নতুন নয়। গত ২৮ জানুয়ারি মালদার হবিবপুরে বোনের সম্ভ্রম বাঁচাতে গিয়ে আক্রান্ত হন দাদা। প্রতিবাদীকে মারধরের অভিযোগ ওঠে এক তৃণমূল নেতা ও তাঁর দলবলের বিরুদ্ধে। গত ২২ জানুয়ারি হাওড়ার শ্যামপুরে দশম শ্রেণির ছাত্রী মেয়ের শ্লীলতাহানির প্রতিবাদ করে দুষ্কৃতীদের মারে প্রতিবাদী বাবার মৃত্যু হয় বলে অভিযোগ।এর আগে বেআইনি কাজের প্রতিবাদ করে আক্রান্ত হওয়ার ঘটনাও ঘটেছে। গত ৬ মে খাস কলকাতায় বাড়ির কাছে মাদক নেওয়ার প্রতিবাদ করায় মত্ত যুবকদের হাতে তৃণমূলের এক যুব নেতা আক্রান্ত হন বলে অভিযোগ। এবার হাওড়ার বালিতে ইভটিজিংয়ের প্রতিবাদ করে আক্রান্ত হল প্রতিবাদী।

আরও পড়ুন: Health Tips : প্রচণ্ড গরমেও হবে না সমস্যা, ঘুমানোর ১ ঘণ্টা আগে যদি নেন এই ব্যবস্থা