কলকাতা: টলিউডের প্রথম সারির এই নায়িকা নাকি ডেঙ্গিতে আক্রান্ত? এতটাই অসুস্থ তিনি যে প্রিয় বন্ধুর জন্মদিনের পার্টিতেও গড়হাজির তিনি। গুঞ্জন থামাতে, নিজেই সত্যিটা জানালেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। আজ দুপুরে, ইনস্টাগ্রামে সাদা কালো হরফে একটি স্টেটাস শেয়ার করে নেন রুক্মিণী। আর সেখান থেকেই জানা যায়, তিনি জ্বরে আক্রান্ত বটে, তবে ডেঙ্গি নয়। ভাইরাল। বর্তমানে ডেঙ্গির বাড়বাড়ন্ত কলকাতা থেকে শুরু করে জেলায়। অনেকেই তাই মনে করে, ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন নায়িকা। তবে নিজের অসুস্থতা নিয়ে তখনও পর্যন্ত মুখ খোলেননি রুক্মিণী। শেষে গুজব বাড়াবাড়ি পর্যায়ে গেলে সোশ্যাল মিডিয়ায় নিজেই গোটা ঘটনা লেখেন নায়িকা। তাঁর লেখাটি দেখলেই বোঝা যায়, এই ধরণের খবরে যারপরনাই বিরক্ত তিনি। 


রুক্মিণী লিখেছেন, 'হাই.. সবাইকে এটা জানানোর জন্য এই লেখা যে... আমার ডেঙ্গি হয়নি। তবে আমি ভাইরাল জ্বরে আক্রান্ত আর এখনও সম্পূর্ণ সুস্থ হইনি। তবে আগের চেয়ে অনেকটা ভাল রয়েছি। আপনাদের ভালবাসা ও চিন্তার জন্য অনেক অনেক ধন্যবাদ।'


প্রয়াত অভিনেতা অখিল মিশ্র (Akhil Mishra)। আমির খান (Amir Khan), শরমন যোশী (Sharman Joshi), আর মাধবন (R Madhaban) অভিনীত 'থ্রি ইডিয়েটস' (3 Idiots) ছবিতে লাইব্রেরিয়ান দুবের ভূমিকায় অভিনয় করে নজর কেড়েছিলেন অখিল। এছাড়াও বলিউডের একাধিক পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন তিনি।সূত্রের খবর, বাড়ির রান্নাঘরে কাজ করার সময় দুর্ঘটনা ঘটে। পা ফস্কে পড়ে যান অখিল। খবর পেয়ে তড়িঘড়ি ফিরে এসেছিলেন স্ত্রী সুজান কিন্তু তখন সব শেষ। দুর্ঘটনার সময় বাইরে ছিলেন তাঁর স্ত্রী। একটি শ্যুটিংয়ের কাজে হায়দরাবাদ গিয়েছিলেন তিনি। খবর শুনে স্বভাবতই ভেঙে পড়েছেন অভিনেতার স্ত্রী। অখিলের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর সময় অভিনেতার বয়স হয়েছিল মাত্র ৫৮ বছর।


আরও পড়ুন...


কঠিন অঙ্কের উত্তর খুঁজবেন উষসী, পার্নো, সৌরভ-রানার ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে আনল এবিপি লাইভ


অন্য়দিকে, রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়ার বিয়ে উপলক্ষ্য়ে দিল্লিতে আয়োজিত হয়েছিল একটি সুফি নাইট অনুষ্ঠান। যেখানে 'ছাপ তিলক সাব', 'বুল্লেয়া', 'ইশক সুফিয়ানা', 'তু মানে ইয়া না মানে', 'আফরিন আফরিন', 'সানু এক পাল চেইন' এর মতো গানে তাল মিলিয়েছিলে পরিণীতি। গোটা অনুষ্ঠানে পরিণীতিকে নাচে-গানে তাল মেলাতে দেখা গেল। তবে রাঘব চাড্ডা একটু লাজুক প্রকৃতির। তবে তাঁকেও কয়েকটি গানে নাচতে দেখা গিয়েছিল।


এর পাশাপাশি, রণবীর কপূর (Ranbir Kapoor) ও রশ্মিকা মান্দান্না (Rashmika Mandanna) অভিনীত 'অ্যানিম্যাল' (Animal) নিয়ে বাড়ছে উন্মাদনার পারদ। আর এবার প্রকাশ্য়ে এল নতুন খবর। এই ছবিতে বিশেষ ভূ্মিকায় থাকবেন অনিল কপূর। আর আজ নিজের সোশ্য়াল মিডিয়ায় তিনি প্রকাশ্য়ে আনলেন এই ছবিতে তাঁর লুক। ছবির ক্য়াপশানে লিখলেন, 'অ্য়ানিমাল কা বাপ, বলবীর সিং'। এই পোস্টেই স্পষ্ঠ যে ছবিতে বলবীর সিং নামক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে 'মিস্টার ইন্ডিয়া'কে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial