কলকাতা: বড়পর্দায় এবার বাংলার 'দাবাড়ু'-র জীবন। শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy)-এর প্রযোজনায় আসছে পথিকৃৎ বসু (Pathikrit Basu) পরিচালিত নতুন ছবি, 'দাবাড়ু'। সদ্যই উইন্ডোজ (Windows)-এর তরফ থেকে এই ছবির পোস্টার লঞ্চ করা হয়েছে। ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে, ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjeet Chakraborty), দীপঙ্কর দে (Dipankar Dey), বিশ্বনাথ বসু (Biswanath Basu), কৌশিক সেন (Kaushik Sen), শঙ্কর চক্রবর্তী (Sankar Chakraborty), সংঘশ্রী সিংহ মিত্র (Sanghasree Sinha Mitra)- ও অন্যান্যরা। 


অন্য়দিকে, আজ প্রকাশ্য়ে এল 'নিয়ত' ছবির ট্রেলার। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী বিদ্য়া বালান (Vidya Balan)। ছবিতে তাঁর চরিত্রের নাম মীরা রাও। এছাড়াও রয়েছেন, রাম কাপুর, রাহুল বোস, নীরজ কবি, শাহানা গোস্বামী, অমৃতা পুরি, দীপান্নিতা শর্মা, নিকি ওয়ালিয়া, শশাঙ্ক অরোরার মত বিটাউনের তাবড় অভিনেতারা।


আরও পড়ুন...


Hair Care: আপনি কি চুল পড়ার সমস্য়ায় জর্জরিত? পাতে রাখুন এই খাবারগুলি


এর পাশাপাশি, আজ প্রাইম ভিডিও ছবির একটি টিজার প্রকাশ করেন, যেখানে দেখা যাচ্ছে, নওয়াজুদ্দিন সিদ্দিকি  নিজেকে শেরু নামের একজন বলিউড অভিনেতা হিসাবে পরিচয় দিচ্ছেন। যিনি বলছেন শাহরুখ খান, আমির খান এবং সালমান খানের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন। এরপর তিনি হৃতিক রোশনের কথা উল্লেখ করেন।


নওয়াজুদ্দিন সিদ্দিকি বলেন, “আমার নাম শেরু এবং মানুষ আমাকে আদর করে ডাকে... শুধু শেরু। আমি একজন বলিউড অভিনেতা। আমি ছোট-বড় সব ধরনের সিনেমার একজন বড় প্রযোজক। দেখুন, আমার সঙ্গে শাহরুখ, সালমান, আমিরের ছবি... হৃতিক পাওয়া যায়নি তাই সে এখানে নেই।আর এরপরই টিনসেল টাউনে শুরু হয়েছে জল্পনা। তবে কী কঙ্গনা রানাউত এই বার্তার মাধ্যমে 'খোঁচা' দেওয়ার চেষ্টা করলেন  হৃতিক রোশনকে? শুরু হয়েছে বিতর্ক।


অন্য়দিকে, সম্প্রতি, একটি সাক্ষাৎকারে, শাহরুখকে নিয়ে একটি অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন কাজল।তিনি বলছেন, 'একবার, শাহরুখের জন্মদিনের আগে আমি বলেছিলাম, ওর বাড়িতে যাব ওর সঙ্গে দেখা করতে। শাহরুখ উত্তর দিয়েছিল, 'অবশ্যই, যে কোনওদিন এসো, কিন্তু জন্মদিনে নয়। আমার মনে হয় জন্মদিনটা আমার বাড়িতে আসার জন্য সঠিক সময় নয়।' আমি প্রশ্ন করেছিলাম, 'কেন?' উত্তরে শাহরুখ বলেছিল, 'ওইদিনটা আমায় বাইরে বেরোতে হয়, বিভিন্ন মানুষের সঙ্গে দেখা করতে হয়, অনেক সাক্ষাৎকার থাকে। দিনের শেষে... আমার জন্মদিনটা আর আমার থাকে না। ওই দিনটা সেই সমস্ত মানুষের জন্য হয়ে যায়, যারা আমায় ভালবাসেন। যাদের জন্য আমি আজ এই জায়গায় এসেছি।'