কলকাতা: অভিনেতা ও বিজেপি সাংসদ সানি দেওলের (Sunny Deol) জুহুর (Juhu) বাংলো নিলামের নোটিস (Auction Notice) প্রত্যাহার করা হল। রাজ্যের অধীনে থাকা 'ব্যাঙ্ক অফ বরোদা' আজই প্রকাশ করেছে বিবৃতি। বক্স অফিসে এখন 'গদর ২'-এর (Gadar 2) রমরমা। বাকি ছবিও ব্যবসা করছে ঠিকই তবে নতুন রেকর্ড গড়ে চলেছে সানি দেওল (Sunny Deol) ও আমিশা পটেলের (Ameesha Patel) ছবি। আর এই আবহেই শোনা যাচ্ছিল একটি সিক্যুয়েলের সাফল্যের পর 'বর্ডার ২' (Border 2) নিয়ে আসবেন অভিনেতা। তবে সত্যিই কি তৈরি হচ্ছে 'বর্ডার ২' নাকি গোটাটাই গুঞ্জন? দিনভর সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন


মুণ্ডিত মস্তকে রেস্তোরাঁয় পৌঁছলেন সলমন খান


মুম্বইয়ের বাড়ি থেকে বের হতেই ক্যামেরাবন্দি বলিউডের ভাইজান (Bhaijaan)। নজরে তাঁর নতুন 'হেয়ারস্টাইল' (hairstyle)। রবিবার রাতে তাঁকে এক রেস্তোরাঁয় পৌঁছতে দেখা গেল। এক পার্টিতে উপস্থিত হন তিনি। তবে সলমন খানকে (Salman Khan) দেখা গেল 'মুণ্ডিত' মস্তকে (bald look)। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল সলমন খানের নতুন লুক। রবিবার রাতে মুণ্ডিত মস্তকে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হলেন অভিনেতা। তাঁকে দেখা গেল নিজের গাড়িতে চড়ে একটি রেস্তোরাঁয় পৌঁছতে। কালো ট্রাউজার, কালো শার্টে নজর কাড়লেন তিনি। লোকেশনে পৌঁছতেই পেলেন উষ্ণ অভ্যর্থনা। করমর্দন করে ঢুকে যান রেস্তোরাঁর ভিতরে। সলমন খানের নতুন লুক দেখে উত্তেজিত তাঁর অনুরাগীরা। পাপারাৎজিদের পোস্ট করা ভিডিওর কমেন্ট অংশ ভরেছে তাঁদের বহুল প্রশ্নে। একজন লেখেন, 'ওঁর পরের আর্মি থ্রিলার ছবির লুক টেস্ট।' অপর একজন লিখলেন, 'চুল ছাড়াও ওঁকে হ্যান্ডসাম লাগছে... কিছু মানুষকে সুন্দর দেখানোর জন্য চুলেরও প্রয়োজন পড়ে না।' অনেকেই কমেন্ট বক্সে লাল হার্ট ও আগুন ইমোজি পোস্ট করেছেন। একজন আবার লেখেন, 'কর্ণ জোহরের আগামী ছবি বিষ্ণুবর্ধনের জন্য লুক টেস্টিং'। 


সানি দেওলের বাংলোর নিলাম নোটিস প্রত্যাহার করা হল ব্যাঙ্কের তরফে


অভিনেতা ও বিজেপি সাংসদ সানি দেওলের (Sunny Deol) জুহুর (Juhu) বাংলো নিলামের নোটিস (Auction Notice) প্রত্যাহার করা হল। রাজ্যের অধীনে থাকা 'ব্যাঙ্ক অফ বরোদা' আজই প্রকাশ করেছে বিবৃতি। রবিবার জানা যায়, সানি দেওলের বকেয়া ৫৬ কোটি টাকা পুনরুদ্ধারের জন্য তাঁর জুহুর বাংলো বাড়ি বিক্রি করা হচ্ছে। সূত্র মারফত খবর মেলে, ২৫ অগাস্ট জুহুর সম্পত্তির ই-নিলাম করা হবে। ২০২২ সালের ডিসেম্বর মাস থেকে 'ব্যাঙ্ক অফ বরোদা'র কাছে ৫৫.৯৯ কোটি টাকা লোন বকেয়া ছিল গুরদাসপুরের সাংসদের। এই আবহে আজ সোমবার ব্যাঙ্কের তরফে একটি বিবৃতি জারি করা হয়, সেখানে বলা হয়েছে, 'মিস্টার অজয় সিং দেওল ওরফে মিস্টার সানি দেওলের বিক্রয় নিলাম নোটিস সংক্রান্ত ই-নিলাম নোটিসের সংশোধনী প্রযুক্তিগত কারণে প্রত্যাহার করা হয়েছে।' রবিবার ব্যাঙ্কের তরফে জানানো হয় যে জুহু অভিনেতার যে সম্পত্তি রয়েছে, 'সানি ভিলা', তার নিলাম শুরুই হবে ৫১.৪৩ কোটি টাকা থেকে। সর্বনিম্ন বিডিং অ্যামাউন্ট রাখা হয় ৫.১৪ কোটি টাকা।


'গদর ২' ছবির বিপুল সাফল্যের আবহে 'বর্ডার ২' নিয়ে ভাবনা সানি দেওলের?


বক্স অফিসে এখন 'গদর ২'-এর (Gadar 2) রমরমা। বাকি ছবিও ব্যবসা করছে ঠিকই তবে নতুন রেকর্ড গড়ে চলেছে সানি দেওল (Sunny Deol) ও আমিশা পটেলের (Ameesha Patel) ছবি। আর এই আবহেই শোনা যাচ্ছিল একটি সিক্যুয়েলের সাফল্যের পর 'বর্ডার ২' (Border 2) নিয়ে আসবেন অভিনেতা। তবে সত্যিই কি তৈরি হচ্ছে 'বর্ডার ২' নাকি গোটাটাই গুঞ্জন? বলিপাড়ায় জোর গুঞ্জন। 'গদর ২' ছবির সাফল্যের পর সানি দেওল নিয়ে আসতে চলেছেন 'বর্ডার ২'। এই বিষয়ে এবার মুখ খুললেন অভিনেতা নিজেই। তারকা অভিনেতা নিজেই জানালেন যে তিনি কোনও নতুন ছবি সই করেননি। আপাতত 'গদর ২' ছবির সাফল্যই উপভোগ করছেন তিনি। প্রসঙ্গত, 'গদর ২' ভারতের মাটিতেই ৩৭৫.১০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। উপরন্তু, দ্বিতীয় সপ্তাহান্তের হিসেবে সর্বোচ্চ ব্যবসা করা হিন্দি ছবির তকমা পেল 'গদর ২'। দ্বিতীয় শুক্রবারে এই ছবি ২০.৫০ কোটি টাকা আয় করেছে, দ্বিতীয় শনিবার ছবির আয় ৩১.০৭ কোটি টাকা, আর দ্বিতীয় রবিবার ৩৮.৯০ কোটি টাকা আয় করেছে ছবিটি। দ্বিতীয় উইকেন্ডে ঐতিহাসিক আয় 'গদর ২' ছবির। 


ফের প্রেমের ছবিতে বাজি বিক্রম


মধুমিতা সরকার (Madhumita Sircar), শোলাঙ্কি রায় (Solanki Roy)-এর সঙ্গে জুটি বাঁধার পরে এবার নতুন ছবিতে বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee)। বিপরীতে সোহিনী সরকার (Sohini Sarkar)। দিব্য চট্টোপাধ্যায়ের (Dibya Chatterjee)-র নতুন ছবি 'অমরসঙ্গী' (Amar Shangi) ছবিতে জুটি বাঁধছেন তাঁরা। বাংলা ছবিতে আসছে আরও এক নতুন জুটি। সদ্য মুক্তি পেয়েছে বিক্রম ও শোলাঙ্কির ছবি শহরের উষ্ণতম দিনে (Sohorer Ushnotomo Dine)। বক্সঅফিসে ভালই ব্যবসা করেছে এই ছবি। একেবারে নতুন যুগের চরিত্রেরা, এক প্রেমের গল্পই ছিল এই ছবির ইউএসপি। আর নতুন জুটিতে বিক্রম ফের নিয়ে আসবেন আরও এক প্রেমের গল্প।  সোশ্যাল মিডিয়ায় আজ নতুন ছবির লুক শেয়ার করে নিয়েছেন বিক্রম। সোশ্যাল মিডিয়ায় লুকের ছবি শেয়ার করে বিক্রম লিখেছেন, 'গুরুদেব বলেছেন, প্রেম অমর, অবিনশ্বর, মৃত্যুও যাকে ছুঁতে পারবে না। নাকি বাস্তবতায় দিব্যি পারবে! সেই চু কিত -কিত প্রশ্ন নিয়ে আমাদের আগামী নিবেদন, এক আশ্চর্য প্রেমের জাদুবাস্তবতা মাখা গপ্পো 'অমরসঙ্গী'। আর আমরণ এই সঙ্গী থাকার পণ করেছি আমি আর সোহিনী সরকার।' 


প্রয়াত অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর বাবা


প্রেক্ষাগৃহে গিয়ে বড়পর্দায় ছেলের অভিনয় আর দেখা হল না বেনারস তিওয়ারির (Benaras Tiwari)। ২১ অগাস্ট, সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলিউডের তারকা অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর (Pankaj Tripathi) বাবা। বয়স হয়েছিল ৯৯। 'ওহ মাই গড ২' ছবির সাফল্য উপভোগ করছিলেন পঙ্কজ ত্রিপাঠী। কিন্তু সেই সুখে পড়ল ছেদ। তিওয়ারি পরিবারের শোকের ছায়া। ইহলোক ত্যাগ করলেন অভিনেতার বাবা বেনারস তিওয়ারি। আজ বিহারে অভিনেতার গ্রাম বালসন্দের প্রয়াত হন তিনি। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন অভিনেতার বাবা। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও অজানা। স্ত্রী ও মেয়েকে নিয়ে কর্মসূত্রে মুম্বইয়ে থাকেন পঙ্কজ ত্রিপাঠী। তবে তাঁর মা ও বাবা এখনও বিহারের গ্রামেই থাকতেন। বাবার মৃত্যু সংবাদ পেয়ে অভিনেতা বিহারের উদ্দেশে রওনা দিয়েছেন তড়িঘড়ি। 


'কোহিনূর' নিয়ে আসছেন রজতাভ


 এবার সায়েন্স ফিকশন ছবির মুখ্যভূমিকায় রজতাভ দত্ত (Rajatava Dutta)। সৌরভ দাসের (Sourav Das)-এর পরিচালনায় আসছে নতুন ছবি কোহিনূর (Kohinoor)। এবিপি লাইভে (ABP Live) প্রথম প্রকাশ্যে এল এই ছবির পোস্টার। অন্যান্য ভূমিকায় রয়েছেন, সৌরভ দাস (Saurav Das) , মৌবনী দলুই (Moubani Dalui), সৌমি দত্ত রায় (Soumi Datta Roy) ও অন্যান্যরা। এই ছবি নিয়ে রজতাভ দত্ত এবিপি লাইভকে বলছেন, 'সায়েন্স ফিকশন গল্পকে পর্দায় তুলে ধরার জন্য বেশ কঠিন একটা বিষয়। 'কোহিনূর'-এর গোটা টিম যে এই চ্যালেঞ্জটা নিয়েছে, সেটা একটা অকল্পনীয় বিষয়। প্যারালাল পৃথিবী, এলিয়ান, স্পেসসিপ, এইসব নিয়ে প্রথম কোনও বাংলা ছবি দেখতে পাব আমরা। এই ছবিতে আমার চরিত্রটা ভীষণ গুরুত্বপূর্ণ, তবে সেটা নিয়ে এখনই মুখ খোলা যাবে না। এটুকু বলতে পারি, আমাদের এই ছবিটা ৯ থেকে ৯০ বছরের জন্য বানানো। ছবিটি দেখে সবার ভাল লাগবে, সবাই মজা পাবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।'


'চন্দ্রযান' নিয়ে 'বাঁকা' পোস্ট, চূড়ান্ত কটাক্ষের মুখে পড়ে কী সাফাই প্রকাশ রাজের?


দিন গুনছে গোটা ভারত। কবে চাঁদের মাটি ছোঁবে.. সেই দিকে চোখ রয়েছে বিজ্ঞানী থেকে শুরু করে সাধারণ মানুষের। আর মাত্র ২ দিন পরেই চাঁদের বুকে নামার কথা 'চন্দ্রযান ৩' (Chandrayaan-3)। ২৩ অগাস্ট ল্যান্ডার বিক্রমের চাঁদের দক্ষিণ মেরুতে 'সফট ল্যান্ডিং' করার কথা। তবে যেখানে গোটা দেশ উন্মুখ হয়ে আছে চাঁদের মাটিতে ভারতের সাফল্য সফর দেখার জন্য, তখনই বর্ষীয়ান অভিনেতা প্রকাশ রাজ (Prakash Raj) সোশ্যাল মিডিয়ায় এই মিশন নিয়ে একটি ছবি পোস্ট করে বসেন। কিন্তু তাঁর এই ছবির প্রতিক্রিয়া কী হল সমাজ মাধ্যমে? গতকাল অর্থাৎ রবিবার, সোশ্যাল মিডিয়ায় একটি কার্টুনের ছবি শেয়ার করে নেন প্রকাশ রাজ। শার্ট পরা একটি মানু। অদ্ভূত কায়দায় চা ঢালছে এক মগ থেকে অন্য মগে। এই ছবিটি দিয়ে তিনি লিখেছিলেন, 'বিক্রম ল্যান্ডারের পাঠানো চাঁদের প্রথম ছবি।' কিন্তু বর্ষীয়ান অভিনেতার এই মজা মোটেই ভালভাবে নেয়নি নেটদুনিয়া। চূড়ান্ত ট্রোলিংয়ের শিকার হতে হয় প্রকাশ রাজকে।  এই ছবিটি 'এক্স' মাধ্যমে গতকাল শেয়ার করে নিয়েছিলেন অভিনেতা। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এই ছবি। গোটা দেশ যেখানে উন্মুখ একটি সাফল্য দেখার জন্য, যে মিশনের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু মানুষ আর গোটা দেশের আবেগ, সেটা নিয়ে মজা মোটেই বরদাস্ত করেনি সোশ্যাল মিডিয়া। শুরু হয় অভিনেতার পোস্ট নিয়ে ট্রোলিং। আর সেই ট্রোলিংয়ের ঝাঁঝ এতটাই যে সোশ্যাল মিডিয়ায় একটি পাল্টা পোস্ট করতে হয় প্রকাশকে। 


আরও পড়ুন: Ghoomer Review by Sachin: 'জীবনের ওঠাপড়ার এই গল্প অনুপ্রেরণা দেয়', অভিষেকের ছবি দেখে আপ্লুত শচীন