কলকাতা: বড়পর্দায় ফিরছেন রাখী গুলজার (Rakhi Gulzar), প্রকাশ্যে উইন্ডোজের নতুন ছবি মুক্তির তারিখ। অন্যদিকে প্রকাশ্যে এল সোহিনী সরকার (Sohini Sarkar) ও বিক্রম চট্টোপাধ্যায়ের (Vikram Chatterjee) নতুন ছবির নাম। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)। 


'মির্জা'-র আয় নিয়ে খোলাখুলি জবাব অঙ্কুশের


তাঁর প্রযোজনায় প্রথম ছবি, বাজেট বেশ অনেকটাই বেশি। ছবির বাজেট যে ঘরে ফেরানো যাবে না, তা জানতেন তিনি। তবে তারপরেও খুশি প্রযোজক! প্রথম প্রযোজনায় পা রেখেও এত সাহসী অঙ্কুশ হাজরা (Ankush Hazra)! সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত পোস্ট দিয়ে তিনি জানালেন, তার ছবি কতটা ব্যবসা করেছে। সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি নিয়ে একটি বিস্তারিত পোস্ট করেছেন অঙ্কুশ। তাঁর প্রথম ছবি কেমন ব্যবসা করল? সোশ্যাল মিডিয়ায় একটি বিস্তারিত পোস্ট দিয়ে অঙ্কুশ লিখছেন, 'একজন নন সুপারস্টারের মাস কমার্শিয়াল ফিল্ম 'মির্জা'.. এমন একটা Genre -এর তকমা লাগিয়ে দিয়েছে যেটা  হয়তো আর ফিরবে না। সেই ছবিতে ভরসা করার জন্য অনেক ধন্যবাদ।' তিনি লেখেন, 'মির্জা প্রথম সপ্তাহে ৭৫ লাখের কিছু বেশি ব্যবসা করেছে। আর স্যাটেলাইট থেকে মির্জার ৬০ শতাংশ খরচ উঠে এসেছে। এতেই আমি খুশি। আমার বলতে বিন্দুমাত্র সংকোচ নেই, শুধু থিয়েটার থেকে আমার পুরো লগ্নির টাকা হয়তো উঠবে না, কারণ মির্জা অনেকটাই বড় বাজেটের একটা ছবি এখনকার মার্কেট অনুযায়ী। মির্জা ছবিটা আমার ঘরে টাকা ফেরানোর উদ্দেশে করা নয়, মানুষের বানিজ্যিক ছবির ওপর ভরসা ফেরানোর উদ্দেশে করা। মানুষের মনে বাণিজ্যিক ছবি নিয়ে ভরসা ফেরানোর জন্য মির্জা ছবিটা করা।'


২১ তারিখ বড়পর্দায় ফিরছেন রাখী গুলজার


'উইন্ডোজ়' (Windows) প্রযোজনা সংস্থার তরফ থেকে এর এক নতুন উপহারের ঘোষণা। 'দাবাড়ু'-র (Dabaru) পরে, প্রকাশ্যে এল রাখী গুলজ়ার (Rakhi Gulzar)-এর নতুন ছবি মুক্তির দিন। ২১ জুন, ২১ বছর পরে বড়পর্দায় ফিরছেন রাখী গুলজ়ার। পরিচালনা ও প্রযোজনায় নন্দিতা রায় (Nandita Roy) ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)। ছবির নাম 'আমার বস' (Amar Boss)। ২১ বছর পরে বাংলার ছবির হাত ধরে পর্দায় ফিরছেন রাখী গুলজার। এই ছবিটি নিয়ে পরিচালক ও ছবির গুরুত্বপূর্ণ অভিনেতা শিবপ্রসাদ বলছেন, 'আমি আর নন্দিতাদি সবসময়েই গরমে দর্শকদের জন্য নতুন ছবি নিয়ে আসি। এই বছর লোকসভা নির্বাচন রয়েছে। কিন্তু আমরা শ্যুটিং শেষ করেছি ছবিটার। প্রথামাফিক, গরমেই মুক্তি পাবে ছবিটি। ২১ জুন আসছে আমাদের নতুন ছবি। এই কাজটা আমাদের স্বপ্নের। আশা করি মানুষ আমাদের ভালবাসায় ভরিয়ে দেবেন। বেলাশেষে, প্রাক্তন, পোস্ত, কন্ঠ আর বেলাশুরু-র পরে, 'আমার বস'-এর পালা।'


সাধারণ দর্শকদের জন্য হাজির 'চালচিত্র এখন'


শতবর্ষে মৃণাল সেনকে সম্মান জানিয়ে, ফিরে দেখা তাঁর বন্ধুত্ব। এক অসমবয়সী বন্ধুত্বের গল্প এটা। এক গুরু-শিষ্যের গল্প। ১৯৮০-র দশকে গড়ে ওঠা এক বন্ধুত্বের গল্প বলবে অঞ্জন দত্তের (Anjan Dutt) 'চালচিত্র এখন'। ইতিমধ্যেই কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে এই ছবি, আর এবার সাধারণ দর্শকদের জন্য মুক্তি পাচ্ছে 'চালচিত্র এখন'। বড়পর্দা ও ওয়েব প্ল্যাটফর্ম, দুই জায়গাতেই মুক্তি পাবে এই ছবি। এই ছবির গল্প, ইতিহাস জানার জন্য ফিরে দেখতে হবে পিছনের দিকে। ১৯৮১ সালে, বছর ২৬-এর এক যুবকের সঙ্গে আলাপ হয়েছিল, ৫৫ বছরের বিশ্ববিখ্যাত এক পরিচালকের। মৃণাল সেন। অসমবয়সী হলেও, মনের মিলেই গড়ে ওঠা সেই বন্ধুত্ব এগিয়ে গিয়েছিল নিজের ছন্দেই। সেই যুবক ছিলেন অঞ্জন দত্ত। গানে, অভিনয়ে, পরিচালনায় যিনি বারে বারেই প্রমাণ করেছেন নিজেকে। স্বাক্ষর রেখেছেন তাঁর অভিনবত্বের। 


শাহরুখের 'ফ্যান' ছবিতে নেই 'জবরা' গান, YRF-এর বিরুদ্ধে অভিযোগ দর্শকের


সুপ্রিম কোর্ট সোমবার 'ন্যাশনাল কনসিউমার ডিসপুট রিড্রেসাল কমিশন' (National Consumer Dispute Redressal Commission)-এর নির্দেশের বিরুদ্ধে 'যশ রাজ ফিল্মস'-এর (Yash Raj Films) দায়ের করা একটি মামলার অনুমতি দিয়েছে যা ওই প্রযোজনা সংস্থাকে এক ভোক্তার মামলার খরচ সমেত ১০ হাজার টাকা ক্ষতিপূরণ হিসাবে বলিউডের জনপ্রিয় সিনেমা 'ফ্যান' থেকে একটি গান বাদ দেওয়ার কারণে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। বিচারপতি পি এস নরসিংহ ও অরবিন্দ কুমারের বেঞ্চ NCDRC-এর নির্দেশ বাতিল করে বলেন, 'আমরা মামলা দায়েরের অনুমতি দিয়েছি'। মামলাকারী আফরিন ফাতিমা জাইদিকে তাঁর মামলার খরচা ৫০০০ টাকা সহ মোট ১০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার যে নির্দেশ ২০১৭ সালে রাজ্য কমিশন দেয়, তাকেই বহাল রাখে NCDRC। এই রায়কে চ্যালেঞ্জ করে যশ রাজ ফিল্মস প্রাইভেট লিমিটেড দ্বারস্থ হয় উচ্চতর আদালতের। সেখানেই শুনানি চালাকালীন এই মামলার অনুমতি দেওয়া হয়। 


দাউদাউ আগুনে পুড়ছে মেকআপ ভ্যান, DRR স্টুডিওয় ভয়াবহ অগ্নিকাণ্ড


 ভয়াবহ অগ্নিকাণ্ড রাজারহাটের 'ডিআরআর স্টুডিওস'-এ (DRR Studios)। এখানেই শ্যুটিং হয় জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান, 'দিদি নং ১' (Didi No. 1) ও 'দাদাগিরি'র (Dadagiri)। এখানে শ্যুটিং হয় 'সা রে গা মা পা লেজেন্ডস' অনুষ্ঠানেরও। চ্যানেলের তরফে নিশ্চিত করা হয়েছে আগুন লাগার ব্যাপারে। সপ্তাহের প্রথমদিনই বড়সড় দুর্ঘটনা। সূত্রের খবর, একটি মেকআপ ভ্যান (Make Up Van) থেকে আগুন লেগে যায় 'ডিআরআর স্টুডিও'য়। সকাল ১১টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে খবর। জি বাংলার তরফে প্রেস বিবৃতি দিয়ে বলা হয়েছে, 'ডিআরআর স্টুডিওসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কীভাবে আগুন লাগে তা এখনও আমরা জানতে পারিনি, তবে পরিস্থিতি পর্যালোচনা করছি আমরা। সৌভাগ্যবশত, ঘটনায় কোনও বড়সড় ক্ষয়ক্ষতি ঘটেনি, আমাদের শ্যুটিং সেট অক্ষত রয়েছে এবং পরিস্থিতি যথেষ্টই নিয়ন্ত্রণে রয়েছে। প্রত্যেকজন ক্রু সদস্য সুস্থ ও অক্ষত রয়েছেন।'


আরও পড়ুন: Lopamudra Sinha: 'নিজেরাই নিজেদের কবর খুঁড়েছি', খবর পড়তে পড়তে অজ্ঞান, গরমে 'আক্রান্ত' লোপামুদ্রা কেমন আছেন?


বিয়ে নিয়ে গুঞ্জনের মধ্যেই বিক্রমের 'অমরসঙ্গী' সোহিনী!


এ এক প্রেমের গল্প। টলিউডে নতুন এক জুটির রসায়নের গল্প। শেষ হল বিক্রম চক্রবর্তী (Vikram Chakraborty) ও সোহিনী সরকার (Sohini Sarkar) অভিনীত 'অমরসঙ্গী' ছবির শ্যুটিং। অভিনব ঘোষ ও ড্রিমস অন সেল-এর প্রযোজনায় তৈরি হয়েছে এই ছবি। সোশ্যাল মিডিয়ায় নিজেদের লুক সহ একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন বিক্রম নিজেই। এর আগে, 'শহরের উষ্ণতম দিনে', 'পারিয়া'-র মতো ছবিতে নজর কেড়েছেন বিক্রম। ধারাবাহিক দিয়েই কাজ শুরু করেছিলেন তিনি। তবে একের পর এক ছবিতে বিক্রম নিজের অভিনয় ক্ষমতা প্রমাণ করতে মরিয়া। তবে কেবল সিনেমা নয়, ইতিমধ্যেই ওয়েব সিরিজে অভিনয় করেও নজর কেড়েছেন বিক্রম। আর এবার, সোহিনীর সঙ্গে তাঁর নতুন জুটি কেমন হবে, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে 'অমরসঙ্গী' ছবিটির মুক্তির। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।