কলকাতা: 'মহাদেব বেটিং অ্যাপ' দুর্নীতি মামলায় ইতিমধ্যেই মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার (Mumbai police crime branch) হাতে গ্রেফতার হয়েছেন অভিনেতা ও ইনফ্লুয়েন্সার সাহিল খান (Sahil Khan)। অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছিল আগেই। তারপর থেকেই নাকি পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। ছত্তীসগঢ় থেকে রবিবার সকালে তাঁকে গ্রেফতার করা হয়। তার আগে গ্রেফতারি এড়াতে গত চার দিনে নাকি ৬ রাজ্যে পালিয়ে বেরিয়েছেন সাহিল। অন্যদিকে, সম্প্রতি দুবাইয়ে (Dubai) অনুষ্ঠান করতে পৌঁছন অরিজিৎ সিংহ (Arijit Singh)। দর্শকাসনে ছিলেন জনপ্রিয় পাক অভিনেত্রী মাহিরা খান (Mahira Khan)। দুই তারকার কথোপকথনের একটি ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। শাহরুখ খানের সঙ্গে মাহিরা খান অভিনীত 'রইজ' (Raees) ছবিতে 'জালিমা' (Zaalima) গানে কণ্ঠ দিয়েছিলেন অরিজিৎ। কিন্তু অনুষ্ঠানে কী এমন কথা হল যা ভাইরাল হয়ে গেল এভাবে? আজ বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন আজকের বিনোদনের সারাদিন


গ্রেফতারি এড়াতে ছদ্মবেশে ৪ দিনে ৬ রাজ্য পার, হল না শেষরক্ষা! ছত্তীসগঢ়ে পুলিশের জালে সাহিল খান


'মহাদেব বেটিং অ্যাপ' দুর্নীতি মামলায় ইতিমধ্যেই মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার (Mumbai police crime branch) হাতে গ্রেফতার হয়েছেন অভিনেতা ও ইনফ্লুয়েন্সার সাহিল খান (Sahil Khan)। অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছিল আগেই। তারপর থেকেই নাকি পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। ছত্তীসগঢ় থেকে রবিবার সকালে তাঁকে গ্রেফতার করা হয়। তার আগে গ্রেফতারি এড়াতে গত চার দিনে নাকি ৬ রাজ্যে পালিয়ে বেরিয়েছেন সাহিল। ৪৭ বছর বয়সী অভিনেতা সাহিল খান এখন পুলিশের জালে। 'স্টাইল', 'এক্সকিউজ মি'র মতো ছবির জন্য খ্যাত অভিনেতা ২৫ এপ্রিল মহারাষ্ট্র ছাড়েন এবং ৪ দিন ধরে প্রায় ১৮০০ কিমি রাস্তা অতিক্রম করেছেন। জাতীয় সংবাদ মাধ্যম সিএনএন-নিউজ১৮ সূত্রে খবর, প্রথমে সাহিল খান গোয়ায় পালিয়ে যান, তারপর সেখান থেকে তিনি কর্ণাটকে যান এবং সেখান থেকে পৌঁছন হুব্বাল্লি শহরে। অবশেষে তিনি ব্যক্তিগত গাড়িতে করে হায়দরাবাদ পৌঁছন। সেখানে নিজের পরিচয় লুকিয়ে রাখতে সাধারণ জামাকাপড় পরে মুখে স্কার্ফ জড়িয়ে ছিলেন তিনি। সূত্রের আরও খবর, হায়দরাবাদের থাকাকালীন পুলিশ সাহিল খানের লোকেশন ট্র্যাক করে ফেলে, যার ফলে তিনি সঙ্গে সঙ্গে ছত্তীসগঢ় পালিয়ে যান। সেখানকার নকশাল অধ্যুষিত এলাকা দিয়েও যাতায়াত করেন তিনি, যদিও রাতের অন্ধকারে সেই রাস্তা ধরতে রাজি হননি গাড়ির চালক। ছত্তীসগঢ়ের জগদলপুরের হোটেল আরাধ্যা ইন্টারন্যাশনালে থাকার সময় খবর পেয়ে পুলিশ তাঁকে গ্রেফতার করে। 


 অনুষ্ঠানের মঞ্চ থেকে পাক অভিনেত্রীর কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ, কেন?


 সম্প্রতি দুবাইয়ে (Dubai) অনুষ্ঠান করতে পৌঁছন অরিজিৎ সিংহ (Arijit Singh)। দর্শকাসনে ছিলেন জনপ্রিয় পাক অভিনেত্রী মাহিরা খান (Mahira Khan)। দুই তারকার কথোপকথনের একটি ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। শাহরুখ খানের সঙ্গে মাহিরা খান অভিনীত 'রইজ' (Raees) ছবিতে 'জালিমা' (Zaalima) গানে কণ্ঠ দিয়েছিলেন অরিজিৎ। কিন্তু অনুষ্ঠানে কী এমন কথা হল যা ভাইরাল হয়ে গেল এভাবে? যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে কনসার্টে উপচে পড়া ভিড়। মঞ্চে গান থামিয়ে দর্শকের উদ্দেশ্যে কথা বলছেন শিল্পী। তিনি সকলের সঙ্গে দর্শকাসনের সামনের সারিতে বসে থাকা অভিনেত্রীর সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিচ্ছেন। মজার কথা, গায়ক প্রথমে নিজেই চিনতে পারেননি মাহিরাকে। তবে অকপটে সেই কথা সকলের সামনে স্বীকারও করে নেন তিনি। অনুরাগী ও দর্শকের উদ্দেশ্যে অরিজিৎকে বলতে শোনা যায়, 'তোমরা নিশ্চয়ই হকচকিয়ে গিয়েছ, বলে দেব কি? খুব ভাল করে এটা বলা উচিত আমার। এদিকে ক্যামেরার ফোকাস ঘোরানো যায়? আমি এই মানুষটিকে চেনার চেষ্টা করছিলাম, তারপর মনে পড়ল আমি তো এই মানুষটির জন্য গানও গেয়েছি। বন্ধুরা, মাহিরা খান বসে আছে এক্কেবারে আমার সামনেই। ভাবুন আমি ওঁর গান 'জ়ালিমা' গাইছিলাম এবং এটা ওঁরই গান এবং উনিও গাইছিলেন দাঁড়িয়ে এবং আমি ওঁকে চিনতেই পারিনি। আমি অত্যন্ত দুঃখিত। ম্যাম কৃতজ্ঞতা ও ধন্যবাদ।'


বক্স অফিস কাঁপিয়ে এবার ওটিটিতে অজয়-মাধবনের 'শয়তান', কবে কোথায় মুক্তি?


চলতি বছরের বড় মুক্তিগুলির অন্যতম অজয় দেবগণ (Ajay Devgn) ও আর মাধবন (R Madhavan) অভিনীত 'শয়তান' (Shaitaan)। প্রেক্ষাগৃহে দর্শকের মন জয়ের পর এবার এই ছবি আসবে আপনাদের হাতের মুঠোয়। বিকাশ বহেল (Vikas Bahl) পরিচালিত এই ছবি কবে কোন ওটিটি প্ল্যাটফর্মে (OTT Release) দেখা যাবে? বিকাশ বহেল পরিচালিত এই ছবি সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গেছে অজয় দেবগণ, আর মাধবন, জ্যোতিকা, জানকী বোড়িওয়ালাকে। এই ছবি মূলত গুজরাতি ছবি 'বশ'-এর বলিউড রিমেক, এবং বক্স অফিসে দারুণ সাফল্য লাভ করে। 'শয়তান' ছবির হাত ধরে প্রথমবার অজয় দেবগণ ও আর মাধবন একসঙ্গে কাজ করলেন। ২০২৪ সালের এখনও পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ প্রথম দিনের ব্যবসা করা ছবি এটি। তালিকায় প্রথম দুই স্থানে আছে 'ফাইটার' ও 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ'। বিনোদন সংবাদ মাধ্যম বলিউড হাঙ্গামার তথ্য অনুযায়ী, এই ছবি ১৪৯.৪৯ কোটি টাকার ব্যবসা করেছে। এই সাফল্যের কথা মাথায় রেখেই এই ছবির ওটিটি মুক্তি নিয়ে জল্পনা শুরু হয়েছে। এই সপ্তাহেই নেটফ্লিক্সে অজয় দেবগণ ও আর মাধবনের 'শয়তান' মুক্তি পাওয়ার কথা। সূত্রের খবর, ৩ মে, মধ্যরাতে অর্থাৎ রাত ১২টায় নেটফ্লিক্সে 'শয়তান' প্রিমিয়ার করা হবে। 


শাড়ি পরে 'দাদা'-র সামনে 'ডেড লিফট', দুর্গাপুরের মেয়ের সঙ্গে ছবি তুলতে চাইলেন সৌরভ নিজেই!


'যে রাঁধে সে চুল বাঁধে..', এই কথাটা মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় খুব। তবে, যে রাঁধে, সে ব্যবসা চালায়, সে আবার 'ডেড লিফট'-ও করে! সম্ভবত এই কথাটা বললেই সঠিকভাবে বিবরণ দেওয়া যায় সীমা দত্ত চট্টোপাধ্যায়ের। সদ্য 'দাদাগিরি'-তে এসে নজর কেড়েছেন তিনি। তবে কে এই গৃহবধূ? এমন কি বিশেষত্ব রয়েছে তাঁর কাজে যে তাঁর সঙ্গে ছবি তুলতে চাইলেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সৌরভ গঙ্গোপাধ্যায় সীমার পাওয়া মেডেল ও সীমাকে সঙ্গে নিয়ে ছবি তুলতে চান। স্বভাবচিত প্রশংসা করেন দুর্গাপুরের এই সোনার মেয়ের। সংসার, ব্যবসা এবং তার সঙ্গেই নিজের প্যাশন- পাওয়ার লিফটিং। সবকিছুই সামলাচ্ছেন সীমা। দাদার মুখে নিজের প্রশংসা শুনে লজ্জায় লাল প্রতিযোগী। সীমা এদিন মঞ্চে যে ডেড লিফটিং করেন, সবটাই শাড়ি পরে। সীমার সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।


লেহঙ্গার ট্রেন্ডে গা না ভাসিয়ে বেছেছিলেন সালোয়ার-কামিজ়, বিয়ের পোশাক গোপন রাখতে কী করেছিলেন তাপসী!


তাঁর বিয়ে হয়েছিল সমস্তরকম গোপনীয়তার মোড়কে। তার একমাত্র কারণ, আনন্দ। নিজের বিয়েতে খুব ঘনিষ্ঠদের নিয়ে কেবল আনন্দ করতে চেয়েছিলেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু (Taapsee Pannu)। ঠিক তেমনভাবেই, জয়পুরে সংবাদমাধ্যমের চোখের আড়ালেই সাত পাকে বাঁধা পড়েছিলেন তাপসী পান্নু। শুধু তাই নয়... তিনি প্রকাশ্যে আনেননি তাঁর বিয়ের খবরও। সমাজমাধ্যমে পোস্ট করেননি কোনও ছবিও। তবে এই প্রথম, নিজের বিয়ে, বিয়ের পোশাক নিয়ে মুখ খুললেন তাপসী। কী জানালেন তিনি? বিয়েতে অন্যান্য বলিউড তারকারা যেমন বেছে নিয়েছেন প্রথম সারির পোশাক ডিজ়াইনারদের তৈরি লেহঙ্গা, সেখানে তাপসী বেছে নিয়েছিলেন সালোয়ার-কামিজ়। তাও তাঁরই বন্ধুর তৈরি! তাপসী সদ্য একটি সাক্ষাৎকারে বলেছেন, 'আমি চেয়েছিলাম, বিয়ে নিয়ে গোপনীয়তা বজায় থাকুক। খুব ঘনিষ্ঠ বৃত্তে আমি আমার বিয়ে সেরেছি। সমাজমাধ্যমে কোনও ছবিও এখনও পর্যন্ত পোস্ট করিনি। তবে আমার কাছে বিয়েটা খুব ব্যক্তিগত ব্যাপার। বিয়ের সাজ নিয়ে আমার কোনও পরিকল্পনা ছিল না এটা ভুল। তবে কোনও নামজাদা পোশাক শিল্পীর কাছ থেকে পোশাক বানালে সেই খবর ছড়িয়ে যেতই। সেই কারণেই আমি কোনও প্রথম সারির পোশাক শিল্পীর কাছে যাইনি। এক বন্ধুর হাতেই তৈরি আমার বিয়ের সাজ। তবে আমি ঠিক যেমনটা চেয়েছিলাম, তেমনটাই করে দিয়েছিল ও।'


আরও পড়ুন: Rukmini Maitra: নাচ করতে গিয়ে ছিঁড়ল পোশাক! কেমন ছিল রুক্মিণীর প্রথম দিনের কত্থক ক্লাস?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।