কলকাতা: দুর্নীতির অভিযোগে আরিয়ানের বিরুদ্ধে মাদক মামলায় তদন্তকারী এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ের (Sameer Wankhede) বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত চলছে। তাঁর বিরুদ্ধে 'criminal misconduct and corrupt practices'-এর অভিযোগ উঠেছিল। বাগদানের পর (Raghav Parineeti Engagement) ধন্যবাদ জানিয়ে সোশ্যালে পোস্ট পরিণীতি চোপড়ার। প্রিয়াঙ্কার বোন পরিণীতি চোপড়া জানিয়েছেন তাঁর এবং আম আদমি পার্টির সদস্য রাঘব চড্ডার বাগদান ঘিরে গতকয়েক সপ্তাহে ভালবাসা এবং পজিটিভিটি নিয়ে ইন্সটায় মন খুললেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন


কেমন আছেন আদা শর্মা?


 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story) নিয়ে বিতর্কের মাঝেই অঘটন। দুঘটনার মুখে দ্য কেরালা স্টোরি-র অভিনেত্রী আদাহ্ শর্মা (Adah Sharma)। জানা গিয়েছে, মুম্বইয়ের একটি অনুষ্ঠানে রবিবার যাওয়ার পথেই দুর্ঘটনার মুখোমুখি হয় অভিনেত্রীর ও পরিচালক সুদীপ্ত সেনের গাড়ি। সোশ্যাল মিডিয়ায়, তিনি কেমন আছেন এই মুহূর্তে, তা নিয়ে আপডেট জানিয়েছেন। অভিনেত্রী, 'ট্যুইট করে জানিয়েছেন, আমি ভাল আছি বন্ধুরা। আমাদের দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসায়, প্রচুর বার্তা পাচ্ছি। আমরা সবাই ভাল আছি। গুরুতর কিছু হয়নি। তবে আমাদের নিয়ে উদ্বিগ্ন হওয়ায় আপনাদেরকে ধন্যবাদ জানাই।' জানা গিয়েছে, মুম্বইয়ে কেরালা স্টোরি নিয়ে একটি আলোচনামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। রবিবার বিকেলে সেখানেই যোগ দিতে যাচ্ছিলেন দ্য কেরালা স্টোরি ছবির পরিচালক সুদীপ্ত সেন এবং  অভিনেত্রী আদাহ্ শর্মা। তারমাঝে আচমকাই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, একটি গাড়ির সঙ্গে তাঁদের গাড়ির সংঘর্ষ হয়। এরপরেই তারা আহত হন।


রাঘব-পরিণীতির বার্তা


 বাগদানের পর (Raghav Parineeti Engagement) ধন্যবাদ জানিয়ে সোশ্যালে পোস্ট পরিণীতি চোপড়ার। প্রিয়াঙ্কার বোন পরিণীতি চোপড়া জানিয়েছেন তাঁর এবং আম আদমি পার্টির সদস্য রাঘব চড্ডার বাগদান ঘিরে গতকয়েক সপ্তাহে ভালবাসা এবং পজিটিভিটি নিয়ে ইন্সটায় মন খুললেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। একটি ফ্লোরাল গ্রাফিক্স দেওয়া চিঠিতে অত্যন্ত যত্নের সঙ্গে তিনি জানিয়েছেন, আমি এবং রাঘব পুরোপুরি একটা অন্য দুনিয়া থেকে এসেছি। অর্থাৎ আমাদের জগতটা সম্পূর্ণ ভিন্ন। তবে বাগদানের পর বৃহত্তর পরিবারে পরিণত হওয়ার খুবই আনন্দিত অভিনেত্রী। গতকয়েকদিনে আমরা যা দেখেছি, যা পড়েছি, তা আমাদের হৃদয় ছুঁয়ে গিয়েছে। ধন্যবাদ বললেও কম বলা হবে বলে মন খোলেন এবার পরিণীতি চোপড়া। তবে খোলা চিঠির শেষটায় সাংবাদিক বন্ধুদের উপস্থিতিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।


আরিয়ান-সমীর আপডেট


দুর্নীতির অভিযোগে আরিয়ানের বিরুদ্ধে মাদক মামলায় তদন্তকারী এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ের (Sameer Wankhede) বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত চলছে। তাঁর বিরুদ্ধে 'criminal misconduct and corrupt practices'-এর অভিযোগ উঠেছিল। ১১ তারিখ সিবিআইয়ের তরফ থেকে সমীরের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছিল। আর সেখানেই অভিযোগ করা হয়েছে, সমীর আরও দুই অফিসারের সঙ্গে পরিকল্পনা করে আরিয়ানকে জেল থেকে ছাড়ার জন্য প্রচুর টাকা ঘুষ চেয়েছিলেন শাহরুখের পরিবারের থেকে। প্রথমে শোনা গিয়েছিল, এই অঙ্কটি ছিল ১৫ কোটি। পরবর্তীকালে জানা যায়, আরিয়ান খান (Aryaan Khan)-কে জেল থেকে ছাড়ার জন্য, ২৫ কোটি টাকা ঘুষ চেয়েছিলেন সমীর ওয়াংখেড়ে ও তাঁর দুই অফিসার। সমীরের দুই সঙ্গী পি কে গোসাভি ও প্রভাকর সাইলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সূত্রের খবর, গোসাভি নিয়েছিলেন ৫০ লাখ টাকা ও ইতিমধ্যেই তা তিনি ফেরত দিয়েছেন। এই মামলায় অপর অভিযুক্ত প্রভাকর সাইলির মৃত্যু হয়েছে ২ বছর আগেই। 


২ জুন আসছে সারা-ভিকির ছবি


ঘোষণা করা হয়েছিল গতকালই। সেই কথা মতোই আজ, সোমবার মুক্তি পেল ভিকি কৌশল (Vicky Kaushal) ও সারা আলি খান (Sara Ali Khan) অভিনীত নতুন ছবি 'জরা হটকে জরা বঁচকে' (Zara Hatke Zara Bachke)। লক্ষ্মণ উতেকর (Lakshman Utekar) পরিচালিত এই ছবি ডিভোর্স কমেডি (divorce comedy) ঘরানার। বিশেষভাবে ট্রেলার লঞ্চ করলেন দুই তারকা। 'জরা হটকে জরা বঁচকে' ছবির ট্রেলার শুরুই হচ্ছে ভিকি কৌশল ও সারা আলি খানের প্রেমে ভরা ফ্ল্যাশব্যাক বিবাহিত জীবন দিয়ে। তারপর কয়েক বছর পেরিয়ে বর্তমান সময়ের ছবি দেখা যায়, যেখানে তাঁরা বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন। কিন্তু তাঁদের আশেপাশের লোকজন কিছুতেই বুঝছেন না যে কেন তাঁর একসঙ্গে থাকতে চান না। 


অচেনা আরোহীর বাইকে চেপে লোকেশনে পৌঁছলেন বিগ বি


রবিবারের রাস্তায় হঠাৎ যদি আপনার গাড়ি বা বাইকে এসে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) লিফট চায়? কেমন হবে ব্যাপারটা? অবাক হচ্ছেন? এমনটাই হয়েছে যে। আর তাঁর সেই অচেনা সারথীকে (bike ride) ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিগ বি (Big B) নিজেই। প্রত্যেকদিনের মতোই বাইক নিয়ে বেরিয়েছিলেন তিনি। তখন কি আর জানতেন যে মাঝরাস্তায় মহাতারকা তাঁর থেকে লিফট চাইবেন। শ্যুটিং লোকেশনে পৌঁছতে যানজটের শিকার যাতে না হতে হয়, এবং যাতে তাড়াতাড়ি পৌঁছানো যায়, সেই কারণে 'রাইড বাডি'র সাহায্য নেন তিনি। অমিতাভ বচ্চন নিজের ইনস্টাগ্রামে এদিন একটি ছবি পোস্ট করেন যেখানে দেখা যাচ্ছে তিনি একটি রয়্যাল এনফিল্ডে চালকের পিছনে বসে রয়েছেন। ক্যাপশনে লেখেন, 'রাইড দেওয়ার জন্য ধন্যবাদ বন্ধু... তোমাকে চিনি না... কিন্তু তুমি আমার কথা শুনে আমাকে সময়ে কাজের লোকেশনে পৌঁছে দিলে... দ্রুত এবং অমীমাংসিত ট্রাফিক জ্যাম এড়িয়ে... ধন্যবাদ টুপি পরা, শর্টস পরা,  হলুদ টি-শার্টের মালিক।'


আরও পড়ুন: Lychee Benefits: ভিটামিন সি-তে ভরপুর লিচু, ভাল রাখে লিভার, সমাধান করে আরও অনেক সমস্যার


আরও পড়ুন: Good Sleep: গরমের মরসুমে রাতের ঘুমে সমস্যা? সমাধানে মেনে চলতে পারেন সহজ কয়েকটি নিয়ম