কলকাতা: প্রথম পোস্টারেই নজর কাড়লেন, কয়েক গুণ বাড়িয়ে দিলেন উৎসাহ। প্রথমে নির্মাতারা 'পুষ্পা'-র খোঁজ করতে নেমেছিলেন, আর তারপরে নিজেই ধরা দিলেন 'পুষ্পা'। সোশ্যাল মিডিয়ায় 'পুষ্পা-দ্য রুল' (Pushpa-The Rule)-এর প্রথম লুক শেয়ার করে নিলেন অল্লু অর্জুন (Allu Arjun) খোদ। কিছুদিন আগেই কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফে মৃত্য়ুর হুমকি পেয়েছিলেন সলমান খান। এরপর ব্যক্তিগত সুরক্ষার জন্য নিজের কাছে বন্দুক রাখার লাইসেন্স পেয়েছিলেন সলমন খান। এই ঘটনার পর পরই মুম্বই পুলিশের কাছে 'আর্মস লাইসেন্স' এর জন্য আবেদন জানিয়েছিলেন সলমন। মুম্বই পুলিশ তার আবেদন মঞ্জুর করেছিল প্রায় সঙ্গে সঙ্গে। আর এবার নিজের সুরক্ষার স্বার্থে একটি বুলেটপ্রুথ নিসান প্যাট্রোল এসইউভি কিনলেন অভিনেতা। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন
শাড়ি, গা ভরা গয়নায় চমক 'পুষ্পা'-র
প্রথম পোস্টারেই নজর কাড়লেন, কয়েক গুণ বাড়িয়ে দিলেন উৎসাহ। প্রথমে নির্মাতারা 'পুষ্পা'-র খোঁজ করতে নেমেছিলেন, আর তারপরে নিজেই ধরা দিলেন 'পুষ্পা'। সোশ্যাল মিডিয়ায় 'পুষ্পা-দ্য রুল' (Pushpa-The Rule)-এর প্রথম লুক শেয়ার করে নিলেন অল্লু অর্জুন (Allu Arjun) খোদ। গাঢ় নীল গায়ের রঙের মধ্যে জ্বলজ্বল করছে সিঁদুরমাখা কপাল, তাতে সবুজ, সাদা চন্দন। পরণে নাহ... অন্য কোনও পোশাক নয়, লাল ব্লাউজ দিয়ে আঁটোসাঁটো করে পরা নীল শাড়ি! হাতে চুড়ি, গয়না, গলা ঢাকা হারে। কানে ঝুমকো। সঙ্গে লেবু আর ফুলের মালাও। সোশ্যাল মিডিয়ায় 'পুষ্পা'-র এই লুক এক মুহূর্তেই ভাইরাল।
বুলেটপ্রুফ গাড়ি কিনলেন সলমন
কিছুদিন আগেই কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফে মৃত্য়ুর হুমকি পেয়েছিলেন সলমন খান। এরপর ব্যক্তিগত সুরক্ষার জন্য নিজের কাছে বন্দুক রাখার লাইসেন্স পেয়েছিলেন সলমন খান। এই ঘটনার পর পরই মুম্বই পুলিশের কাছে 'আর্মস লাইসেন্স' এর জন্য আবেদন জানিয়েছিলেন সলমন। মুম্বই পুলিশ তার আবেদন মঞ্জুর করেছিল প্রায় সঙ্গে সঙ্গে। আর এবার নিজের সুরক্ষার স্বার্থে একটি বুলেটপ্রুথ নিসান প্যাট্রোল এসইউভি কিনলেন অভিনেতা। এই গাড়িটিতে রয়েছে B6 বা B7 স্তরের সুরক্ষা। ৪১ মিমি পুরু কাচে উচ্চ-ক্ষমতাসম্পন্ন রাইফেলের গুলির থেকেও সুরক্ষা দিতে সক্ষম। উল্লেখ্য়, এই গাড়িটি ভারতের বাজারে এইমুহূর্তে নেই। এটিকে বিদেশ থেকে আনিয়েছেন 'ভাইজান'।
বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন জুনিয়র বচ্চন
তাঁদের দীর্ঘ বৈবাহিক সম্পর্কে নাকি চিড় ধরেছে? আর সেই কারণেই নাকি নীতা অম্বানির অনুষ্ঠানে রেড কার্পেটে দেখা গেল না সেই চির পরিচিত ফ্যামিলি ফ্রেম? আরাধ্যা বচ্চনের (Araddhya Bacchan) হাত ধরে একাই এলেন ঐশ্বর্য্য রাই বচ্চন (Aishwariya Rai Bacchan)। দেখা মিলল না অভিষেক বচ্চনের (Abhishek Bacchan)-এর। আর সেখান থেকেই শুরু হয়েছিল তাঁদের বিচ্ছেদের গুঞ্জন। 'নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার'-এর উদ্বোধনী অনুষ্ঠানে ছিল তারকাদের সমাহার। বিনোদন থেকে ক্রীড়া দুনিয়া, এমনকি রাজনীতিরও কিছু মানুষ উপস্থিত ছিলেন সেখানে। আরাধ্যার হাত ধরে নজর কাড়ছিলেন ঐশ্বর্য্যও। কিন্তু ছিলেন না অভিষেক। আর তার পর থেকেই শুরু হয় জল্পনা। তাহলে কি সম্পর্কে চিড় ধরেছে অভিষেক ঐশ্বর্য্যর? উত্তর মিলল, ট্যুইটারে। এক অনুরাগী ঐশ্বর্য্য রাই বচ্চন ও আরাধ্যার একটি মিষ্টি ছবি ট্যুইট করে লেখেন, 'আমার প্রিয় মানুষেরা।' সেই ট্যুইটের উত্তরে অভিষেক লেখেন, 'আমারও'। সঙ্গে এঁকে দেন লাজুক স্মাইলিও।
আকাঙ্ক্ষা দুবের মৃত্য়ুর ঘটনায় গ্রেফতার গায়ক সমর সিং
সম্প্রতি বারাণসীর হোটেলের (Varanasi Hotel Room) ঘরে ফ্যান থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল ভোজপুরি অভিনেত্রী (Bhojpuri Actress) আকাঙ্ক্ষা দুবের (Akanksha Dubey)। এই ঘটনায় প্রকাশ্য়ে এল নতুন তথ্য়। এই ঘটনার গাজিয়াবাদ থেকে গায়ক সমর সিংকে গ্রেফতার করেছে বারাণসী পুলিশ। এই সমর সিংয়ের সঙ্গেই দীর্ঘ সময় লিভ ইন সম্পর্কে ছিলেন অভিনেত্রী। তাকে অনেকদিন ধরেই খুঁজছিল পুলিশ। নন্দগ্রাম থানা এলাকার একটি সোসাইটিতে লুকিয়ে ছিলেন সমর সিং। তার বিরুদ্ধে ৩০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তাকে হেফাজতে নেওয়া হয়েছে।
'বালিঝড়'-এর সময়ে সম্প্রচারিত হবে সব্যসাচীর নতুন ধারাবাহিক
এই ধারাবাহিক আসবার কথা ছিল অনেকদিন আগেই। সাড়া ফেলেছিল ধারাবাহিকে প্রোমোও। অবশেষে প্রকাশ্যে এল নতুন ধারাবাহিক 'রামপ্রসাদ' (Ramproshad)-এর সম্প্রচারের সময় ও তারিখ। আগামী ১৭ এপ্রিল থেকে সন্ধে ৬টায় স্টার জলসার পর্দায় দেখা যাবে এই ধারাবাহিকটি। 'রামপ্রসাদ' হয়েই দীর্ঘদিন পরে ছোটপর্দায় ফিরছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। তাঁর বিপরীতে অভিনেত্রী সুস্মিলি আচার্য (Sushmili Acharya)-কে। আর এই ধারাবাহিকের প্রোমো ও সময় প্রকাশ্যে আসতেই দর্শকেরা প্রশ্ন তুলেছেন 'বালিঝড়' ধারাবাহিকটি নিয়ে। বর্তমানে সন্ধে ৬টার স্লটে দেখা যাচ্ছে এই ধারাবাহিক। তবে সূত্রের খবর, 'রামপ্রসাদ' শুরু হলে কিছুটা এগিয়ে আসতে পারে এই ধারাবাহিক সম্প্রচারের সময়।
আরও পড়ুন: Swastika Mukherjee: মা মেয়ের সহজ সমীকরণ, কালীপুজোয় স্বস্তিকা-অন্বেষার ফ্রেমবন্দি খুনসুটি