কলকাতা: ট্যুইটারে ব্লু-টিক অর্থাৎ ভেরিফায়েড চিহ্ন হারালেন অমিতাভ বচ্চন (Amitabh Bhacchan), শাহরুখ খান (Shah Rukh Khan), সলমন খান (Salman Khan), হৃতিক রোশন (Hrittick Roshan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra), আলিয়া ভট্ট (Alia Bhatt) সহ একাধিক নামী ব্যক্তি। আর সেই প্রসঙ্গেই ট্যুইটারে মজার মোড়কেই কিছুটা ক্ষোভ প্রকাশ করলেন বিগ বি। জিয়া খান (Jiah Khan) মৃত্যু মামলায় নয়া মোড়। অভিনেত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা দায়ের হয়েছিল সুরজ পাঞ্চোলির বিরুদ্ধে। সেই মামলা উঠেছিল সিবিআই আদালতে। এবার এই ঘটনার প্রকাশ্য়ে এল নয়া তথ্য়। শোনা যাচ্ছে, আগামী ২৮শে এপ্রিল হতে চলেছে এই মামলার শুনানি। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন।


অপহরণ-হামলার অভিযোগ হানি সিংয়ের বিরুদ্ধে! মুখ খুললেন গায়ক


গত বুধবার হানি সিং-র বিরুদ্ধে অপহরণ-হামলার অভিযোগ এনেছিল ফেস্টিভিনা মিউজিক ফেস্টিভ্যালের মালিক বিবেক রবি রমন। পুলিশের কাছে অভিযোগ জানানো হয় যে,  হানি সিংহ এবং তাঁর টিমের সদস্যরা তাঁকে অপহরণ ও লাঞ্ছনা করেছে। এবার এবিষয়েই মুখ খুললেন সঙ্গীতশিল্পী। বৃহস্পতিবার তিনি জানালেন যে তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ সম্পূর্ণ "মিথ্যা" এবং "ভিত্তিহীন"। তিনি জানান, অভিযোগকারী সংস্থার সঙ্গে তাঁর কোম্পানীর কোনও চুক্তিই নেই।


জিয়া খানের মৃত্য়ু-তদন্তে নতুন মোড়?


জিয়া খান (Jiah Khan) মৃত্যু মামলায় নয়া মোড়। অভিনেত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা দায়ের হয়েছিল সুরজ পাঞ্চোলির বিরুদ্ধে। সেই মামলা উঠেছিল সিবিআই আদালতে। এবার এই ঘটনার প্রকাশ্য়ে এল নয়া তথ্য়। শোনাযাচ্ছে, আগামী ২৮শে এপ্রিল হতে চলেছে এই মামলার শুনানি। ২০১৩ সালের ৩ মে মুম্বইয়ের বিলাসবহুল ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বলিউড অভিনেত্রী জিয়া খানের (Jiah Khan) মৃতদেহ। জিয়ার দেহের সঙ্গে পাওয়া গিয়েছিল একটি চিঠি। সেই চিঠি সুরজ পাঞ্চোলিকে উদ্দেশ্য় করে লেখা। জিয়া (Jiah Khan) লিখেছিলেন, 'আমি অনেক স্বপ্ন দেখেছিলাম তোমার সঙ্গে একসঙ্গে থাকার! আমার সব স্বপ্ন ভেঙে গেল' লিখেছিলেন, অন্তসত্ত্বা ছিলেন তিনি। চিঠিতে উঠে এসেছিল জিয়া ও সূর্যের সম্পর্কের টানাপোড়েনের কথা।


অমিতাভ, শাহরুখ, দীপিকার ট্যুইটার অ্যাকাউন্ট থেকে উধাও 'ব্লু-টিক'


ট্যুইটারে ব্লু-টিক অর্থাৎ ভেরিফায়েড চিহ্ন হারালেন অমিতাভ বচ্চন (Amitabh Bhacchan), শাহরুখ খান (Shah Rukh Khan), সলমন খান (Salman Khan), হৃতিক রোশন (Hrittick Roshan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra), আলিয়া ভট্ট (Alia Bhatt) সহ একাধিক নামী ব্যক্তি। আর সেই প্রসঙ্গেই ট্যুইটারে মজার মোড়কেই কিছুটা ক্ষোভ প্রকাশ করলেন বিগ বি। টুইটারের কর্ণধার (CEO) ইলন মাস্ক আগেই ঘোষণা করেছিলেন যে, ২০ এপ্রিল থেকে টুইটার ব্যবহারকারীরা তাঁদের নামের পাশের নীল টিক চিহ্ন বা ‘ব্লু টিক’ হারাবেন। সেই ঘোষণার ফলাফল দেখা গেল বাস্তবেও। ব্লু টিক হারিয়েছেন অনেকেই। আর এই বিষয়েই ট্যুইট করে অমিতাভ লিখছেন, 'ও ট্যুইটার ভাইয়া.. শুনতে পাচ্ছেন? আমি তো নিয়মমাফিক টাকাও দিয়ে দিয়েছি। তাহলে ওই যে আমার সামনে একটি নীল পদ্ম থাকত, ওটা এবার ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। যাতে মানুষ জানতে পারেন এটা আমিই। হাত জোড় করে ফেলেছি আগেই..'। 


নওয়াজের সঙ্গে আর কোনও সমস্যা নেই, বলছেন আলিয়া


দীর্ঘদিন ধরে আইনি লড়াই চলছে নওয়াজুদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui) ও স্ত্রী আলিয়া সিদ্দিকি (Aaliya Siddiqui)-র মধ্যে। সম্প্রতি দুজনেই হাঁটতে চেয়েছেন মীমাংসার পথে। স্ত্রী ও তাঁর ভাইয়ের ওপর করা একাধিক মামলা তুলে নিয়েছেন নওয়াজ, অন্যদিকে আইনি লড়াই শেষ করতে চেয়েছেন আলিয়াও। সম্প্রতি একটি সাক্ষাৎকারে আলিয়া বলেছেন, 'আমার সন্তানেরা দুবাইয়ে থাকতে প্রস্তুত হয়েছে। সেটা বাধ্য় হয়ে নয়, আনন্দের সঙ্গেই। আমি আমার সন্তানদের নিয়ে এখন দুবাইতে রয়েছি, কারণ ওদের পড়াশোনার ক্ষতি হতে দেওয়া যাবে না। আদালত বলেছে নওয়াজের সঙ্গে সমস্ত সমস্যা মিটিয়ে নিতে। নওয়াজ কথা দিয়েছে ও দুবাইতে সন্তানদের যাবতীয় খেয়াল রাখবে। আদালতের যাবতীয় শর্তে রাজি হয়েছে নওয়াজ আর তাই সন্তানদের নিয়ে দুবাই চলে এসেছি আমি।'


রাধিকা আপ্তের সঙ্গে এক ছবিতে সাহেব, লাবণী, মুক্তি পেল 'মিসেস আন্ডারকভার'


 রাধিক আপ্তে (Radhika Apte)-র সঙ্গে এক ছবিতে লাবণী সরকার (Laboni Sarkar), সাহেব চট্টোপাধ্যায় (Saheb Chatterjee) ও রাজেশ শর্মা (Rajesh Sharma)। জি ফাইভের ওয়েব প্ল্যাটফর্মে ইতিমধ্যেই মুক্তি পেয়েছে নতুন ছবি 'মিসেস আন্ডারকভার' (Mrs Undercover)। ছবিটি পরিচালনা করেছেন অনুশ্রী মেটা (Anushree Mehta)। এই ছবির হাত ধরেই পরিচালনায় পা রেখেছেন তিনি। এই ছবির গল্প এক গৃহবধূকে নিয়ে যার মধ্যে লুকিয়ে গোয়েন্দাগিরির অদ্ভূত ক্ষমতাও। এই ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করেছেন রাধিকা। তাঁর চরিত্রের নাম হয়েছে দুর্গা। একজন সাদামাটা গৃহবধূ যে কীভাবে নিজের বুদ্ধি আর সাহস দিয়ে ভেদ করে ফেলতে পারে রহস্য, সেই গল্পই তুলে ধরা হবে এই ছবিতে। এই ছবির মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে যে একজন গৃহবধূও কতকিছু একার হাতে সামলাতে পারে। নারীকেন্দ্রিক এই ছবিতে রয়েছে রহস্য গল্পের ঠাস বুনোট।


 


আরও পড়ুন: Salman Khan: ঈদে আমির খানের সঙ্গে ফ্রেমবন্দি সলমন খান, জানালেন শুভেচ্ছাও