কলকাতা: প্রকাশিত হল রানি মুখোপাধ্যায় (Rani Mukherji) এবং অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharyya) অভিনীত ছবি 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'র ট্রেলার। এক প্রবাসী বাঙালি বাবা-মা আর তাঁদের সন্তানদের জীবনযাপনের প্রেক্ষাপটেই গল্পের বুনন। সত্য ঘটনা অবলম্বনে তৈরি মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে (Mrs Chatterjee Vs Norway) আগামী ১৭ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। বাগদান সারলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)! নাহ.. কলকাতায় নয়, দার্জিলিংয়ের পাহাড়ের কোলে। চার্চের সামনে আংটিবদল করলেন দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন


'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'র ট্রেলার


প্রকাশিত হল রানি মুখোপাধ্যায় (Rani Mukherji) এবং অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharyya) অভিনীত ছবি 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'র ট্রেলার। এক প্রবাসী বাঙালি বাবা-মা আর তাঁদের সন্তানদের জীবনযাপনের প্রেক্ষাপটেই গল্পের বুনন। সত্য ঘটনা অবলম্বনে তৈরি মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে (Mrs Chatterjee Vs Norway) আগামী ১৭ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ট্রেলারে গল্পের যতটা ইঙ্গিত, তা হল, স্বামীর চাকরি সূত্রে পরিবারকে পারি দিতে হয়েছে সুদূর নরওয়েতে। সেখানেই একজন মা নিজের সন্তানদের রক্ষার্থে কীভাবে গোটা দেশের সঙ্গে লড়াই চালানোর ক্ষমতা রাখেন সেই গল্প নিয়েই তৈরি হয়েছে এই ছবি। এর আগে সরস্বতী পুজোর দিন ছবির একটি স্টিল ফোটো শেয়ার করেছিল জি স্টুডিও। এর পর মুক্তি পায় ছবির পোস্টার। আর এবার ট্রেলার। সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে ছবির ট্রেলারটি।  


বলিউডে অনির্বাণ


'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' ছবিতে রানি মুখোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্য্যকে। এই ছবির হাত ধরেই বলিউডে প্রথম পা রেখেছেন অনির্বাণ। রানি মুখোপাধ্যায়ের স্বামীর চরিত্রে দেখা যাবে তাঁকে। ট্রেলারে অনির্বাণ নজর কেড়েছেন আর রানিকে দেখা গিয়েছে একেবারে বাঙালিনী লুকে। শাড়ি, শাঁখা পলায় রানি বাঙালি মা। যিনি আইন বোঝেন না, নিয়ম বোঝেন না, কেবল বোঝেন তাঁর সন্তানের সাহচর্য।


হ্যাকিংয়ের কবলে যশ?


প্রশ্নের মুখে অভিনেতা যশ দাশগুপ্তের (Yash Dashgupta)-র ফেসবুক পেজের নিরাপত্তা। ট্যুইটার অ্যাকাউন্টে পোস্ট করে নিজেই সেই কথা জানিয়েছেন অভিনেতা। এমন কিছু কাজ তাঁর অ্যাকাউন্ট ব্যবহার করে করা হয়েছে, সেগুলো সম্পর্কে তিনি অবগতই নন। গতকাল অর্থাৎ বুধবার সন্ধ্যেয় ট্যুইট করে যশ লেখেন, 'আমার অফিসিয়াল ফেসবুক পেজের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। শেষ ২৪ ঘণ্টায় যদি কোনও সন্দেহজনক এবং অস্বাভাবিক কিছু ঘটে থাকে, তা ঘটেছে সম্পূর্ণ আমার অজান্তে। আমার টিম পেজের নিরাপত্তা আরও জোরদার করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে।'


আরও পড়ুন: Tnsree Chakraborty: পাহাড়ের কোলে এক প্রেমের গল্প, তনুশ্রীর 'চিরসখা' হলেন কে?


কর্ণের জন্মদিনে লিখছেন বিপাশা


প্রিয় মানুষের জন্মদিন, মেয়ে দেবীকে কোলে নিয়ে সোশ্যাল মিডিয়ায় 'বার্থ ডে বয়'-এর সঙ্গে মিষ্টি ছবি শেয়ার করে নিলেন অভিনেত্রী বিপাশা বসু (Bipasha Basu)। আজ কর্ণ সিং গ্রোভার (Karan Singh Grover)-এর জন্মদিন। স্বামীর জন্মদিনে আদুরে শুভেচ্ছা নতুন মা বিপাশার। সোশ্যাল মিডিয়ায় আজ একটি মিষ্টি ছবি শেয়ার করে নিয়েছেন বিপাশা। ছোট্ট মেয়ে দেবীকে কোলে নিয়ে রয়েছেন তিনি। তবে একটি সাদা রঙের হার্ট সাইনের ইমোজি ব্যবহার করে তিনি ঢেকে দিয়েছেন খুদের মুখ। আর দেবীর মাথায় আদুরে চুম্বন করছেন বাবা কর্ণ। ৩ জনেই পরে রয়েছেন সাদা পোশাক। এই ছবি শেয়ার করে বিপাশা লিখেছেন, 'শুভ জন্মদিন আমার জীবনের সবকিছু। প্রত্যেক বছর এই দিনটা আমার কাছে ভীষণ বিশেষ। আমি নিশ্চয়ই ভাল কিছু করেছিলাম যার জন্য তোমার ভালাবাসা পেয়েছি। তুমি সবসময় সেরাটা পাও। সেরা স্বামী, আর এখন সেরা বাবা হয়ে ওঠার জন্য ধন্যবাদ।'   


আংটিবদল করলেন রূপাঞ্জনা


বাগদান সারলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)! নাহ.. কলকাতায় নয়, দার্জিলিংয়ের পাহাড়ের কোলে। চার্চের সামনে আংটিবদল করলেন দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে। আপাতত ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'-র শ্যুটিং করতে দার্জিলিংয়ে গিয়েছে গোটা টিম। ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রূপাঞ্জনা। আর শ্যুটিংয়ে তাঁর সঙ্গী হয়েছে ছেলে আর প্রেমিক রাতুল মুখোপাধ্যায় (Ratool Mukherjee)। শ্যুটিংয়ের ফাঁকে পাহাড়ি প্রেমের ছবি শেয়ার করে নিচ্ছেন রূপাঞ্জনা। বসন্তের রোদ মেখে দার্জিলিংয়ের পাহাড়ে শ্যুটিংয়ের ফাঁকে মুহূর্ত বের করে নিচ্ছেন দুজনেই। আর সেখানেই আংটিবদল। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে রূপাঞ্জনা লিখেছেন, 'সত্যি ভালবাসা কখনও শেষ হয় না। একসঙ্গে থাকার নতুন শুরু। আংটিবদল। এনগেজড।'