কলকাতা : নিয়োগ দুর্নীতি যতই এগোচ্ছে, ততই সামনে আসছে একের এক নাম। 'সৎ রঞ্জন' থেকে 'কালীঘাটের কাকু' হয়ে এবার 'রহস্যময়ী'। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ বৃহস্পতিবার সামনে আনলেও আরও এক বিস্ফোরক দাবি। কুন্তলের বক্তব্য, নিয়োগ দুর্নীতির সবটা জানতেন ওই রহস্যময়ী নারী। তিনি নিয়েছেন টাকাও ! পাশাপাশি আলিপুর আদালত থেকে জেলের পথ ধরার পথে পুলিশের প্রবল ধাক্কাধাক্কির মাঝেও নিজেই সংবাদমাধ্যমের সামনে রহস্যময়ী নারীর নামও উন্মোচন করেছেন তিনি। কুন্তল ঘোষ জানিয়েছেন, রহস্যময়ী নারীর নাম হৈমন্তী গঙ্গোপাধ্যায়।
কে এই হৈমন্তী গঙ্গোপাধ্যায়
কুন্তল ঘোষের দাবি অনুযায়ী হৈমন্তী গঙ্গোপাধ্যায় হচ্ছে গোপাল দলপতির স্ত্রী। কুন্তলের দাবি, 'রহস্যময়ী নারী হচ্ছেন আরমান গঙ্গোপাধ্যায় ওরফে গোপাল দলপতির স্ত্রী। সব জানেন গোপাল দলপতির স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়। যা টাকা আছে সব গোপাল দলপতি ও তাঁর স্ত্রীর কাছে। তদন্ত ঘোরানোর জন্য অন্য কথা বলে লাভ নেই।' আদালত থেকে বেরোনোর সময় কুন্তল ঘোষের নতুন দাবি ঘিরে তৈরি হয়েছে শোরগোল।
কী বলছে সিবিআই
রহস্যময়ী দাবি সামনে আসার পর গোপাল দলপতির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, দাবি সিবিআই সূত্রে। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, স্ত্রী ছেড়ে চলে গিয়েছেন, এমনই দাবি করেছেন গোপাল দলপতি।
'ভক্ত আর ভগবানের মাঝে গুরু থাকে, গুরুকে খুঁজে বের করুন'
এদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে ফের ওঠে পনির প্রসঙ্গ। 'এর আগে পনিরের কথা বলা হচ্ছিল,এদের কাছে পনির রান্না করার আগুনটাই নেই', সিবিআইকে উদ্দেশ্য করে মন্তব্য কুন্তলের আইনজীবীর। পনিরের ভ্যারাইটির খোঁজ চলছে, পাল্টা সওয়াল সিবিআই-এর আইনজীবীর। নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই মামলায় বিদ্যাসাগরের পর এবার বিচারকের মুখে রামকৃষ্ণের কথাও। সিবিআইয়ের আইনজীবীকে বিচারক বলেন, রামকৃষ্ণ বলেছিলেন, ভক্ত আর ভগবানের মাঝে গুরু থাকে
গুরুটা কে? খুঁজে বের করুন, মন্তব্য বিচারকের। তাপস ও কুন্তলকে মুখোমুখি জেরায় একাধিক প্রভাবশালীর নাম, দাবি সিবিআই-এর আইনজীবীর। জামিন দিলে তথ্য প্রমাণ লোপাটের পাশাপাশি সাক্ষীদের হুমকি দেওয়ার সম্ভাবনা, সওয়াল সিবিআই-এর। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত তাপস মণ্ডল, কুন্তল ঘোষ ও নীলাদ্রি ঘোষের ৯ মার্চ পর্যন্ত জেল হেফাজত। নির্দেশ দিল আলিপুরের বিশেষ সিবিআই আদালত।
আরও পড়ুন- হাজিরা দিতে হল না মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে, কী বলল হাইকোর্ট?