কলকাতা: আগামী মাসের শুরুর দিকেই মুক্তি পাচ্ছে সানি দেওল ও আমিশা প্য়াটেল অভিনীত ছবি 'গদর ২'। আর গতকাল কার্গিল দিবসে প্রকাশ্য়ে এল ছবির ট্রেলার। জমকালো এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সানি দেওয়ল ও আমিশা পটেল সহ ছবির অন্য়ান্য় কলাকুশলীরা। এদিনের ইভেন্টে সানি দেওয়ল (Sunny Deol ) ও আমিশা পটেলকে (Amisha Patel) দেখা গেল তারা সিং ও সাকিনার বেশে। কোথায় দ্বৈরথ, কোথায় রেশারেশি! ব্যোমকেশের ছবির ট্রেলার লঞ্চে হাজির রইলেন ব্যোমকেশই! আজ মুক্তি পেল বিরসা দাশগুপ্ত (Birsa Dashgupta) পরিচালিত 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' ছবির ট্রেলার। আর সেই ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে হাজির রইলেন অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya), সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) ও সোহিনী সরকার (Sohini Sarkar)! দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন
মুক্তি পেল 'গদর ২'-র ট্রেলার
আগামী মাসের শুরুর দিকেই মুক্তি পাচ্ছে সানি দেওল ও আমিশা প্য়াটেল অভিনীত ছবি 'গদর ২'। আর গতকাল কার্গিল দিবসে প্রকাশ্য়ে এল ছবির ট্রেলার। জমকালো এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সানি দেওয়ল ও আমিশা পটেল সহ ছবির অন্য়ান্য় কলাকুশলীরা। এদিনের ইভেন্টে সানি দেওয়ল (Sunny Deol ) ও আমিশা পটেলকে (Amisha Patel) দেখা গেল তারা সিং ও সাকিনার বেশে।
সেন্সরবোর্ডের 'A' সার্টিফিকেট পেল 'ওহ মাই গড ২'
এই ছবির প্রথম ভাগ সাফল্য পেয়েছিল বক্সঅফিসে। শুধু বক্সঅফিসে নয়, মানুষের মনেও জায়গা করে নিয়েছিল এই ছবি। আর দর্শকদের প্রতিক্রিয়া দেখার পরেই, এই ছবির সিক্যুয়ালের পরিকল্পনা করেন নির্মাতা। সেই মতো মুক্তির অপেক্ষায় অক্ষয় কুমার (Akshay Kumar) অভিনীত ওহ মাই গড ২ (OMG 2)। আর এবার এই ছবি নিয়ে প্রকাশ্য়ে এল নতুন খবর। বলিউডসূত্রের খবর, সেন্সরবোর্ড এই ছবির মোট ২০টি দৃশ্য়ে কাঁচি চালিয়েছে। আর তারপরও 'A' সার্টিফিকেট দেওয়া হয়েছে এই ছবিকে। প্রসঙ্গত অক্ষয় কুমার, ইয়ামি গৌতম, পঙ্কজ ত্রিপাঠী অভিনীত 'ওহ মাই গড ২' (OMG 2) নিয়ে শুরু থেকে একাধিক বিতর্ক চলছিল। ছবির ঘোষণার সময়ে প্রকাশিত পোস্টার ঘিরেও উত্তেজনা তৈরি হয়। আগের ছবিতে ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকায় দেখা গিয়েছিল অক্ষয় কুমারকে। তবে এবারের পোস্টার থেকেই স্পষ্ট, শিবের ভূমিকায় দেখা যাবে তাঁকে। ইয়ামি গৌতমকে দেখা যাবে একজন আইনজীবীর চরিত্রে।
জাভেদ আখতারের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ আদালতের, কী বললেন কঙ্গনা?
কঙ্গনা রানাউত (Kangana Ranaut) ও হৃত্বিক রোশনের দ্বন্দ্ব নতুন কোনও ঘটনা নয়। এপ্রসঙ্গে নাম জড়িয়েছিল লিরিসিস্ট জাভেদ আখতারেরও (Javed Akhtar)। এবার এই ঘটনায় এল নতুন মোড়। 'আপ কি আদালত' অনুষ্ঠানের কঙ্গনা জানিয়েছিলেন যে, জাভেদ আখতার (Javed Akhtar) তাঁকে বলেছিলেন, তিনি যদি হৃতিকের কাছে ক্ষমা না চান তবে রোশানরা তাঁকে জেলে পাঠাবে তখন তার আত্মহত্যা করা ছাড়া আর কোন উপায় থাকবে না। এই ঘটনার পরই কঙ্গনার (Kangana Ranaut) বিরুদ্ধে মানহানির অভিযোগ দায়ের করেন জাভেদ আখতার (Javed Akhtar)। পাল্টা, কঙ্গনা (Kangana Ranaut) দাবি করেন তাঁকে হৃত্বিকের কাছে ক্ষমা চাইতে বারংবার চাপ দিচ্ছেন জাভেদ আখতার। এই ঘটনার ভিত্তিতে আখতারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৬ (অপরাধমূলক ভয় দেখানো) এবং ৫০৯ (একজন মহিলার শালীনতার অবমাননা) ধারায় অভিযোগ আনা হয়েছিল। আর এবার এই সমস্ত অভিযোগ খারিজ করল আদালত।
শর্মিষ্ঠা দেবের নতুন ছবি 'মাস্টারমাইন্ড'-এ জুটি বাঁধলেন সৌরভ-দর্শনা
এবার পরিচালক শর্মিষ্ঠা দেবের (Sharmistha Deb) নতুন ছবি 'মাস্টারমাইন্ড'-এ জুটি বাঁধতে চলেছেন সৌরভ দাস-দর্শনা বণিক। অঙ্গপাচার নিয়ে তৈরি হয়েছে এই ছবির প্লট। সৌরভ ও দর্শনার পাশাপাশি এই ছবিতে দেখতে পাওয়া যাবে। সৌরভ-দর্শনার পাশাপাশি দেখা যাবে শুভ্রজিত দত্ত ,রুমকি চট্টোপাধ্যায় ,অর্কপ্রভ ভট্টাচার্য, লাকি বাপুলিসহ একাধিক শিল্পীকে। এই গল্পের পরতে পরতে রয়েছে রহস্য়-রোমাঞ্চ। ইদানীং সময়ে কোনও মানুষ অকারণেই বিভিন্ন পাচার চক্রের সঙ্গে জড়িয়ে পড়ে ও তাদের জীবনে শুরু হয় নানান জটিলতা। এই ছবি সৌরভ দাসের (Sourav Das) চরিত্রের নাম সূর্য ও তাঁকে দেখা যাবে পুলিশ অফিসারের ভূমিকায়। অন্য়দিকে দর্শনার চরিত্রের নাম ঝিলিক। যিনি বাচ্চাদের বিজ্ঞান পড়ান। তাঁদের মধ্য়ে প্রেমের সম্পর্ক দেখানো হয় ছবিতে। কিন্তু এই সম্পর্ক শেষ মেশ কোনদিকে গড়ায়,সেখানেও আছে চমক।
ব্যোমকেশের ট্রেলার মুক্তিতে আরেক ব্যোমকেশ!
কোথায় দ্বৈরথ, কোথায় রেশারেশি! ব্যোমকেশের ছবির ট্রেলার লঞ্চে হাজির রইলেন ব্যোমকেশই! আজ মুক্তি পেল বিরসা দাশগুপ্ত (Birsa Dashgupta) পরিচালিত 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' ছবির ট্রেলার। আর সেই ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে হাজির রইলেন অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya), সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) ও সোহিনী সরকার (Sohini Sarkar)! বিষয়টা একটু গুলিয়ে যাচ্ছে কি? যাওয়াই স্বাভাবিক। অনির্বাণ ও সোহিনী ওয়েব সিরিজের ব্যোমকেশ ও সত্যবতী। বিরসা পরিচালিত ছবিতে তো মুখ্যভূমিকায় থাকছেন দেব, রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) ও অম্বরীশ ভট্টাচার্য্য (Ambarish Bhattacharyya)। তাহলে? সবাইকে চমকে দিয়ে অভিনব পরিকল্পনা দেবের। পর্দার ব্যোমকেশের ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির থাকলেন ওয়েব সিরিজের ব্যোমকেশও!
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন