বার্বাডোজ : স্পিন-জালে নাজেহাল ক্যারিবিয়ানরা। কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা জোড়া ঘূর্ণির দাপটে কাত ক্যারিবিয়ানরা। ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে মাত্র ১১৪ রানে অলআউট তারা। ক্যারিবিয়ান ইনিংস ক্রিজে টেকে মাত্র ২৩ ওভারে। 


বার্বাডোজে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। আন্তর্জাতিক মঞ্চে অভিষেকে মুকেশ কুমার (Mukesh Kumar) ও হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) ভাল শুরু করেন ভারতের পক্ষে। তারপর কুলদীপ যাদবের (Kuldeep Yadav) ৪ উইকেট ও রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) ৩ উইকেটের সুবাদে অল্প রানেই গুটিয়ে যায় ক্যারিবিয়ান ইনিংস।


মাত্র ৮ ওভারের মধ্যে শেষ ৬ উইকেট খোওয়াত ক্যারিবিয়ানরা। কুলদীপ যাদব মাত্র ৩ ওভার বল করে ৪ উইকেট তুলে নেন। ভারতের চায়নাম্যান বোলারের ৩ ওভারের মধ্যে ২ টিই মেডেন। কুলদীপের চার উইকেটের পাশাপাশি ৩ উইকেট নেন রবীন্দ্র জাদেজা। আর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের মঞ্চে মুকেশ কুমার, হার্দিক পাণ্ড্য ও শার্দুল ঠাকুর একটি করে উইকেট নেন।


টেস্ট ক্রিকেটে ভারতের জার্সিতে অভিষেকের মঞ্চে ভাল পারফরম্যান্স ও মহম্মদ সিরাজের চোটের জেরে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম একদিনের আন্তর্জাতিকে ভারতের হয়ে অভিষেকের সুযোগ চলে আসে বাংলার মুকেশ কুমারের কাছে। ওডিআইতে মেডেন দিয়ে কেরিয়ার শুরু করেন তিনি। ৫ ওভার হাত ঘোরানোর মাঝে একটি উইকেটও তুলে নেন তিনি। দীর্ঘক্ষণ ধরে ভারতীয় পেসারদের আক্রমণ সামলে ধীর গতিতে রানের ধারা এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ক্যারিবিয়ান ব্যাটাররা। কিন্তু ভারতের স্পিন জুটি আক্রমণে আসার পরই কার্যত তাসের ঘরের মতোই ভেঙে পড়ে তাঁদের ব্যাটিং লাইন আপ। 


১৫.৪ ওভারে ৮৮ রানের মাথায় চতুর্থ উইকেট খুইয়েছিলেন ক্যারিবিয়ানরা। আর সেখান থেকে কুলদীপ-জাদেজার ঘূর্ণিজালের ফাঁদে ২৩ ওভারের মাথায় মাত্র ১১৪ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।