কলকাতা: ছবির প্রচারে কলকাতায় হাজির আয়ুষ্মান খুরানা (Ayushman Khurrana)। আজ প্রিন্টেড শার্ট আর ডেনিমে কলকাতায় হাজির হয়েছিলেন আয়ুষ্মান। চলতি মাসের ২৭ তারিখ অনুভব সিংহের পরিচালনায় মুক্তি পাচ্ছে আয়ুষ্মান খুরানার নতুন ছবি ‘অনেক’ (Anek)। এই ছবিতে আয়ুষ্মানের বিপরীতে থাকছেন অ্যান্ড্রিয়া কেভিচুজা। মুক্তি পেল শিবপ্রসাদ মুখোপাধ্যায় আর নন্দিতা রায়ের ছবি 'বেলাশুরু'। দিনভর নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন।
কলকাতায় আয়ুষ্মান
টিনসেল টাউনের অভিনেতা ছবির প্রচারে বাংলায়। বলিউডের কাছে অবশ্য এই ঘটনা নতুন কিছু নয়। একাধিক ছবির প্রচার করতে মুম্বই থেকে বাংলায় এসেছেন আলিয়া ভট্ট (Alia Bhatt), ভিকি কৌশল (Vicky Kaushal) সহ একাধিক অভিনেতা অভিনেত্রী। আর এবার বাংলায় নিজের ছবির প্রচারে পা রাখলেন আয়ুষ্মান খুরানা (Ayushman Khurana)। আজ প্রিন্টেড শার্ট আর ডেনিমে কলকাতায় হাজির হয়েছিলেন আয়ুষ্মান। চলতি মাসের ২৭ তারিখ অনুভব সিংহের পরিচালনায় মুক্তি পাচ্ছে আয়ুষ্মান খুরানার নতুন ছবি ‘অনেক’ (Anek)। এই ছবিতে আয়ুষ্মানের বিপরীতে থাকছেন অ্যান্ড্রিয়া কেভিচুজা।
মুক্তি পেল 'বেলাশুরু'
বহু প্রতীক্ষার পর আজ, ২০ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেল 'বেলাশুরু' (Belashuru)। প্রয়াত দুই কিংবদন্তি অভিনেতা ও অভিনেত্রীর একসঙ্গে শেষ সিনেমা। সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chattopadhyay) ও স্বাতীলেখা সেনগুপ্তের (Swatilekha Sengupta) শেষ একসঙ্গে কাজ, 'বেলাশুরু'। শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) জুটির 'বেলাশেষে' মুক্তির ৭ বছর পর এল এই ছবি। সেই একই পরিবারের গল্প বলবে এই ছবি, কেবল পরিবারের দুই মাথা আজ আর নেই। তবে তাঁদের স্মরণ করল টিম 'বেলাশুরু'।
'দ্য আর্চিস' ছবির সেটে আরিয়ান
বলিউডে ডেবিউ (Bollywood Debut) করতে চলেছেন শাহরুখ-কন্যা সুহানা খান (Suhana Khan)। জোয়া আখতারের বহু প্রতীক্ষিত ছবি 'দ্য আর্চিস'-এ (The Archies) সুহানা ছাড়াও দেখা যাবে একাধিক স্টার কিডকে। 'আর্চি কমিক্স'-এর ভারতীয় সংস্করণ হিসেবে তৈরি হবে এই ছবি। ভেরোনিকার চরিত্রে দেখা যাবে সুহানাকে। সম্প্রতি মুক্তি পেয়েছে 'দ্য আর্চিস' ছবির টিজার। বেশ প্রশংসিতও হয়েছে। বিশেষত সিনেমার কাস্টিং নজর কেড়েছে। তবে নেপোটিজমের বিতর্কও ফের উস্কে দিয়েছে এই ছবি। সম্প্রতি সিনেমার সেট থেকে বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। সেখানে সুহানার দাদা আরিয়ান খানকেও (Aryan Khan) দেখা গেছে। তামিলনাড়ুর উটি হিল স্টেশনে ছবির শ্যুটিং চলছে।
বাংলা সিনেমায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতনি
বাংলা ছবিতে অভিষেক ঘটতে চলেছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) নাতনি মেখলা বসুর (Mekhla Basu)। ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যাচ্ছে, পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়ের (Shayantan Mukherjee) নতুন ছবির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে পৌলমী বসুর (Poulami Basu) কন্যা মেখলাকে।
আরও পড়ুন: 2022 Cannes: দীপিকা থেকে শুরু করে ঐশ্বর্য্য, 'কান'-এর মঞ্চে নজর কাড়লেন কোন পাঁচ ভারতীয় নায়িকা?
বাংলা ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতনি
বাংলা ছবিতে অভিষেক ঘটতে চলেছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) নাতনি মেখলা বসুর (Mekhla Basu)। ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যাচ্ছে, পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়ের (Shayantan Mukherjee) নতুন ছবির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে পৌলমী বসুর (Poulami Basu) কন্যা মেখলাকে। নতুন ছবি নিয়ে এখনও মুখ খোলেননি পরিচালক বা প্রযোজক কেউই। তবে শোনা যাচ্ছে, তেলুগু ছবি 'অন্ডালা রাক্ষসী'-র চিত্রনাট্য থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হবে এই বাংলা ছবি। ত্রিকোণ প্রেমের এই গল্পে যথেষ্ট হিংসার ঘটনাও রয়েছে। তেলুগুতে এই ছবি প্রযোজনা করেছিলেন রাজা মৌলি। ২০১২ সালে তেলুগুতে তৈরি হয়েছিল এই ছবি। সদ্য মুক্তির দিন ঘোষণা হয়েছে সায়ন্তন মুখোপাধ্যায়ের ছবি 'ঝরা পালক'-এর। এই ছবির মুখ্যচরিত্রে রয়েছেন ব্রাত্য বসু ও জয়া আহসান। ছবির প্রচারের মধ্যেও নতুন ছবি নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছেন তিনি। মূলত কলকাতা আর সিকিমে হবে তাঁর নতুন ছবির শ্যুটিং। এখনও ছবির নাম অবশ্য চূড়ান্ত হয়নি। তা নিয়ে ভাবনাচিন্তা চলছে। মেখলা অবশ্য ইতিমধ্যেই জাতীয় স্তরের কাজের সঙ্গে যুক্ত থেকেছে। তবে বাংলা ছবিতে এই প্রথম পা রাখবে সে।
শেষ 'ফাটাফাটি'-র শ্যুটিং
শ্যুটিং শেষ তাঁর কেরিয়ারের 'সবচেয়ে সাহসী' ছবির। সোশ্যাল মিডিয়ায় সেট থেকে টুকরো টুকরো স্মৃতির ছবি শেয়ার করে খবর দিলেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhori Chakraborty)। আজ শেষ হল অরিত্র সেনের (Aritra Sen) পরিচালনায় তাঁর নতুন ছবি 'ফাটাফাটি'-র শ্যুটিং। এই ছবিতে ঋতাভরীর বিপরীতে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায়কে (Abir Chatterjee)। আজ সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করে ঋতাভরী লেখেন, 'অবশেষে শ্যুটিং শেষ। আমি আমার কেরিয়ারের সবচেয়ে সাহসী ছবির শ্যুটিং শেষ করলাম। 'ফাটাফাটি'-র সফরটা আমার কাছে একটা ছবির যাত্রার থেকে অনেক বেশি। এমন একটা গল্প যেটা আমি আমার নিজের জীবনে উপলব্ধি করেছি, কেবল আমি নয়, হয়ত বেশিরভাগ মেয়েই জীবনে কখনও না কখনও উপলদ্ধি করেছেন। দর্শকদের সবাইকে ছবিটা দেখানোর জন্য় আমি যেন আর ধৈর্য্য ধরতে পারছি না। জিনিয়া সেন, তোমার কথামতো একসঙ্গে দিন-রাত জেগে আমরা এই ছবিটা তৈরি করেছি। একজন অভিনেত্রী হিসেবে আমি ধন্যবাদ দেব তোমায়। অরিত্র সেন, তুমি আমার সবচেয়ে প্রিয় বন্ধুদের মধ্যে একজন। তেমন একজন, ঠিক যেমন বন্ধু আমি চাই। আমার শক্তি তুমি। আবীর, তোমার জন্য আমায় একাটা আস্ত পোস্ট লিখতে হবে কারণ তোমার আমার এই যাত্রাটা কম কথায় লেখা যাবে না। তোমায় তুমি হওয়ার জন্য ধন্যবাদ। সবশেষে ধন্যবাদ গোটা 'ফাটাফাটি' টিমকে আমার গোটা জীবনটাই বদলে দেওয়ার জন্য। আমি আর আগের মতো থাকব না।'