কলকাতা: পর্দায় যাঁর উপস্থিতিতেই তাবড় তাবড় ভিলেনরা কাঁপে, সেই 'বলিউডের ভাইজান'-কে এবার হুমকি চিঠি! হুমকি চিঠি পেলেন সলমন খান (Salman Khan) ও তাঁর বাবা সেলিম খান (Selim Khan)। আজ বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ড এলাকায় ফেলে যাওয়া ওই উড়ো চিঠি উদ্ধার করেন সেলিমের নিরাপত্তারক্ষীরা। সঙ্গীতশিল্পী কে কে-র মৃত্যু নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা ও তৃণমূল সাংসদ দেব। ‘কে কে-র মৃত্যুর জন্য প্রশাসন বা পুলিশকে দোষ দেওয়া উচিত নয়। তাহলে সব রাজনৈতিক সভাও বন্ধ করা উচিত। কে কে-র মৃত্যু নিয়ে বাড়াবাড়ি হচ্ছে।’ মন্তব্য তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবের। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন


 


কে কে-র মৃত্যু প্রসঙ্গে মুখ খুললেন দেব


সঙ্গীতশিল্পী কে কে-র মৃত্যু নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা ও তৃণমূল সাংসদ দেব। ‘কে কে-র মৃত্যুর জন্য প্রশাসন বা পুলিশকে দোষ দেওয়া উচিত নয়। তাহলে সব রাজনৈতিক সভাও বন্ধ করা উচিত। কে কে-র মৃত্যু নিয়ে বাড়াবাড়ি হচ্ছে।’ মন্তব্য তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবের। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব বলেন, 'গ্রামেগঞ্জে বা কোনও মলে যখন কোনও মিউজিক লঞ্চ হয়, আমার ক্ষেত্রেও, যেভাবে লোকে আসে আমারই ভয় লাগে। কিন্তু এটা একজন শিল্পীর প্রতি তাঁদের ভালবাসা। তাঁকে দেখার তাগিদ, চাহিদা। এটা সরকারের দোষ, এটা পুলিশের দোষ না কি আয়োজকদের দোষ জানি না। আমরা সবসময়েই বলি যে সরকারের দোষ। কিন্তু তা তো আসলে নয়। পুলিশ তো সারাক্ষণ গিয়ে দেখবে না যে কোথায় কত লোক এসেছে। তাহলে তো সব শো বন্ধ করে দিতে হয়। সব রাজনৈতিক সভা বা মিছিল বন্ধ করে দিতে হবে। করোনার সময়ে তো বিধিনিষেধ সত্ত্বেও প্রচুর লোক নিয়ে মিছিল হয়েছে। তাই আমার মনে হয় আওয়াজ তুললে একটামাত্র ঘটনা নিয়ে আওয়াজ তোলা উচিত না। এটা যদি ভুল হয় তাহলে সবকটা ভুল। কিন্তু আগেরগুলো যদি ঠিক হয় তাহলে এবার মনে হয় একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে।'


 


কার্তিক, ক্যাটরিনার পরে করোনা আক্রান্ত শাহরুখও!


করোনার ভয় কাটিয়ে কার্যত ঘুরে দাঁডি়য়েছিল সমস্ত ভাষার রূপোলি পর্দাই। একের পর এক নতুন ছবির মুক্তি থেকে শুরু করে ঘোষণা, জোরকদমে শ্যুটিং, চলছিল সবই। কিন্তু বলিপাড়ায় ফের করোনায় কাবু একের পর এক তারকা। প্রথমে কার্তিক আরিয়ান (Kartik Aryaan)। তারপরে ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। আর এবার করোনায় আক্রান্ত বলিউডের বাদশা নিজেই! শাহরুখ খান (Shah Rukh Khan)! সম্প্রতি নিজের একাধিক নতুন ছবির কথা ঘোষণা করেছিলেন শাহরুখ খান। তার মধ্যে সবচেয়ে শেষ খবর ছিল 'জওয়ান' (Jawan) ছবির। ব্যান্ডেজে মোড়া শাহরুখের ছবির পোস্টার দেখে বেশ উচ্ছসিত ছিলেন ভক্তরাও। কিন্তু ফের করোনার হানায় আপাতত স্থগিত হতে পারে শাহরুখের একাধিক ছবির কাজ। সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত নিয়ম অনুযায়ী আইসোলেশনেই থাকতে হবে তাঁকে। তবে এখনও শাহরুখ খানের টিমের তরফ থেকে অফিসিয়ালি এই খবর জানানো হয়নি।


 


আরও পড়ুন: Jamai Sashti: এলাহি আয়োজন, সাবেক রীতি মেনে জামাইষষ্ঠী পালন ইমন, দেবলীনা, ঈপ্সিতাদের বাড়িতে


 


'চিনে বাদাম' থেকে সরে দাঁড়ালেন যশ


শিলাদিত্য মৌলিক পরিচালিত ও এনা সাহার 'জারেক এন্টারটেনমেন্ট'র প্রযোজনায় এই ছবিতে প্রথমবার জুটি বাঁধছেন এনা ও যশ। শ্যুটিং শেষে ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। এরপর গান মুক্তি পেয়েছে একাধিক। আগামী ১০ জুন ছবি মুক্তির কথা। তার ঠিক পাঁচ দিন আগে কেন ছবির সঙ্গে কার্যত সব সম্পর্ক ছিন্ন করলেন যশ দাশগুপ্ত? ট্যুইটারে একটি বিবৃতি দিয়ে অভিনেতা জানান, প্রযোজনা সংস্থা 'জারেক এন্টারটেনমেন্ট' ও পরিচালক শিলাদিত্য মৌলিকের সঙ্গে কর্মক্ষেত্রে মতবিরোধের কারণে নিজেকে 'চিনে বাদাম' প্রজেক্ট থেকে সরিয়ে নিচ্ছেন। তিনি লেখেন, 'আমি এই ছবির সঙ্গে কোনওভাবে নিজেকে জড়িত রাখতে চাই না। যদিও ছবির শ্যুটিংয়ে ও পোস্ট প্রোডাকশনে নিজের সবটা দিয়ে কাজ করেছি এবং সেটা সম্পূর্ণ বৃথা যাক চাইব না। নির্মাতাদের জন্য শুভেচ্ছা।'


 


'চিনেবাদাম' নিয়ে চিন্তিত এনা


সকালবেলা তখন দুর্গাপুরে যাওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছে গোটা টিম। আর ঠিক ৫ দিন পরে ছবির মুক্তি, জোরকদমে চলছে প্রচার। কিন্তু হঠাৎ একটা ট্যুইট যেন মুহূর্তের জন্য সবকিছু গোলমাল করে দিল। যে ছবির প্রচারে প্রায় দিন-রাত এক করে ফেলছেন নায়িকা তথা প্রযোজক এনা সাহা (Ena Saha) আর পরিচালক শিলাদিত্য মৌলিক (Shiladitya Maullick), সেই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন খোদ নায়কই! যশ দাশগুপ্ত ( Yash Dashgupta)! এই ট্যুইট পড়ে যতটা অবাক হয়েছেন অনুরাগীরা, কার্যত আকাশ থেকে পড়েছেন ছবির প্রযোজক-নায়িকা এনা সাহাও। এবিপি লাইভের তরফ থেকে এনাকে ফোন করা হলে তাঁর গলায় স্পষ্ট বিস্ময় আর মনখারাপ। এনা বলছেন, 'বাকি সবাই যেখানে, আমিও ঠিক সেখানে। গতকাল আমাদের চিনে বাদাম ছবির টাইটেল ট্যাকটা মুক্তি পেয়েছিল। রাতে যশ মেসেজে আমায় লিখল, 'টাইটেল সঙ টা প্যাথেটিক হয়েছে। বেস্ট অফ লাক টু ইউ অ্যান্ড ইওর টিম।' এরপর আমি কারণ জানতে চাইলেও ও আর কোনও উত্তর দেয়নি। তারপরে সকালে এই ট্যুইট।'


 


সলমনকে হুমকি চিঠি


পর্দায় যাঁর উপস্থিতিতেই তাবড় তাবড় ভিলেনরা কাঁপে, সেই 'বলিউডের ভাইজান'-কে এবার হুমকি চিঠি! হুমকি চিঠি পেলেন সলমন খান (Salman Khan) ও তাঁর বাবা সেলিম খান (Selim Khan)। আজ বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ড এলাকায় ফেলে যাওয়া ওই উড়ো চিঠি উদ্ধার করেন সেলিমের নিরাপত্তারক্ষীরা। মুম্বই সংবাদমাধ্যম সূত্রের খবর, যে জায়গায় চিঠিটি উদ্ধার হয়েছে, রোজ প্রাতর্ভ্রমণের ফাঁকে সেখানেই বিশ্রাম নেন সেলিম। বান্দ্রা পুলিশ অজ্ঞাতপরিচয়দের নামে এফআইআর রুজু করেছে। তবে এই প্রথম নয়, এর আগে ২০১৮ সালেও হুমকি চিঠি পেয়েছিলেন সলমন। সেই হুমকি চিঠির নেপথ্যে ছিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই।