ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: একটা লিঙ্ক, সেটা খুলতেই অ্যাকাউন্ট থেকে উধাও টাকা! শহরে অভিবন কায়দায় প্রতারণা। অনলাইনে বিদ্যুতের বিল আপডেট করতে গিয়ে, জালিয়াতির শিকার হলেন CESC-রই এক আধিকারিক।


গত রবিবার, সকালে, CESC-র এক আধিকারিকের মোবাইল ফোনে আসে এমনই এক মেসেজ,  বিদ্যুতের বিল আপডেট না করলে, রাত সাড়ে দশটার মধ্যে, কানেকশন কেটে দেওয়া হবে। একে প্রচণ্ড গরম, তারমধ্যে যদি বিদ্যুত্‍ চলে যায়? এ নিয়ে যখন চিন্তা করছেন এই ব্যক্তি, তখন ফোনে ঢোকে আরেকটি মেসেজ।


আরও পড়ুন: Rudrajit Exclusive: বাবার বাৎসরিক, ছিমছাম জামাইষষ্ঠী সেরেই পুরুলিয়ার ট্রেনে উঠলেন প্রমিতা-রুদ্রজিৎ


সেখানে একটি লিঙ্ক পাঠানো হয়। তাতে বলা হয়, এই লিঙ্কে ঢুকে ১১টাকা দিলেই, আপডেটেড হয়ে যাবে বিল। তাহলে আর বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হবে না। 


কালীঘাটের (Kalighat) বাসিন্দা, CESC আধিকারিকের দাবি, এই লিঙ্কে ঢুকে অন লাইন প্রক্রিয়ায় ১১টাকা দিতে গেলে, অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায়, ৫০ হাজার টাকা। আদ্যন্ত নতুন কায়দায় প্রতারণা! বিদ্যুতের বিল আপডেট করতে গিয়ে, জালিয়াতির শিকার হলেন খোদ বিদ্যুত্‍ সরবরাহকারী সংস্থার আধিকারিক।


আরও পড়ুন: GTA Election : জিটিএ নির্বাচনে সব আসনেই নির্দল হিসেবে মনোনয়ন গোর্খা জনমুক্তি মোর্চার


অভিযোগকারী জ্যোতির্ময় চট্টোপাধ্যায় জানিয়েছেন, 'গত রবিবার সকালে ফোনে মেসেজ আসে, ইওর ইলেকট্রিসিটি পাওয়ার ডিসকানেক্টেড হয়ে যাবে। বিল আপডেটনই। কন্টাক্ট ইলকট্রিসিটি অফিস। কাজে ব্যস্ত ছিলাম। পরে আবার মেসেজ।। দুশ্চিন্তায় ছিলাম, ১১টাকা দিতে গিয়ে ৫০ হাজার টাকা চলে গেল একটা ক্লিকে।'


একটা ছোট্ট লিঙ্ক আর তার মধ্যেই ওত্‍ পেতে রয়েছে বিপদ! বিশেষজ্ঞদের পরামর্শ, হুটহাট অচেনা-অজানা লিঙ্কে ঢুকে টাকা লেনদেনের করা নিয়ে সতর্ক থাকুন।  এনিয়ে কালীঘাট থানায় অভিযোগ জানানো হয়েছে। কালীঘাট থানা ও লালবাজারের সাইবার ক্রাইম বিভাগ ঘটনার যৌথ তদন্ত করছে।