কলকাতা: বলিউড অভিনেতা শক্তি কপূরের (Shakti Kapoor) সন্তান সিদ্ধান্ত কপূরকে (Siddhanth Kapoor) আটক করা হল। শ্রদ্ধা কপূরের (Shraddha Kapoor) ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি রেভ পার্টিতে (Rave Party) মাদক সেবন (Drug Abuse) করেছেন। এএনআই সূত্রে খবর, গতকাল রাতে বেঙ্গালুরুর এক হোটেলে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে মাদক নেওয়ার অভিযোগে সিদ্ধান্ত কপূরসহ আরও ৬জনকে আটক করে পুলিশ।  এই মুহূর্তে যাঁকে নিয়ে কার্যত সরগরম সোশ্যাল মিডিয়া, কটুক্তি, নিন্দায় ভরছে সামাজিক মাধ্যমের দেওয়াল, সেই সময়েই তাঁর হাত ধরেছেন প্রযোজক রানা সরকার (Rana Sarkar)। তাঁর নতুন ছবি তো বটেই, নতুন মিউজিক অ্যালবামেও গান গাইছেন এই সঙ্গীতশিল্পী। রূপঙ্কর বাগচি (Rupankar Bagchi)। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন


 


রেভ পার্টি থেকে আটক শক্তি-পুত্র সিদ্ধান্ত কপূর


বলিউড অভিনেতা শক্তি কপূরের (Shakti Kapoor) সন্তান সিদ্ধান্ত কপূরকে (Siddhanth Kapoor) আটক করা হল। শ্রদ্ধা কপূরের (Shraddha Kapoor) ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি রেভ পার্টিতে (Rave Party) মাদক সেবন (Drug Abuse) করেছেন। এএনআই সূত্রে খবর, গতকাল রাতে বেঙ্গালুরুর এক হোটেলে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে মাদক নেওয়ার অভিযোগে সিদ্ধান্ত কপূরসহ আরও ৬জনকে আটক করে পুলিশ। এদিন সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, অভিনেত্রী শ্রদ্ধা কপূরের ভাই সিদ্ধান্ত কপূরকে গতকাল রাতে বেঙ্গালুরুর হোটেলের রেভ পার্টিতে অভিযান চালিয়ে আটক করে পুলিশ। বেঙ্গালুরু পুলিশের পক্ষ থেকে জানান হয়েছে যে, সিদ্ধান্ত কপূরসহ ৬জনকে মাদক নেওয়ার সময় পাওয়া যায়। বর্তমানে প্রত্যেককেই উলসুর থানায় রাখা হয়েছে।


 


রূপঙ্করের পাশে রানা


এই মুহূর্তে যাঁকে নিয়ে কার্যত সরগরম সোশ্যাল মিডিয়া, কটুক্তি, নিন্দায় ভরছে সামাজিক মাধ্যমের দেওয়াল, সেই সময়েই তাঁর হাত ধরেছেন প্রযোজক রানা সরকার (Rana Sarkar)। তাঁর নতুন ছবি তো বটেই, নতুন মিউজিক অ্যালবামেও গান গাইছেন এই সঙ্গীতশিল্পী। রূপঙ্কর বাগচি (Rupankar Bagchi)। 'হু ইজ কে কে', এই মন্তব্য সম্প্রতি তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া। যেদিন কলকাতায় কে কে-র শো ছিল, সেদিন সকালেই ফেসবুক লাইভে এই মন্তব্য করেছিলেন তিনি। এরপর নজরুল মঞ্চের সেই বাঁধনভাঙা ভিড়, অসুস্থ হয়ে কেকে-র মৃত্যুর ঘটনা অজানা নয় কারও। রুপঙ্করের ফেসবুক লাইভ আর কেকে-র মৃত্যুর দিন কাকতালীয়ভাবে এক হয়ে গিয়েছিল। এরপরেই সোশ্যাল মিডিয়ায় তুলোধনা করা শুরু হয় রুপঙ্করকে। কেকে-র মৃত্যুর জন্য কার্যত দায়ী করা হয় তাঁকেই। এরপর সাংবাদিক সম্মেলন করে রূপঙ্কর ক্ষমা চাইলেও অবস্থার তেমন উন্নতি হয়নি। এমনকি দর্শকদের ভাবাবেগের কথা মাথায় রেখে একাধিক বিপণী সংস্থা রূপঙ্করের গানের চুক্তি বাতিল করেছেন। সঙ্গীতশিল্পীর হাতছাড়া হয়েছে ছবির কাজও। এই পরিস্থিতিতে রুপঙ্করের পাশে দাঁড়িয়েছেন প্রযোজক রানা সরকার। 


 


আরও পড়ুন: Sushant Singh Rajput Death Anniversary: অবসাদ, নেশা নাকি সম্পর্কের টানাপোড়েন.. কেন ২ বছর আগে মৃত্যুকে বেছে নিয়েছিলেন সুশান্ত?


 


ঐন্দ্রিলার 'টাপা টিনি'


গান মুক্তি পেয়েছে ১ মাসেরও বেশি হয়ে গেল। এখনও 'বেলাশুরু'-র 'টাপা টিনি' গানে পা মেলাচ্ছে আট থেকে আশি। আর আজ সোশ্যাল মিডিয়ায় নতুন ভিডিও শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাও (Aindrila Sharma)। সদ্য শান্তিনিকেতন ঘুরতে গিয়েছিলেন তিনি। আর সেখানে, সোনাঝুরির মধ্যেই 'টাপা টিনি' গানে পা মিলিয়েছেন ঐন্দ্রিলা। সোশ্যাল মিডিয়ায় আজ একটি ছোট্ট ভিডিও শেয়ার করে নিয়েছেন ঐন্দ্রিলা। অভিনেত্রী নাচ করতে ভালোবাসেন। 'টাপা টিনি' গানের শ্যুটিং হয়েছিল সোনাঝুরিতেই। সেই লাল মাটিতেই 'টাপা টিনি'-র সুরে মাতলেন ঐন্দ্রিলা আর তাঁর বন্ধু। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দেখে আপ্লুত হয়েছেন অনেকেই। প্রিয় অভিনেত্রীকে পুরনো ছন্দে ফিরতে দেখে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন অনুরাগীরা। 









'ঝরা পালক'-এর ট্রেলার


পাঠ্য বইতে জীবনানন্দ দাসকে চেনা সেই 'বাংলার মুখ আমি দেখিয়েছি' কবিতা দিয়ে। কিন্তু ব্য়ক্তি জীবনানন্দ, তাঁর জীবনের চড়াই-উৎরাই নিয়ে কতটুকু জানি আমরা? অজানা সেই গল্পকেই ছবির পর্দায় তুলে আনছেন পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়। মুখ্যভূমিকায় রয়েছেন ব্রাত্য বসু (Bratya Basu), জয়া আহসান (Joya Ahashan) ও অন্যান্যরা। সদ্য মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। সাদা কালো আর রঙিনে ফুটিয়ে তোলা হয়েছে এক কবির টানাপোড়েন, খ্যাতি আর শিল্পীসত্তার দ্বন্ধ, অর্থ আর আত্মসম্মানের সংঘাতকে। ট্রেলারেই নজর কাড়ে প্রত্যেক শিল্পীর অভিনয়। মুখ্যভূমিকায় রয়েছেন ব্রাত্য বসু (Bratya Basu)। জীবনানন্দ দাসের চরিত্রে অভিনয় করছেন তিনি। জীবনানন্দ দাসের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান (Jaya Ahashan)। জীবনানন্দ দাসের অল্পবয়স্ক চরিত্রে অভিনয় করেছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee)। সজনীকান্ত দাসের ভূমিকায় রয়েছেন দেবশঙ্কর হালদার (Devshankar Haldar)। কৌশিক সেন (Kaushik Sen) অভিনয় করেছেন বুদ্ধদেব বসুর ভূমিকায়। 


 


কিশোর কুমারের একাধিক বিবাহ প্রসঙ্গে অমিত কুমার


কিংবদন্তী অভিনেত্রী মধুবালার (Madhubala) বায়োপিক তৈরি নিয়ে তাঁর যে কোনও অমত নেই তা স্পষ্ট জানিয়ে দিলেন অমিত কুমার (Amit Kumar)। মধুবালা কিশোর কুমারের (Kishore Kumar) দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী রুমা গুহঠাকুরতার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তিনি মধুবালাকে বিবাহ করেন। বাবার বিবাহিত জীবন নিয়ে অমিত কুমার কখনও তাঁকে কোনও প্রশ্ন করেননি বলেও জানালেন। পাশাপাশি বাবার বিবাহিত জীবন নিয়ে নিজের প্রতিক্রিয়াও দিলেন সম্প্রতি এক সাক্ষাৎকারে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অমিত কুমার মধুবালার বায়োপিক প্রসঙ্গে কথা বলেন। তিনি বলেন, 'কেন নয়? নিশ্চয়ই বায়োপিক হতে পারে।'  বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে যে, মধুবালার বায়োপিক তৈরি করতে পারেন পরিচালক অনুরাগ বসু। কিন্তু এখনও পর্যন্ত তা নিশ্চিত নয়। কিংবদন্তি সঙ্গীতশিল্পী কিশোর কুমারের চার স্ত্রী। রুমার গুহঠাকুরতা, মধুবালা, যোগিতা বালি এবং লীনা চন্দ্রভারকর। অমিত কুমারকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, এতে তিনি কখনও ক্ষুব্ধ হননি। জানিয়ে দেন, সেটা ছিল কিশোর কুমারের ব্যক্তিগত জীবন। পাশাপাশি এও বলেন, কিশোর কুমার অত্যন্ত পারিবারিক মানুষ ছিলেন। তাঁকে ভুল বোঝা হয়েছে। তাঁকে ভুল ব্যাখ্যা করা হয়েছে।