কলকাতা: আজ সুশান্ত সিংহ রাজপুতের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। সোশ্যাল মিডিয়ায় প্রিয় মানুষের সঙ্গে কাটানো ভালো সময় ফিরে দেখলেন তাঁর ঘনিষ্ঠরা। শ্যুটিং করতে গিয়ে হঠাৎ অসুস্থ দীপিকা পাড়ুকোন। হাসপাতালে ভর্তি হল তাঁকে। গোটা দিনে বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন।
হঠাৎ অসুস্থ দীপিকা পাড়ুকোন
শ্যুটিংয়ের সময় হঠাৎ অসুস্থ দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। হায়দরাবাদে ‘প্রজেক্ট কে’ র শ্যুটিংয়ের সময় অসুস্থ দীপিকা পাড়ুকোন। রক্তচাপ হঠাৎ বেড়ে যাওয়ায় দীপিকা নিয়ে যাওয়া হয় হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পরে ফের শ্যুটিং শুরু করেন দীপিকা, খবর সূত্রের। বৈজয়ন্তী ফিল্মসের প্রযোজনায় কল্পবিজ্ঞানমূলক ছবি ‘প্রজেক্ট কে’ র (Project K) শ্যুটিং চলছিল হায়দরাবাদে। কাজ করতে করতে হটাৎই অসুস্থবোধ করেন দীপিকা। নিঃশ্বাস নিতে পারছিলেন না তিনি, মাথা ঘুরছিল। এরপরেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় দীপিকাকে। তখনই পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়। প্রয়োজনীয় চিকিৎসাও দেওয়া হয়। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই মানসিক টানাপড়েনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন দীপিকা। তাঁর রক্তচাপ জনিত সমস্যা দেখা দিচ্ছে প্রায়শই। হাসপাতাল সূত্রে খবর, কিছুক্ষণ পর অভিনেত্রী সুস্থ বোধ করায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিচ্ছে রণবীর-ঘরনির।
রিয়ার 'সুশান্ত-স্মৃতি'
২ বছর হয়ে গেল সুশান্ত সিংহ রাজপুত (Sushant Singh Rajput) নেই। ২ বছর আগে ঠিক এই দিনটাতেই বদলে গিয়েছিল তাঁরও জীবন। সুশান্তের আত্মহত্যার জন্য কার্যত কাঠগড়ায় তোলা হয়েছিল তাঁকেই। নাহ.. ভেঙে পড়েননি তিনি। বরং লড়াই করে গিয়েছেম। মাদক রাখার অভিযোগে জেলও খাটতে হয়েছে তাঁকে। কিন্তু সুশান্তের ওপর কোনও রাগ নেই তাঁর। দু বছর পরেও তাঁর প্রেমের স্মৃতি ঝলমলে। আজ সোশ্যাল মিডিয়ায় পুরনো সেই স্মৃতিগুলোই ফিরে দেখলেন রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। সুশান্ত সিংহ রাজপুতের প্রাক্তন প্রেমিকা। আজ সুশান্তের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ পুরনো ছবি ভাগ করে নিয়েছেন রিয়া। সেখানে কখনও রিয়ার কোলে মাথা রেখে হাসিতে উপচে পড়ছেন সুশান্ত। কখনও সুশান্তের গালে চুম্বন এঁকে দিচ্ছেন রিয়া। দুজনের মিষ্টি ছবিও রয়েছে যেখানে সুশান্ত কোলে তুলে নিয়েছেন রিয়াকে। কিন্তু আর সেই সবকিছুই সুখস্মৃতি কেবল। সুশান্তের সঙ্গে রিয়ার বিয়ে হওয়ার কথা ছিল। বাড়ি থেকেও ঠিক হয়ে গিয়েছিল সব। কিন্তু কেন ১৪ জুন রাতে নিজের সবুজ কুর্তা গলায় বেঁধে মৃত্যুকে আপন করেছিলেন সুশান্ত তা জানেন না কেউই। জানেন না রিয়াও। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'প্রতিদিন তোমায় মনে পড়ে।'
সুশান্তের উদ্দেশে খোলা চিঠি সারার
'প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ানো থেকে শুরু করে প্রথম টেলিস্কোপ দিয়ে বৃহস্পতি গ্রহকে দেখা...' সুশান্তের হাত জড়িয়ে ধরে, তাঁর কাঁধে মাথা রেখে হাসছেন সারা আলি খান (Sara Ali Khan)। ঝালিয়ে নিচ্ছেন সমস্ত স্মৃতি। কিন্তু কেবল স্মৃতিটুকুই অমলিন। সারার পাশে থাকা মিষ্টি হাসির সেই মানুষটা হারিয়ে গিয়েছেন ২ বছর আগেই। সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)। ১৪ জুন বেলা গড়াতেই মায়ানগরী ছাড়িয়ে গোটা দেশে ছড়িয়ে পড়েছিল দুঃসংবাদ। সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন। বান্দ্রার ফ্ল্যাট থেকে তাঁর মৃতদেহ বের করে কুপার হাসপাতালে নিয়ে যেতে যেতে দুপুর গড়িয়ে গিয়েছিল। গোটা দেশ তখন তোলপাড়। কেন অকালে ঝরে গেল ৩৪ বছরের তরতাজা একটা প্রাণ, সেই প্রশ্নের উত্তর খুঁজছে সবাই। দিনটার ২ বছর পেরিয়ে গিয়েছে। সেই উত্তর খুঁজে পায়নি কেউ। না সুশান্ত ঘনিষ্ঠ, না তাঁর অনুরাগীরা।
'হত্যাপুরী'-র পোস্টার মুক্তি
আজ মুক্তি পেল 'হত্যাপুরী'-র প্রথম পোস্টার। ঘোষাল মিডিয়া এন্টারটেনমেন্ট ও শ্যাডো ফিল্মসের প্রযোজনায় বড়দিনে মুক্তি পাচ্ছে সন্দীপ রায়ের নতুন ফেলুদার ছবি 'হত্যাপুরী'। আজ সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন সন্দীপ রায় স্বয়ং। সঙ্গে ছিলেন 'ফেলুদা' ইন্দ্রনীল সেনগুপ্ত, অভিজিৎ গুহ, পরাণ বন্দ্যোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায়, ভরত কল, আয়ুষ দাস, শুভাশীষ মুখোপাধ্যায় ও অন্যান্য অভিনেতারা। সাংবাদিক সম্মেলনে সন্দীপ রায় নিজের মুখে বলেন, 'যখন বেণু (সব্যসাচী চক্রবর্তী) ফেলুদা হিসেবে অভিনয় করছেন, তখনই প্রথম ইন্দ্রনীল আমার সঙ্গে দেখা করতে এসেছিল। স্ত্রীকে আমার বাড়ির সিঁড়িতে বসিয়ে রেখে আমার সঙ্গে দেখা করেছিল ও। কেবল বলেছিল, পরের বার ফেলুদা হলে আমার কথা ভাববেন। যখন নতুন ফেলুদার জন্য পরিকল্পনা শুরু করি, তখনই ইন্দ্রনীলের কথা মাথায় এসেছিল। মনে হয়েছিল আমি কারও ওপর চরিত্রটা চাপিয়ে দিচ্ছি না। এমন একজনকে চরিত্রটা দিচ্ছি যে এই চরিত্রটা মন থেকে করতে চায়। তারপর সেটে গিয়ে মনে হয়েছে, সঠিক চরিত্রায়নই হয়েছে।'
অঞ্জন দত্তের সঙ্গে প্রথম কাজ তৃণার
প্রথমবার অঞ্জন দত্তের (Anjan Dutt) সঙ্গে কাজ, নতুন শেখার সুযোগ, সেই উচ্ছাসের ছোঁয়া সোশ্যাল মিডিয়াতেও। শ্যুটিং শেষ করেই তড়িঘড়ি ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha)। মুখে উপছে পড়ছে হাসি আর পরিতৃপ্তি। ক্যাপশন বলছে, 'বারংবার মনে করার মত একটা মুহূর্ত। একটা কাজ মনে রাখার মতো। হ্যাঁ অঞ্জনদা, তুমি প্রেরণা আর নিজেই একজন প্রতিষ্ঠান।' অঞ্জন দত্তের নতুন ওয়েব সিরিজ 'মার্ডার বাই দ্য হিলস'-এর অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তৃণা। তৃণার ঝলমলে ছবি দেখেই তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল এবিপি লাইভ (ABP Live)। কেমন লাগল অঞ্জন দত্তের সঙ্গে প্রথমবার কাজ করে? উচ্ছসিত তৃণার উত্তর, 'দারুণ অভিজ্ঞতা। অঞ্জনদার সঙ্গে এটা আমার প্রথম কাজ। শ্যুটিং ফ্লোরে কিভাবে সবকিছু শান্তভাবে সামলানো যায় আবার ঠিক কাজটাও করে ফেলা যায় সেটা অঞ্জনদার থেকে সত্যিই শেখার। এটা তখনই সম্ভব যখন পরিচালকের খুব পরিষ্কার ধারণা থাকে কাজের বিষয়ে। অঞ্জনদার সেটা রয়েছে। কাজের সুযোগ পাওয়ার পরেই যখন জেনেছিলাম অঞ্জনদার সঙ্গে কাজ করব, ভীষণ উৎসাহী ছিলাম। এখনও পর্যন্ত খুব বেশি ওয়েব সিরিজে কাজ করিনি আমি। ওয়েব সিরিজ হিসেবে এটা আমার দ্বিতীয় কাজ। আর এত অল্প সময়েই যদি অঞ্জনদার সঙ্গে কাজ করার সুযোগ পাই, তাহলে সেটা তো স্বপ্নের মতোই।'