কলকাতা: খসড়া চার্জে 'বিস্ফোরক' দাবি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (ncb)। সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) রহস্যমৃত্যুর (death) পর বলিউডের (bollywood) মাদকযোগ (drug) নিয়ে এনসিবি যে তদন্ত করছে, তাতে ৩৫ জনের বিরুদ্ধে চাঞ্চল্যকর খসড়া চার্জ (draft charge) আনা হয়েছে বলে খবর। সূত্রের খবর, বলিউড ও সমাজের উচ্চবিত্ত অংশে মাদক পৌঁছে দিতে ওই ৩৫ জন নিজেদের মধ্যে ষড়যন্ত্র করতেন, এমনই বলা হচ্ছে প্রস্তাবিত চার্জে। বেশ কিছুদিন ধরেই একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন ক্রিকেটার কে এল রাহুল (KL Rahul) এবং বলিউড অভিনেত্রী আথিয়া শেট্টি (Athiya Shetty)। প্রকাশ্যে তাঁরা নানা সময়ই একে অপরের সঙ্গে ছবি ছবি পোস্ট করেছেন। দুই তারকার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চোখ রাখলেই সেখানে তাঁদের একাধিক ভালোবাসার ছবি দেখা যাবে। তবে, বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে যে, শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কে এল রাহুল এবং আথিয়া শেট্টি। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন।
কেএল রাহুলের সঙ্গে বিয়ে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য আথিয়ার
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন রটেছে যে, আগামী তিন মাসের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসবেন কে এল রাহুল এবং আথিয়া শেট্টি। দুই তারকার পক্ষ থেকে অফিশিয়ালি কোনও ঘোষণা করা হয়নি। কিন্তু কান পাতলেই বিয়ের প্রস্তুতির কথা শোনা যাচ্ছে। এদিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আথিয়া শেট্টি একটি পোস্ট করেছেন। যেখানে তিনি লিখেছেন, 'আগামী তিন মাসের মধ্যে যে বিয়েটা হতে চলেছে, আশা করছি সেখানে আমি নিমন্ত্রিত থাকব।' আথিয়ার এই পোস্টে জল্পনা বেড়েছে যে, তাহলে কি তিনি ইঙ্গিতের মাধ্যমে এটা পরিষ্কার করে দিলেন যে, তিন মাসের মধ্যে বিয়েটা হতে চলেছে?
অন্তর্জাল-এর টিজার
টিজারের শুরুর ঝলক দেখলে মনে হতেই পারে এই গল্প প্রেমের। কিন্তু গল্প বদলে যায় পরের মুহূর্তেই। একটা খুনের ঘটনায় জড়িয়ে যায় এক জুটির জীবন। আর সেই গল্প বলতেই ২৯ জুলাই তারিখ মুক্তি পাবে বনি সেনগুপ্ত (Bonny Sengupta) আর কৌশানী মুখোপাধ্যায় (kaushani Mukherjee)। মুক্তির অপেক্ষায় নতুন ছবি অন্তর্জাল (Antarjaal)।ছবিতে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন বনি ও কৌশানি। বনির চরিত্রের নাম অপূর্ব সেনগুপ্ত। কৌশানির চরিত্রের নাম লহরী। এই ছবির গল্প কৌশানি কেন্দ্র করেই। নারীকেন্দ্রিক এই ছবি থ্রিলারধর্মী। তবে তার সঙ্গে অন্যান্য গল্পের বিষয়বস্তু রয়েছে বলেও জানা যাচ্ছে। সদ্য মুক্তি পাওয়া টিজারের প্রথমে দেখা যাচ্ছে বনি আর কৌশানীর প্রেম আর বিয়ের দৃশ্য। আর তার পরেই উঠে আসে একটি খুনের প্রসঙ্গ। বদলে যায় গল্পের প্রেক্ষাপট। রহস্য, ভয়, সন্দেহ আর আতঙ্কে বোনা হয় গল্প।
আরও পড়ুন: Anubhav Kanjilal Exclusive: ইশাকে হিংসা করি না, ওর মতো প্রতিভা টলিউডের প্রয়োজন
'কাছের মানুষ'-এর প্রস্তুতির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করলেন দেব-প্রসেনজিৎ
কাছের মানুষদের নিয়ে 'কাছের মানুষ'-এর প্রস্তুতি। সোশ্য়াল মিডিয়ায় নতুন ছবির প্রস্তুতির ছবি শেয়ার করে নিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও দেব (Dev)। এবার পুজোয় মুক্তি পাচ্ছে 'কাছের মানুষ'। এই ছবির সৌজন্যে প্রথমবার পর্দা ভাগ করে নেবেন প্রসেনজিৎ ও দেব। গত বছর মহালয়ায় ছবির নাম ঘোষণা করা হয়। প্রথম মোশন পোস্টারে দেখা যায় রেল লাইন ধরে ট্রেন এগিয়ে আসছে। আর পোস্টারের শেষে দেখা যাচ্ছে লাইনে মুখোমুখি বসে রয়েছেন প্রসেনজিৎ ও দেব। পথিকৃৎ বসু পরিচালিত ছবির মুক্তি পাওয়ার কথা ছিল এই বছরের গ্রীষ্মে। তবে সেই তারিখ পিছিয়ে পরে পুজোর সময়ের কথা জানানো হয়। ছবিতে রয়েছেন ইশা সাহাও। ২৪ ফেব্রুয়ারি শেষ হয় 'কাছের মানুষ' ছবির শ্যুটিং। সেটে আনা হয় বিশাল কেক। সেদিন কেক কেটে শ্যুটিংয়ের শেষ দিন উদযাপন করা হয়।
বলিউডে মাদক জোগানে ৩৫ জনের বিরুদ্ধে খসড়া চার্জএনসিবি-র
খসড়া চার্জে 'বিস্ফোরক' দাবি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (ncb)। সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) রহস্যমৃত্যুর (death) পর বলিউডের (bollywood) মাদকযোগ (drug) নিয়ে এনসিবি যে তদন্ত করছে, তাতে ৩৫ জনের বিরুদ্ধে চাঞ্চল্যকর খসড়া চার্জ (draft charge) আনা হয়েছে বলে খবর। সূত্রের খবর, বলিউড ও সমাজের উচ্চবিত্ত অংশে মাদক পৌঁছে দিতে ওই ৩৫ জন নিজেদের মধ্যে ষড়যন্ত্র করতেন, এমনই বলা হচ্ছে প্রস্তাবিত চার্জে। এতেই শেষ নয়। ২০১৮ থেকে প্রয়াত বলি-তারকা সুশান্তের কাছে মাদক পৌঁছে দেওয়া হত বলেও বলা রয়েছে ওই খসড়া চার্জে। সুশান্তের ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানি-সহ অভিযুক্তেরা ২০২০ সালেও তারকার জন্যই মাদক জোগাড় করেছিলেন বলে প্রস্তাবিত চার্জে দাবি এনসিবি-র। অভিনেতার 'চরম মাদকাসক্তি'তৈরির নেপথ্য়ে এগুলোই, সম্ভাব্য সংযোজন তদন্তকারী সংস্থার।
স্বস্তিতে আরিয়ান
স্বস্তির নিঃশ্বাস ফেললেন আরিয়ান খান (Aryan Khan)। পাসপোর্ট ফিরে পাওয়ার বিষয়ে শাহরুখ খান (Shah Rukh Khan) পুত্রের আবেদন মঞ্জুর করল মুম্বইয়ের বিশেষ আদালত। গত বছরের ৩ অক্টোবর (3 October) মাদক যোগের অভিযোগে ক্রুজ পার্টি থেকে আরিয়ানকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (Narcotics Control Bureau) বা এনসিবি (NCB)। পুলিশি হেফাজতে থাকার সময় তাঁর পাসপোর্ট (Passport) বাজেয়াপ্ত করা হয়। গ্রেফতারের ২৫ দিন পর আরিয়ানের জামিন মঞ্জুর করে আদালত। পরে তিনি বেকসুর খালাস হন। তারপর পাসপোর্ট ফিরে পাওয়ার জন্য আবেদন করেন তিনি।