Whatsapp: ইউজারদের সুবিধার্থে হোয়াটসঅ্যাপ (Whatsapp) সংস্থা প্রতিনিয়ত নতুন ফিচার (Whatsapp Features) লঞ্চের প্রয়াস করেযাচ্ছে। এবার শোনা গিয়েছে, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের (Whatsapp Status) ক্ষেত্রে ফিচার আপডেট হতে চলেছে। বর্তমানে শুধু ছবি এবং ভিডিও হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করতে পারেন ইউজাররা। এখানেই যুক্ত হতে চলেছে নতুন ফিচার। শোনা যাচ্ছে এবার এমন এক নতুন ফিচারের সাপোর্ট হোয়াটসঅ্যাপে যুক্ত হতে চলেছে যার সাহায্যে ভয়েস মেসেজ (Voice Message) বা ভয়েস নোটও (Voice Note) হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে যুক্ত করতে পারবেন ইউজাররা। অর্থাৎ ছবি এবং ভিডিওর পর এবার হোয়াটসঅ্যাপ ইউজাররা তাদের অ্যাকাউন্টে অডিও নোটও (Audio Note) শেয়ার করতে পারবেন।


হোয়াটসঅ্যাপে কোনও নতুন ফিচার চালু হলে বা লঞ্চ হওয়ার কথা প্রকাশ্যে আনে Wabetainfo সংবাদসংস্থা। এই হোয়াটঅ্যাপ ফিচার ট্র্যাকারের তরফে জানানো হয়েছে, যে হোয়াটসঅ্যাপ সংস্থা তাদের স্ট্যাটাসের ক্ষেত্রে ভয়েস স্ট্যাটাসের সাপোর্ট লঞ্চ করতে চলেছে।


সম্প্রতি হোয়াটসঅ্যাপে আরও একটি নতুন ফিচার চালু হয়েছে। হোয়াটসঅ্যাপের মেসেজে এবার থেকে রিঅ্যাকশন দেওয়ার জন্যে ইউজাররা সমস্ত ধরনের ইমোজিই ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছেন এই মেসেজিং অ্যাপের মূল সংস্থা মেটার- র সিইও মার্ক জুকেরবার্গ।


এছাড়াও শোনা যাচ্ছে যে আগামীদিনে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ আগামী দিনে এই মেসেজিং অ্যাপে আরও একাধিক নতুন ফিচার লঞ্চ করতে চলেছে। তার মধ্যে অন্যতম হল 'কম্পানিয়ন মোড’। এই ফিচারের সাহায্যে একই সময়ে একের বেশি ফোন একটিই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। মূলত হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রি একের বেশি ডিভাইসের মধ্যে সিনক্রোনাইজের অপশন দেবে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার। হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী টেলিগ্রামের মতো এই মেসেজিং অ্যাপেও আসতে চলেছে একাধিক ডিভাইসের সাপোর্ট। 


হোয়াটসঅ্যাপের আরও দুটো নতুন ফিচারের কথা শোনা গিয়েছে। আপনি যে হোয়াটসঅ্যাপে অনলাইন রয়েছেন তা সকলের থেকে আড়ালে রাখা যাবে। শুধু তাই নয় হোয়াটসঅ্যাপের মেসেজ ডিলিট করার ক্ষেত্রে ‘ডিলিট ফর এভরিওয়ান’ অপশনের মেয়াদ বেড়ে ২ দিন বা তার বেশি হতে চলেছে বলে শোনা যাচ্ছে। 


আরও পড়ুন- হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্য কড়া সতর্কতা জারি করলেন অ্যাপ প্রধান, নিয়ম না মানলেই হ্যাক