কলকাতা: সোমবার রাসবিহারীতে সিপিএমের স্টলে হামলার অভিযোগ করা হয়েছিল দলের তরফ থেকে । অভিযোগ ছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । এই হামলার অভিযোগের প্রতিবাদে রাসবিহারীতে সিপিএমের কর্মসূচি চলাকালীন গ্রেফতার করা হয়েছিল পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, বিকাশরঞ্জন ভট্টাচার্য বেশ কয়েকজন। গ্রেফতার করে তাদের নিয়ে আসা হয়েছিল লালবাজারে । জিজ্ঞাসাবাদের পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপুজোয় তারকা সমাগম। এদিন বাণিজ্য নগরীর বাঙালি পুজোয় হাজির হলেন জয়া বচ্চন। সাদা শাড়ি লাল পাড়, সামান্য সাজ, মুখোপাধ্যায় বাড়ির পুজোয় পৌঁছতেই সাদর অভ্যর্থনা পেলেন অমিতাভ ঘরণী। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন।
গ্রেফতার পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, পরে মুক্তি
সোমবার রাসবিহারীতে সিপিএমের স্টলে হামলার অভিযোগ করা হয়েছিল দলের তরফ থেকে । অভিযোগ ছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । এই হামলার অভিযোগের প্রতিবাদে রাসবিহারীতে সিপিএমের কর্মসূচি চলাকালীন গ্রেফতার করা হয়েছিল পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, বিকাশরঞ্জন ভট্টাচার্য বেশ কয়েকজন। গ্রেফতার করে তাদের নিয়ে আসা হয়েছিল লালবাজারে । জিজ্ঞাসাবাদের পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এদিন লালবাজার থেকে বেরিয়ে এবিপি আনন্দকে কমলেশ্বর বলেন, 'গতকাল (রবিবার) রাসবিহারীতে তৃণমূলের বেশ কয়েকজন দুষ্কৃতী সিপিএমের বইয়ের স্টল ভেঙে দেয় ও কমরেডদের মারধর করে। আজ সেই ঘটনার প্রতিবাদেই রাসবিহারীতে শ্রী চৈতন্য লাইব্রেরীর সামনে আমাদের একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। প্রচারের জন্য একটি অটোও রাখা হয়েছিল। সেই সময়ে তৃণমূলের বেশ কিছু দুষ্কৃতী আমাদের দিকে ছুটে আসে ও আক্রমণ করে। বিকাশরঞ্জন ভট্টাচার্য্যের ওপর হামলার চেষ্টা করা হয়। গোটা ঘটনাই ঘটায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এরপর, ওই অঞ্চলে জমায়েত করা যাবে না এই অভিযোগে পুলিশ আমাদের গ্রেফতার করে। বিকাশরঞ্জন ভট্টাচার্য্যেকে আক্রমণের হাত থেকে যাঁরা যাঁরা বাঁচাতে গিয়েছিলেন তাঁদের গ্রেফতার করা হয়। যে কোনও গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া ও কন্ঠরোধ করার চেষ্টা এটা। গ্রেফতারির কোনও কারণ স্পষ্ট করে বলতে পারেনি পুলিশ। কেবল বলা হয়েছে, মানুষ ঠাকুর দেখতে বেরিয়েছেন, তাই জমায়েত করা যাবে না'
কমলেশ্বরের গ্রেফতারিতে সরব টলিউড
কমলেশ্বর মুখোপাধ্যায়ের গ্রেফতারির তীব্র নিন্দায় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় । ট্যুইটারে পরিচালক লিখেছেন, ‘বইয়ে এত ভয় ? কমলেশ্বর মুখোপাধ্যায়ের গ্রেফতারির নিন্দার ভাষা নেই । কমলেশ্বর’দার সঙ্গে যা হয়েছে, তা অত্যন্ত খারাপ ।’ এই ঘটনার প্রতিবাদ করে ট্যুইট করেছেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee)-ও । ট্যুইটারে তিনি লিখেছেন, 'কমলেশ্বর মুখোপাধ্যায় গ্রেফতার । এক কথায় অপ্রীতিকর । একরাশ ধিক্কার ।' এই ঘটনার তীব্র নিন্দা করেছেন অভিনেতা ঋদ্ধি সেন (Riddhi Sen)-ও । ফেসবুকে ঋদ্ধি লিখেছেন, 'সরকার কি পাগল হয়ে গিয়েছে ! কমলেশ্বর মুখোপাধ্যায়ের গ্রেফতারির ঘটনা লজ্জাজনক । কিসের জন্য ? একটা বইয়ের দোকানের জন্য ! একটা বইয়ের স্টল ভাঙচুরের প্রতিবাদ করার জন্য গ্রেফতারি ! ঘটনায় তীব্র নিন্দা করছি । তোমার সঙ্গে রয়েছি । আমরা এই ঘটনার উত্তর চাই ।
মুম্বইয়ের পুজোয় এক টুকরো কলকাতা
নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপুজোয় তারকা সমাগম। এদিন বাণিজ্য নগরীর বাঙালি পুজোয় হাজির হলেন জয়া বচ্চন। সাদা শাড়ি লাল পাড়, সামান্য সাজ, মুখোপাধ্যায় বাড়ির পুজোয় পৌঁছতেই সাদর অভ্যর্থনা পেলেন অমিতাভ ঘরণী। তবে জয়া বচ্চন হাজির থাকলেও এদিন এই পুজোয় দেখা গেল না বচ্চন পরিবারের অন্যান্য সদস্যদের। রানি মুখোপাধ্যায় ও কাজলের সঙ্গে এক ফ্রেমে ধরা দিলেন জয়া, মাতলেন পুজোর আনন্দে। মুম্বইতে কাজলের বাড়ির পুজো নাম করা। নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপুজো বলে যেটি পরিচিত, তা আসলে মুখোপাধ্যায় বাড়ির দুর্গাপুজো। কাজল, রানি মুখোপাধ্যায়, অয়ন মুখোপাধ্যায়, তানিশা মুখোপাধ্যায়, শর্বাণী মুখোপাধ্যায়ের মতো তারকা-অভিনেতা-পরিচালক এই পরিবারের সদস্য। সারা বছর যেখানেই থাকুন না কেন, পুজোর ক’দিন একছাদের নিচে জড়ো হন সকলে। পুজো-অর্চনা, ভোগ বিতরণ, খাওয়া-দাওয়া, পরিবেশন, সবেতেই অংশ নেন তাঁরা। এদিন পুজোয় হাজির হয়েছিলেন রণবীর কপূর ও মৌনী রায়ও। জয়ার সঙ্গে ফ্রেমবন্দি হন মৌনী।
আরও পড়ুন: Mimi Chakraborty: পুষ্পাঞ্জলি, পোষ্যদের সঙ্গে খুনসুটি, কেমন কাটছে মিমির পুজো?
অষ্টমী সন্ধ্যায় বেনারসি সাজে যশ-নুসরত
গতবছর যখন দুর্গাপুজোয় মাতোয়ারা কলকাতা, তখন তাঁর প্রেমকে গোপনেই রেখেছিলেন নুসরত জাহান (Nusrat Jahan)। তবে এখন একরত্তি ছেলেকে নিয়ে চুটিয়ে সংসার করছেন তিনি। শুধু কী সংসার, সামলাচ্ছেন অভিনয় এবং সাংসদ হওয়ার দায়িত্বও। পুজোর অষ্টমীর দিন যশ দাশগুপ্ত (Yash Dashgupta)-র সঙ্গে সাবেকি সাজে ফ্রেমবন্দি হলেন নুসরত। উৎসব যখন মধ্যগগনে, তখন যেন নতুন করে একে অপরের প্রেমে পড়লেন টলিউডের সবচেয়ে চর্চিত জুটি। আজ সোশ্যাল মিডিয়ায় তিনটি ছবি ভাগ করে নিয়েছেন নুসরত। সেখানে দেখা যাচ্ছে, গাঢ় বেগুনি শাড়িতে সেজেছেন নুসরত। খোলা চুল, কানে টানা দুল, হাতে পুজোর থালা নিয়ে গভীর চোখে যশের দিকে তাকিয়ে হাসছেন নুসরত। অন্যদিকে যশ পরেছেন বেনারসি কাজের ধুতি। গাঢ় সবুজ ধুতির সঙ্গে একই রঙের কাজকরা পাঞ্জাবি পরেছেন অভিনেতা। এই ছবি শেয়ার করে অনুরাগীদের অষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীদের।
দুর্গাপুজোর আনন্দে সামিল প্রসেনজিৎ
উৎসব মধ্যগগনে, আলোয় সেজেছে শহর কলকাতা। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা, পুজোর আনন্দে মেতেছেন সবাই। আর যখন মা দুর্গার কাছে প্রার্থনায়, পুজোয় ব্যস্ত সবাই, তখন সেই আনন্দে মাতলেন 'ইন্ডাস্ট্রিও'। ঢাক বাজালেন, হাসিমুখে সবার সঙ্গে মিশে গেলেন তিনি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। আজ সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করেছেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ক্যাপশানে তিনি অনুরাগীদের মহাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন। এরপর সুরুচি সংঘের যান প্রসেনজিৎ। প্রতিমা দর্শন করেন, ঢাক বাজান। সুরুচি সংঘে প্রসেনজিৎ-এর সঙ্গে হাজির ছিলেন রাইমা সেন (Raima Sen)-ও। সেখানেই অষ্টমীর ভোগ খান তারকারা।