Samsung Galaxy A04s: ভারতে লঞ্চ হয়েছে নতুন স্যামসাং গ্যালাক্সি (Samsung Galaxy A Series) স্মার্টফোন। ৩ অক্টোবর সোমবার ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ০৪এস (Samsung Galaxy A04s) ফোন। স্যামসাং গ্যালাক্সি ’এ’ সিরিজের এই ফোনে রয়েছে একটি অক্টা কোর Exynos 850 প্রসেসর। এছাড়াও এই ফোনে রয়েছে একটি ৬.৫ ইঞ্চির ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই ডিসপ্লের উপর একটি ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিজাইন রয়েছে যেখানে সেট করা রয়েছে ফ্রন্ট ক্যামেরা সেনসর। স্যামসাং গ্যালাক্সি এ০৪এস একটি ৪জি ফোন। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এ০৪এস ফোনে রয়েছে ৪ জিবি র‍্যাম, ৬৪ জিবি ইনবিল্ট স্টোরেজ এবং Dolby Atmos অডিও ফিচারের সাপোর্ট যুক্ত ওয়্যারড এবং ওয়্যারলেস হেডসেট। স্যামসাংয়ের RAM Plus ফিচারও দেখা যাচ্ছে এই ফোনে। এর সাহায্যে ফোনের অব্যবহৃত স্টোরেজ মেমোরি হিসেবে ব্যবহার করা হয়। এর ফলে ফোনের পারফম্যান্স ভাল হয়। ফোন সহজে স্লো হয়ে যায় না বা হ্যাং করে না। স্যামসাং গ্যালাক্সি এ০৪এস ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি।


স্যামসাং গ্যালাক্সি এ০৪এস ফোনের দাম এবং উপলব্ধতা


ভারতে একটিই র‍্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট নিয়ে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ০৪এস ফোন। ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৪৯৯ টাকা। কালো, কপার এবং সবুজ- এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি ‘এ’ সিরিজের এই ফোন। বিভিন্ন রিটেল স্টোর, স্যামসাংয়ের অফিশিয়াল ওয়েবসাইট এবং জনপ্রিয় ও পরিচিত অনলাইন পোর্টাল থেকে এই ফোন কেনা যাচ্ছে। এসবিআই- এর ক্রেডিট কার্ড থাকলে ১০০০ টাকা ক্যাশব্যাক পাবেন ক্রেতারা। এই একই অফার থাকছে ওয়ান কার্ড, স্লাইস কার্ড এবং বড় বড় NBFC পার্টনারদের ক্ষেত্রেও।


স্যামসাং গ্যালাক্সি এ০৪এস ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন ও ফিচার



  • ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে এই ফোনে। জানা গিয়েছে, অ্যান্ড্রয়েড ১২ এবং One UI Core 4.1- এর সাপোর্টে পরিচালিত হবে স্যামসাং গ্যালাক্সি এ০৪এস ফোন।

  • এই ফোনে একটি ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস ইনফিনিটি ভি ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এছাড়াও রয়েছে একটি অক্টা কোর Exynos 850 প্রসেসর। এর সঙ্গে যুক্ত রয়েছে ৪ জিবি র‍্যাম যা আরও ৪ জিবি বাড়িয়ে মোট ৮ জিবি র‍্যাম করা সম্ভব Samsung RAM Plus ফিচারের সাহায্যে। ফোনের ব্যবহার না হওয়া স্টোরেজ ব্যবহার করে র‍্যাম বাড়ানো সম্ভব।

  • এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে দুটো ২ মেগাপিক্সেলের ডেপথ এবং ম্যাক্রো সেনসর। ফোনের ডিসপ্লের উপর রয়েছে একটি ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।

  • স্যামসাং গ্যালাক্সি ‘এ’ সিরিজের এই ফোনের ইনবিল্ট স্টোরেজের পরিমাণ ৬৪ জিবি। এই স্ট্যান্ডার্ড স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে। একবার চার্জ দিলে দু’দিনের জন্য প্লেব্যাক টাইম পাওয়া যাবে বলে দাবি করেছে সংস্থা।


আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে মোটো জি৭২, এই ফোনের দাম কত? দেখে নিন বিভিন্ন ফিচার