কলকাতা: মধ্যরাতে হঠাৎ গাড়িতে ইঁট, ভাঙচুর! অল্পের জন্য রক্ষা পেলেন অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)! গতকাল অর্থাৎ বৃহস্পতিবার নতুন ছবির প্রচারের কাজ শেষে স্টুডিয় গিয়েছিলেন অভিনেত্রী। ধারাবাহিক 'লক্ষ্মীকাকিমা সুপারস্টার'-এর শ্যুটিং সারতে। শ্যুটিং শেষ হতে হতে প্রায় রাত ১২টা বাজে। তারপর একটা ফোন আসায় স্টুডিও থেকে রূপটান ঘরে চলে যান অপরাজিতা। আর ঠিক সেই সময়েই নাকি এলোপাথাড়ি ইঁটবৃষ্টি শুরু হয় স্টুডিওতে।  বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা (Oindrila Sharma) ফের অসুস্থ হতেই, আরোগ্য কামনা করছেন সেলেব থেকে সাধারণ। সোশ্যাল মিডিয়ায়, তার ছবি দিয়ে অনেকেই মনের কথা লিখছেন। উল্লেখ্য, মঙ্গলবার রাতে ফের গুরুতর অসুস্থ হয়ে পড়েন ঐন্দ্রিলা শর্মা। হাওড়ার একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। পাঠানো হয় সেদিন ভেন্টিলেটরে। আর এদিন  সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury) স্পষ্ট করে দিয়ে লিখেছেন, 'ঐন্দ্রিলার বিষয়ে অযথা নেতিবাচক খবর ছড়ানো বন্ধ করুন।' দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন


ঐন্দ্রিলাকে নিয়ে মুখ খুললেন সব্যসাচী


বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা (Oindrila Sharma) ফের অসুস্থ হতেই, আরোগ্য কামনা করছেন সেলেব থেকে সাধারণ। সোশ্যাল মিডিয়ায়, তার ছবি দিয়ে অনেকেই মনের কথা লিখছেন। উল্লেখ্য, মঙ্গলবার রাতে ফের গুরুতর অসুস্থ হয়ে পড়েন ঐন্দ্রিলা শর্মা। হাওড়ার একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। পাঠানো হয় সেদিন ভেন্টিলেটরে। আর এদিন  সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury) স্পষ্ট করে দিয়ে লিখেছেন, 'ঐন্দ্রিলার বিষয়ে অযথা নেতিবাচক খবর ছড়ানো বন্ধ করুন।' এদিন সব্যসাচী ফেসবুক পোস্ট করে বলেন,  'ঐন্দ্রিলার বিষয়ে অযথা নেতিবাচক খবর ছড়ানো বন্ধ করুন। ভুয়ো খবরে নিজেদের বিভ্রান্তি বাড়াবেন না অথবা ওর বাড়ির লোককে বিরক্ত করবেন না। আমি এখনও অবধি কোনও সংবাদমাধ্যমের সাথে যোগাযোগ করিনি। সাক্ষাৎকার দিইনি। দেবও না। শুধু জেনে রাখুন, মেয়েটা লড়াই করে যাচ্ছে, সাথে লড়ছে একটা গোটা হাসপাতাল। ' এরপর তিনি আরও বলেন, 'নিজের হাতে করে নিয়ে এসেছিলাম, নিজের হাতে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো। এর অন্যথা কিছু হবে না।'


মধ্যরাতে অপরাজিতার গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি


মধ্যরাতে হঠাৎ গাড়িতে ইঁট, ভাঙচুর! অল্পের জন্য রক্ষা পেলেন অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)! গতকাল অর্থাৎ বৃহস্পতিবার নতুন ছবির প্রচারের কাজ শেষে স্টুডিয় গিয়েছিলেন অভিনেত্রী। ধারাবাহিক 'লক্ষ্মীকাকিমা সুপারস্টার'-এর শ্যুটিং সারতে। শ্যুটিং শেষ হতে হতে প্রায় রাত ১২টা বাজে। তারপর একটা ফোন আসায় স্টুডিও থেকে রূপটান ঘরে চলে যান অপরাজিতা। আর ঠিক সেই সময়েই নাকি এলোপাথাড়ি ইঁটবৃষ্টি শুরু হয় স্টুডিওতে। এবিপি লাইভকে গোটা ঘটনার কথা জানিয়েছেন অপরাজিতা আঢ্য। অভিনেত্রীর বয়ানে, 'স্টুডিওর সামনেই রাখা ছিল আমার গাড়িটা। দাদার ফোন আসায় আমি সেট ছেড়ে স্টুডিও থেকে বেরিয়ে মেকআপ রুমে চলে গিয়েছিলাম। বাকি সবাই তখন শটে ছিল। ওইসময় কেউ স্টুডিও সামনে থাকলে বড়সড় ক্ষতি হতে পারত। আমার গাড়িটা কেবল সামনে ছিল। আর তাই ওটাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কাচ ভেঙেছে, দুমড়ে গিয়েছে কিছুটা অংশ। গাড়িতে আমি থাকলে ইটটা আমার মুখে এসে লাগত।'


আরও পড়ুন: The Bengal Scam: রহস্যের সন্ধানে কৃঞ্জলের সঙ্গে জুটি বাঁধছেন সোনামণি


 


নিজের খুশিকে বেছে নিতে শিখিয়েছেন ননদ সুস্মিতাই, অকপট চারু


তাঁদের সম্পর্কের সমীকরণ বার বার উঠে এসেছে খবরের শিরোনামে। বিয়ে ভাঙতে ভাঙতেও ফের সম্পর্কে থাকার কথাই ঘোষণা করেছিলেন তাঁরা। কিন্তু ফের একবার বিচ্ছেদের পথেই হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন রাজীব সেন  (Raajiv Sen) ও অশোপা চারু (Ashopa Charu)। ছোট্ট মেয়ে জিয়ানার ভবিষ্যতের কথা ভেবেই একসঙ্গে থাকতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু সেই সিদ্ধান্তও কাজে আসেনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে চারু জানিয়েছেন, সম্পর্কে টানাপোড়েনের সময় মানসিক দ্বন্দ্বের মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। চারু জানিয়েছেন, সেইসময় তিনি কাউকে ভরসা করতে পারতেন না। এমনকি নিজের মাকেও না। পরিবার পরিজন থেকে বন্ধুবান্ধব, প্রত্যেকেই উপদেশ দিতেন বিয়েটাকে টিঁকিয়ে রাখার জন্য। কেউ সমস্যা বুঝতেই চাইতেন না। কিন্তু সেই কঠিন সময়ে চারুর পাশে দাঁড়িয়েছিলেন একমাত্র সুস্মিতা সেন (Sushmita Sen)।


ফের গায়ক অনির্বাণ


এই গান শুনে মনে হতেই পারে এখানে আদ্যোপান্ত প্রেমের কথাই বলা হয়েছে। কিন্তু ছবিতে এই গানটি ব্যবহার করা হয়েছে যখন বল্লভপুরের রাজবাড়ি সেজে উঠছে নতুন সাজে। গানের কথা বলছে, 'সাজো, সাজাও এমন করে.. বুঝতে নারি কেমন তুমি'। ছবিতে এই গানটি শোনা গিয়েছিল সাহান বাজপেয়ী (Sahana Bajpaie)-এর গলায়। আর ছবি মুক্তির পরে সেই গানই শোনা গেল অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya) ও দেবরাজ ভট্টাচার্য্য (Devraaj Bhattacharyya)-র গলায়। 'বল্লভপুরের রূপকথা' (Ballavpurer Rupkotha) ইতিমধ্যেই মনে ধরেছে সবার। এই গানটি লিখেছেন অনির্বাণ ভট্টাচার্য্য নিজেই ও কম্পোজ করেছেন দেবরাজ। আর এবার নিজেরাই গানটি গাইলেন তাঁরা। এই ছবিতে আরও একটি গান গেয়েছেন দেবরাজ। সঙ্গী ছিলেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় (Surangana Banerjee)। নতুন প্রেমের গান। যদিও এই গানটি মূল ছবিতে ব্যবহৃত হয়নি।