কলকাতা: মিসেস ওয়ার্ল্ডের মুকুট ফের একবার ভারতীয়ের মাথায়। ২১ বছর পর লস অ্যাঞ্জেসে আয়োজিত মিসেস ওয়ার্ল্ডের (Mrs. World) মুকুট উঠল জম্মুর বিবাহিতা এই মহিলার মাথায়। দুই দশক পার করে সরগম কৌশল (Sargam Kaushal) হলেন মিসেস ওয়ার্ল্ড। ৩২ বছরের এই যুবতী একজন চিত্রশিল্পী ও লেখিকা। আশা নিয়ে তৈরি হয়েছিল গান। কিন্তু যে ম্যাচের এক্কেবারে শেষ মুহূর্ত পর্যন্ত ছিল টানটান উত্তেজনা, খেলার ফলাফল নিয়ে দোলাচল.. সেই ম্যাচের আগে এই গান প্রকাশ করা সম্ভব ছিল না কোনোভাবেই। কিন্তু মধ্যরাতে যখন আনন্দের রঙ নীল সাদা, তখনই প্রকাশ পেল অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee)-র গলায় আর্জেন্তিনার জন্য নতুন গান। গোটা দিনে আজ বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন
১ বছর পরে ভারতকে খেতাব ফিরিয়ে দিলেন জম্মুর কন্যা
মিসেস ওয়ার্ল্ডের মুকুট ফের একবার ভারতীয়ের মাথায়। ২১ বছর পর লস অ্যাঞ্জেসে আয়োজিত মিসেস ওয়ার্ল্ডের (Mrs. World) মুকুট উঠল জম্মুর বিবাহিতা এই মহিলার মাথায়। দুই দশক পার করে সরগম কৌশল (Sargam Kaushal) হলেন মিসেস ওয়ার্ল্ড। ৩২ বছরের এই যুবতী একজন চিত্রশিল্পী ও লেখিকা। সরগম মডেলিংও করেন। অন্যদিকে গ্রেটার কাশ্মীরের ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করেন তিনি। বেশ জনপ্রিয় তাঁর কলম। ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর হয়েছেন সরগম। এর আগে ভাইজ্যাকে শিক্ষকতা করতেন সরগম। তাঁর স্বামী নেভিতে কর্মরত। ৬৩টি দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে মিসেস ওয়ার্ল্ড-এর (Mrs. World) খেতাব ছিনিয়ে নিয়েছেন এই ভারতীয়।
'মুন্নাভাই এমবিবিএস'-এর ১৯ বছর
'মুন্নাভাই এমবিবিএস' (Munnabhai MBBS)-এর ১৯ বছর পার! এই ছবিতে ডঃ আস্থানা (Dr. Ashthana)-র ভূমিকায় অভিনয় করেছিলেন বোমান ইরানি (Boman Irani)। ২০০৪ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। ২২ বছর পরে এই ছবির স্মৃতি হাতড়ালেন অভিনেতা বোমান ইরানি। এই ছবি সম্পর্কে বোমান ইরানি বলছেন, এই ছবিটা, চরিত্রটা তাঁর ভীষণ কাছের আর চরিত্রটা দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল ভীষণভাবে। তাঁর নিজের কাছেও এই ছবিটা ভীষণ কাছের। বোমান ইরানি আরও বলেছেন, 'ডঃ আস্থানার চরিত্রটা আমার কাছে ভীষণ কঠিন ছিল। কিন্তু আমি একটা সুযোগ নিতে চেয়েছিলাম। নিজেকে একটা সুযোগ দিতে চেয়েছিলাম। আমি ভীষণ খুশি এই চরিত্রটা আমার অনুরাগীরা এখনও মনে রেখেছেন, পছন্দ করছেন।'
বিশ্বকাপে ট্রফির পর্দা উন্মোচন অনুষ্ঠানে ফের ট্রোলড দীপিকা!
'পাঠান' (Pathaan) ছবির 'বেশরম রঙ' (Besharam Rang) নিয়ে ইতিমধ্যেই তোলপাড় সোশ্যাল মিডিয়া! দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)-এর পোশাক আর তার রঙ নিয়েও বিতর্ক তুঙ্গে উঠেছিল। আর রবিবার, বিশ্বকাপ ফুটবলের মাঠে উপস্থিত থেকেও পোশাক নিয়ে বিতর্কের শিকার দীপিকা! তিনি নাকি ব্যাগের মতো পোশাক পরেছেন? মাঠে তখন হাড্ডাহাড্ডি লড়াই। প্রথমার্ধ শেষে জোড়া গোলে এগিয়ে আর্জেন্তিনা। আর ম্যাচের বিরতিতে হঠাৎ চমক বিশ্ববাসীর জন্য।ম্যাচ শুরু হওয়ার আগে আলোচনায় যোগ দিতে দেখা গিয়েছিল শাহরুখ খান (Shah Rukh Khan)-কে। আর 'ফিফা বিশ্বকাপ ২০২২' (FIFA World Cup 2022)-এর ট্রফির প্রথম ঝলক দেখা গিয়েছিল দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)-এর হাত ধরেই। আর সেই ছবি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়া ভরে উঠল বিভিন্ন মন্তব্যে। এদিন নায়িকা খয়েরি হাতকাটা প্লিটেড জ্যাকেট পরেছিলেন। আর জ্যাকেটের সঙ্গে লেয়ার করে একটি সাদা লম্বা শার্ট পরেছিলেন দীপিকা। খোলা রেখেছিলেন সেই শার্টের গলার বোতাম। একটি কালো মিডি স্কার্ট পরেছিলেন দীপিকা। জ্যাকেটের ওপর ছিল একটি চেন বেল্ট। পায়ে একটি কালো লম্বা জুতো পরেছিলেন দীপিকা। এই পোশাক নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকে অনেক রকম মন্তব্য করেছেন। অনেকেই দীপিকার পোশাক প্রস্তুতকারী সংস্থার উদ্দেশে লিখেছেন, দীপিকার মতো আকর্ষণীয় মহিলার অনেক অনেক ভাল পোশাক প্রাপ্য। অনেকে লিখেছেন, দীপিকা কেন একটা ব্যাগের মধ্যে রয়েছেন?
আরও পড়ুন: Tota Roychowdhury: 'ঈশ্বর ফুটবল খেললে মেসির মতোই খেলতেন', উপলব্ধি টোটার
'সজনী'-র মুক্তি
অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya)-র গানের পরে মুক্তি পেল 'দিলখুশ' (Dilkhush)-এর নতুন গান, 'সজনী'। প্রেম কী বয়স মানে? সম্পর্ক, পরিস্থিতি.. হিসেব করে প্রেমে পড়া যায় বুঝি? রাহুল মুখোপাধ্যায় (Rahool Mukherjee)-র নতুন ছবির গান তুলে ধরল প্রেমের উপাখ্যানই। এক এক বয়সে প্রেমের যেন এক এক ভাষা হয়। কোনও বয়সে প্রেম খুঁজে পাওয়া যায় পাহাড়ে, বিলাসবহুল হোটেলের ঘরে, আবার কখনও সেই প্রেম খুঁজে পাওয়া যায় নিছক গঙ্গার ধারে, জেটিতে, কলকাতার অলি গলিতে। নতুন গানেও ফুটে উঠল প্রেমের গল্প।
আর্জেন্তিনার জয় নিয়ে গান বাঁধলেন অনিন্দ্য
আশা নিয়ে তৈরি হয়েছিল গান। কিন্তু যে ম্যাচের এক্কেবারে শেষ মুহূর্ত পর্যন্ত ছিল টানটান উত্তেজনা, খেলার ফলাফল নিয়ে দোলাচল.. সেই ম্যাচের আগে এই গান প্রকাশ করা সম্ভব ছিল না কোনোভাবেই। কিন্তু মধ্যরাতে যখন আনন্দের রঙ নীল সাদা, তখনই প্রকাশ পেল অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee)-র গলায় আর্জেন্তিনার জন্য নতুন গান। এই গান লেখা হয়েছিল আর্জেন্তিনা জয়ী হবে এই কথা ভেবেই। গানের লাইনও বলছে সেই কথাই.. 'দূরে কাপ ছুঁয়ে হাসছে মারাদোনা.. বিশ্বজয়ী আর্জেন্তিনা'। ভিডিওতে ব্যবহার করা হয়েছে আর্জেন্তিনার সাফল্যের ছোট ছোট ঝলক। একটি বিপণী সংস্থার তরফ থেকে তৈরি করা হয়েছিল এই ভিডিও। আর্জেন্তিনা না জিতলে হয়তো এই গান প্রকাশ পেতই না কখনও। সেই শর্তেই তৈরি হয়েছিল এই গান। কিন্তু রবিবার রাতে ম্যাচের ফলাফলের পরে মুক্তি পেল এই গান।