কলকাতা: আজ মিলেমিশে গেল ক্রীড়া আর বিনোদন দুনিয়া। আজ আইপিএল এর উদ্বোধনে আমদাবাদে অনুষ্ঠান করলেন অরিজিৎ সিংহ, তমন্না ভাটিয়া ও রশ্মিকা মন্দানা। এর পাশাপাশি আজ বিনোদন দুনিয়ায় জায়গা করে নিল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন।
বাঙালি গায়ক আইপিএলের উদ্বোধনে মধ্যমণি
তিন বছর পর আইপিএল (IPL) ফিরছে পুরনো ফর্ম্যাটে। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলবে দশ দল। করোনা আতঙ্কে যে পদ্ধতি স্থগিত রাখতে বাধ্য হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে অতিমারির অভিশাপ কাটিয়ে ফের আইপিএল যেন নতুন করে প্রাণ পেল। আর সেই মুহূর্ত চিরস্মরণীয় করে রাখতে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) চেষ্টার কসুর করেনি। উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যমণি হয়ে হাজির হলেন অরিজিৎ সিংহ (Arijit Singh)। আর বাঙালি গায়কের সুরে উদ্বেলিত হল আমদাবাদে নবনির্মিত নরেন্দ্র মোদি স্টেডিয়াম। তবে ক্রিকেটীয় দ্বৈরথ শুরু হওয়ার আগে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রচারের আলো কাড়লেন অরিজিৎ সিংহ। যাঁর পরিচয় দিতে গিয়ে সঞ্চালিকা মন্দিরা বেদি বললেন, 'ভয়েস অফ লাভ'। ভালবাসার কণ্ঠস্বর। অরিজিৎ মঞ্চে উঠলেন। পিয়ানো বাজিয়ে গান শুরু করলেন। আলিয়া ভট্টের রাজি সিনেমার গান, 'অ্যায় বতন মেরি বতন...'। তারপর একে একে ৮৩-র 'লেহরা দো', ব্রহ্মাস্ত্র-র 'ইশক হ্যায় তেরা... কেসরিয়া', অ্যায় দিল হ্যায় মুশকিলের 'চন্না মেরেয়া মেরেয়া'। উদ্বেলিত হয়ে উঠল কানায় কানায় ভরা গ্যালারি। অরিজিৎ গেয়ে চললেন, 'রে ফকিরা... মান জা...', কবীর সিংহ সিনেমার 'বাতে দিলকি নজরো নে কী'। সুরকার প্রীতম সুরে সঙ্গত করছিলেন।
আইপিএলের উদ্বোধনী মঞ্চ মাতালেন রশ্মিকা-তমন্না
অস্কারের মঞ্চে ঝড় তুলেছিল। জিতে নিয়েছিল চলচ্চিত্র দুনিয়ার শ্রেষ্ঠ পুরস্কার। 'আরআরআর' সিনেমার নাট্টু নাট্টু (Nattu Nattu) গান জিতে নিয়েছিল অস্কার। এবার আইপিএলের (IPL) উদ্বোধনী মঞ্চ মাতিয়ে দিল নাট্টু নাট্টু গান। অস্কারজয়ী গানের ছন্দে নাচলেন অভিনেত্রী রশ্মিকা মান্দানা (Rashmika Mandana)। উদ্বেলিত হয়ে উঠল আমদাবাদের নবনির্মিত নরেন্দ্র মোদি স্টেডিয়ামের জনতা। তবে রশ্মিকা শুধু নাটু নাটুতেই থামেননি। নিজের অভিনীত সুপারহিট পুষ্পা সিনেমার স্বামী, শ্রীবল্লি গানেও নাচলেন। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করলেন তমন্না ভাটিয়াও। তিনি নাচলেন জনপ্রিয় 'টম টম' গানে।
অনুপমের গান 'চাক্ষুষ করতে' অদৃশ্য নাগরদোলায় সওয়ার টলিপাড়া
গানের সঙ্গে যখন মেশে শ্রোতার কল্পনা, সেখানেই তো স্বার্থকতা পায় শিল্প। ঠিক এই ভাবনা নিয়েই নিজের নতুন অ্যালবামের ৮টি গান বিভিন্ন বিভাগের শিল্পীদের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন অনুপম রায় (Anupam Roy)। সেই গানে নিজের কল্পনা মিশিয়ে কেউ তৈরি করলেন ভাস্কর্য্য, কেউ আবার ফ্রেমবন্দি করলেন তাঁদের ভাবনাকে। গান ধরা দিল চর্মচক্ষে। কলকাতার বুকে অনন্য এক প্রদর্শনীতে মুক্তি পেল অনুপমের নতুন গান 'অদৃশ্য নাগরদোলা ট্রিপ'। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শীর্ষেন্দু মুখোপাধ্যায় (Shirsendu Mukherjee) সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee), কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly), চূর্ণি গঙ্গোপাধ্যায় (Churni Ganguly), সোহিনী সরকার (Sohini Sarkar), ইমন চক্রবর্তী (Iman Chakraborty), সুজয়প্রসাদ (Sujoy Prashad) ও অন্যান্যরা।
ছেলে তৃষাণজিতের জীবনের নতুন ইনিংস নিয়ে মুখ খুললেন প্রসেনজিৎ
'প্রথম সবকিছু সবসময় বিশেষ..' ছেলের উদ্দেশে লিখছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। তাহলে কি টলিউডের 'ইন্ডাস্ট্রি'-র পুত্রের জীবনে শুরু হতে চলেছে নতুন ইনিংস? বড়পর্দায় পা রাখছেন তৃষাণজিৎ চট্টোপাধ্যায় (Trisanjeet Chatterjee)? বড়পর্দায় না হলেও, অভিনয়ে তো বটেই। আজ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে নিয়েছেন প্রসেনজিৎ। প্রথম নাটক মঞ্চস্থ করতে চলেছেন তৃষাণজিৎ। নাটকটির নাম, 'লর্ড অফ দ্য ফ্লাইজ' (Lord of The Flies)। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টারও শেয়ার করে নিয়েছেন প্রসেনজিৎ। সেখানে অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে দেখা যাচ্ছে তৃষাণজিৎকেও। নীল ব্লেজারে রয়েছেন তিনি। পোস্টার শেয়ার করে প্রসেনজিৎ লিখেছেন, 'প্রথম সবকিছু সবসময় খুব বিশেষ। প্রথম মঞ্চাভিনয়ের জন্য তোমায় অনেক অনেক শুভকামনা তৃষাণজিৎ। শুভকামনা 'লর্ড অফ দ্য ফ্লাইজ' -এর অন্যান্য অভিনেতা অভিনেত্রীদেরও। প্রসেনজিতের এই পোস্টে তৃষাণজিৎকে উচ্ছ্বসিত ভালবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন টলিউডের অন্যান্য কলাকুশলীরাও।
আন্তর্জাতিক সংস্থার হয়ে মুম্বইতে ব়্যাম্পে হাঁটলেন সারা
আন্তর্জাতিক ফ্যাশান সংস্থার মার্জার সরণিতে টলিউডের 'উমা'। মুম্বইয়ের বিদেশি ফ্যাশন শো-এর মার্জার সরণীতে এই প্রথম হাঁটলেন যীশু সেনগুপ্তের (Jissu Sengupta)-র কন্যা সারা সেনগুপ্ত (Sara Sengupta)। সোশ্যাল মিডিয়ায় এই খবর সর্বপ্রথম শেয়ার করেছিলেন টলিউড ও বলিউডের অন্যতম পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। তাঁর পরিচালিত ছবির হাত ধরেই অভিনয় জগতে পা রেখেছিলেন যীশুর বড় মেয়ে সারা। আর এরপরে নিজেই একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন সারা। মেয়ের শেয়ার করে ছবিতে বাবা যীশুর মন্তব্য, 'গর্বিত শব্দটাও আজকের জন্য খুব ছোট।' সোশ্যাল মিডিয়ায় নিজে কোনও ছবি শেয়ার করেননি যীশু। সামাজিক মাধ্যমে খুব একটা সক্রিয়ও নন তিনি। তবে সারার ছবিতে ছোট্ট মন্তব্যের মধ্যে দিয়েই তিনি বুঝিয়ে দিয়েছেন তাঁর অনুভূতি। সারার মা অর্থাৎ নীলাঞ্জনা সেনগুপ্তের প্রিয় শহর মুম্বই। সেখানেই প্রথম মার্জার সরণিতে পা রাখলেন সারা।
আরও পড়ুন: Arijit And Dhoni: ধোনির পায়ে হাত দিয়ে প্রণাম অরিজিতের, গায়কের সৌজন্য দেখে মুগ্ধ ভক্তরা