আমদাবাদ: তিনি এখন বলিউডের সেরা গায়ক। শাহরুখ খান হোক বা সলমন খান, প্রত্যেকের সিনেমায় তাঁর গলায় গান থাকবে, সেটা যেন দস্তুর হয়ে গিয়েছে।


শুক্রবার অবশ্য অরিজিৎ সিংহ (Arijit Singh) মন জিতে নিলেন নিজের সৌজন্য দিয়েও। কিংবদন্তিকে দিলেন প্রাপ্য সম্মান।


আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তখন সবে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়েছে। ঝুমে জো পাঠানে স্টেডিয়ামকে নাচিয়ে ছেড়েছেন অরিজিৎ। দুই দলের অধিনায়ক, চেন্নাই সুপার কিংসের মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) ও গুজরাত টাইটান্সের হার্দিক পাণ্ড্যকে মঞ্চে তোলা হল। চলছিল পরিচয় পর্ব। সেখানেই ধোনিকে দেখে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন অরিজিৎ। বাংলার গায়কের সৌজন্য দেখে মুগ্ধ ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ছবি। সকলেই লিখলেন, এটাই বাংলার সংস্কৃতি। এভাবেই গুণীদের সম্মান জানায় বাঙালিরা।


তিন বছর পর আইপিএল (IPL) ফিরছে পুরনো ফর্ম্যাটে। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলবে দশ দল। করোনা আতঙ্কে যে পদ্ধতি স্থগিত রাখতে বাধ্য হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে অতিমারির অভিশাপ কাটিয়ে ফের আইপিএল যেন নতুন করে প্রাণ পেল। আর সেই মুহূর্ত চিরস্মরণীয় করে রাখতে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) চেষ্টার কসুর করেনি। উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যমণি হয়ে হাজির হলেন অরিজিৎ সিংহ (Arijit Singh)। আর বাঙালি গায়কের সুরে উদ্বেলিত হল আমদাবাদে নবনির্মিত নরেন্দ্র মোদি স্টেডিয়াম।


ক্রিকেটীয় দ্বৈরথ শুরু হওয়ার আগে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রচারের আলো কাড়লেন অরিজিৎ সিংহ। যাঁর পরিচয় দিতে গিয়ে সঞ্চালিকা মন্দিরা বেদি বললেন, 'ভয়েস অফ লাভ'। ভালবাসার কণ্ঠস্বর। অরিজিৎ মঞ্চে উঠলেন। পিয়ানো বাজিয়ে গান শুরু করলেন। আলিয়া ভট্টের রাজি সিনেমার গান, 'অ্যায় বতন মেরি বতন...'।


তারপর একে একে ৮৩-র 'লেহরা দো', ব্রহ্মাস্ত্র-র 'ইশক হ্যায় তেরা... কেসরিয়া', অ্যায় দিল হ্যায় মুশকিলের 'চন্না মেরেয়া মেরেয়া'। উদ্বেলিত হয়ে উঠল কানায় কানায় ভরা গ্যালারি। অরিজিৎ গেয়ে চললেন, 'রে ফকিরা... মান জা...', কবীর সিংহ সিনেমার 'বাতে দিলকি নজরো নে কী'। সুরকার প্রীতম সুরে সঙ্গত করছিলেন।


তবে সবাই যেন অপেক্ষা করেছিলেন একটি গানের জন্যই। শাহরুখ খানের সুপারহিট ফিল্ম পাঠানের 'ঝুমে জো পাঠান'। অরিজিতের কণ্ঠ যেন মাদকতা তৈরি করল। এমনকী, পা মেলাতে দেখা গেল গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পাণ্ড্যকেও।


পরে গাড়িতে করে পুরো মাঠ প্রদক্ষিণ করলেন অরিজিৎ। সঙ্গে সঙ্গে হাঁটলেন ১২ জন। ২ জনের হাতে ধরা জাতীয় পতাকা। ১০ জনের হাতে ১০ দলের ফ্ল্যাগ। অরিজিৎ গেয়ে চললেন, 'ও দেবা দেবা..'।



আরও পড়ুন: কাল পাঞ্জাবের বিরুদ্ধে নামছে কলকাতা, মোহালিতে কেমন রেকর্ড নাইটদের?