কলকাতা: তীব্র বিতর্ক, 'প্রপাগান্ডা' তকমা, নিষিদ্ধ করে দেওয়ার আবেদন, সবকিছু পেরিয়েই বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করে চলেছে সুদীপ্ত সেন পরিচালিত 'দ্য কেরালা স্টোরি'। ৫ মে মুক্তি পায় এই ছবি। তার আগে থেকেই এই ছবি নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে যায় সোশ্যাল মিডিয়া। প্রথম দিনের ভাল ব্যবসার পর দ্বিতীয় দিনের প্রাথমিক আয়ের পরিসংখ্যানও মিলেছে। তাতেই পরিষ্কার দ্বিতীয় দিনে বিপুল আয় বৃদ্ধি হয়েছে এই ছবির। আর্থিক তছরুপের (money laundering) অভিযোগে তিনি জেলবন্দি। সেখান থেকে প্রায়ই নিজের 'বেবি গার্ল'কে (baby girl) চিঠি, বলা ভাল প্রেমপত্র (love letter) পাঠান সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrashekhar)। এর আগেও লিখেছেন একাধিক চিঠি। ফের এক নতুন চিঠি লিখলেন জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez) উদ্দেশে। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন।
'দ্য কেরালা স্টোরি'র লক্ষ্মীলাভ
তীব্র বিতর্ক, 'প্রপাগান্ডা' তকমা, নিষিদ্ধ করে দেওয়ার আবেদন, সবকিছু পেরিয়েই বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করে চলেছে সুদীপ্ত সেন পরিচালিত 'দ্য কেরালা স্টোরি'। ৫ মে মুক্তি পায় এই ছবি। তার আগে থেকেই এই ছবি নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে যায় সোশ্যাল মিডিয়া। প্রথম দিনের ভাল ব্যবসার পর দ্বিতীয় দিনের প্রাথমিক আয়ের পরিসংখ্যানও মিলেছে। তাতেই পরিষ্কার দ্বিতীয় দিনে বিপুল আয় বৃদ্ধি হয়েছে এই ছবির। গত শুক্রবার অর্থাৎ ৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আদাহ্ শর্মা অভিনীত 'দ্য কেরালা স্টোরি'। বিতর্কের ঝড় পেরিয়ে প্রথম দিনে এই ছবি ৮.০৩ কোটি টাকার ব্যবসা করে। এখন প্রাথমিকভাবে পরিসংখ্যান বলছে দ্বিতীয় দিন অর্থাৎ প্রথম শনিবার এই ছবি ১২.৫০ কোটি টাকার ব্যবসা করেছে। অর্থাৎ প্রথম দুদিনের ব্যবসার পরিমাণ মোট ২০.৫৩ কোটি টাকা। অর্থাৎ প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে আয় বৃদ্ধি যে ভালই হয়েছে তা বেশ স্পষ্ট।
২ জুন মুক্তি পাচ্ছে ভিকি কৌশল-সারা আলি খান অভিনীত নতুন ছবি
শনিবার ঘোষণা করা হল ভিকি কৌশল (Vicky Kaushal) ও সারা আলি খানের (Sara Ali Khan) ছবির মুক্তির তারিখ। বহুদিন ধরেই সারা ও ভিকির আসন্ন রোম্যান্টিক কমেডি (Romantic Comedy) ঘরানার ছবির আপডেটের জন্য মুখিয়ে থেকেছেন দর্শক। এবার একসঙ্গে মিলল বেশ কিছু তথ্য। প্রসঙ্গত, ছবির নাম এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা করা হয়নি। বড়পর্দায় প্রথমবার জুটি বাঁধতে চলেছেন ভিকি কৌশল ও সারা আলি খান। শ্যুটিং শেষ হয়েছে বহুদিন। লক্ষ্মণ উতেকরের পরিচালনায় এই ছবির নাম এখনও আসেনি প্রকাশ্যে। তবে কবে প্রেক্ষাগৃহে হাজির হবে এই ছবি, সেই তারিখ জানা গেল। শনিবার ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করে দিলেন সমস্ত তথ্য। তিনি লেখেন, 'ভিকি কৌশল - সারা আলি খান: ২ জুন মুক্তি... প্রযোজক দীনেশ ভিজনের ভিকি কৌশল - সারা আলি খান অভিনীত ছবি মুক্তি পাবে ২ জুন ২০২৩... ছবির নাম ঘোষণা করা হবে ১৬ মে, ভিকি কৌশলের জন্মদিনে
দুই কৌশিক বলবেন 'অর্ধাঙ্গিনী'-র গল্প
এবার চূর্ণী গঙ্গোপাধ্যায়ের (Churni Ganguly)-র সঙ্গে জুটি বাঁধছেন জয়া আহসান (Jaya Ahsaan)। অন্তত একঝলক পোস্টার দেখে মনে হবে সেটাই। কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly)-র নতুন ছবির মুখ্যচরিত্রে দেখা যাবে এই দুই নায়িকাকে। মুখ্যভূমিকায় অভিনয় করছেন কৌশিক সেন (Kaushik Sen)-ও। ত্রিকোণ প্রেম আর সম্পর্কের টানাপোড়েনে এগিয়ে যাবে এই ছবির গল্প। তবে শুধু প্রেম নয়, জয়া ও চূর্ণী, দুজনকেই দেখা যাবে কৌশিকের স্ত্রীর ভূমিকায়। একজন প্রাক্তন, অপরজন বর্তমান। কোনও মানুষ কি অন্য কারোও মত হতে পারে? নাকি জীবনে কোনও কোনও জায়গা খালি রয়ে যায় চিরকালের জন্য? এই টানাপোড়েনই ফুটে উঠবে কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই ছবিতে। কৌশিক সেনকে এখানে দেখা যাবে একজন অধ্যাপকের চরিত্রে। ২ জুন মুক্তি পাবে এই ছবিটি। প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মের প্রযোজনায় মুক্তি পাচ্ছে এই ছবিটি।
ফের 'বেবি গার্ল' জ্যাকলিনকে চিঠি পাঠালেন সুকেশ চন্দ্রশেখর
আর্থিক তছরুপের (money laundering) অভিযোগে তিনি জেলবন্দি। সেখান থেকে প্রায়ই নিজের 'বেবি গার্ল'কে (baby girl) চিঠি, বলা ভাল প্রেমপত্র (love letter) পাঠান সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrashekhar)। এর আগেও লিখেছেন একাধিক চিঠি। ফের এক নতুন চিঠি লিখলেন জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez) উদ্দেশে। সম্প্রতি অনুষ্ঠিত হল 'ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস'। সেখানে অনেকের মতোই পারফর্ম করেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। 'বান্ধবী'র পারফর্ম্যান্সের প্রশংসা করলেন সুকেশ চন্দ্রশেখর। সঙ্গে কথা দিলেন, জ্যাকলিনের জন্মদিনে 'দারুণ সারপ্রাইজ' দেবেন তাঁকে। ১১ অগাস্ট অভিনেত্রীর জন্মদিন। চন্দ্রশেখর তাঁর চিঠিতে লেখেন, 'আমার ভালবাসা, আমার বেবি জ্যাকলিন, আমার বোম্মা আমি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস দেখলাম ২৮ এপ্রিল, স্বীকার করতেই হবে তুমি দুর্দান্ত ছিলে, এবং তোমার পারফর্ম্যান্স ছিল শ্রেষ্ঠ। গোটা অনুষ্ঠানে তোমাক ডান্স অ্যাক্টটা শোস্টপার ছিল, তোমাকে মার্জিত, উত্কৃষ্ট, দারুণ লাগছিল। আরও বেশি করে পাগলের মতো তোমার প্রেমে পড়ে গেছি। আমি ভাষা হারিয়ে ফেলেছি, তুমি সুপারস্টার, আমার বেবি গার্ল।' তিনি আরও লেখেন, 'তোমাকে আমার জীবনে পাওয়া আশীর্বাদের মতো, আমার রানি। বোটা বোম্মা, আমার সর্বস্ব দিয়ে তোমাকে ভালবাসি, আমার প্রত্যেক ক্ষণ শুধু তোমারই জন্য, তুমি জানো তোমাকে কেমন পাগলের মতো ভালবাসি আমি, অবশ্য আমি এটাও জানি তুমি কতটা আমাকে ভালবাসো।'
প্রাক্তন প্রেমিকার সঙ্গে জুটি বাঁধছেন রণবীর?
ফের দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)-র সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে রণবীর কপূর (Ranbir Kapoor)-কে? সদ্য এক সাক্ষাৎকার থেকেই শুরু হয়েছে এই জল্পনা। একথা বলিউডের কারও অজানা নয় যে একসঙ্গে সম্পর্কে ছিলেন এই দুই অভিনেতা অভিনেত্রী। অনস্ক্রিন থেকে অফস্ক্রিন, তাঁদের রসায়নও ছিল নজরকাড়া। কিন্তু ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হওয়ার পরে তেমনভাবে পর্দা ভাগ করে নেননি দীপিকা ও রণবীর। যে জুটি উপহার দেয়েছিল 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' (Yeh Jawaani Hai Deewani) বা তামাশা (Taamasha)-র মতো ছবি, সেই জুটি কার্যত উধাও রুপোলি পর্দা থেকে। তবে সদ্য একটি সাক্ষাৎকারে, রণবীর কপূর উস্কে দিলেন, দীপিকার সঙ্গে ফের জুটি বাঁধার জল্পনা। 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' ছবির পরিচালক ছিলেন অয়ন মুখোপাধ্যায় (Ayan Mukherjee)। তাঁর পরিচালনাতেই সদ্য ব্রহ্মাস্ত্র (Brahmastra) ছবিতে অভিনয় করেছেন রণবীর ও আলিয়া। কথিত রয়েছে, এই ছবি থেকেই তাঁদের প্রেমের শুরু। রণবীর সাক্ষাৎকারে বলেন, 'অয়ন আমার কাছে একটা দুর্দান্ত চিত্রনাট্য নিয়ে এসেছিল। আমার বেশ মনেও ধরেছিল। তবে তারপরে আমরা ব্রহ্মাস্ত্র ছবিটি তৈরির কাজে ব্যস্ত হয়ে যাই। তবে সেই সময়ে সেই ছবিটি হয়নি বলে যে কখনও হবে না এমনটাও নয়। হয়তো আরও কিছু বছর পরে অয়ন ওই ছবিটি নিয়ে কাজ শুরু করবে।' এখানেই থামেননি রণবীর। ২০১৩ সালে মুক্তি পেয়েছিল 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' ছবিটি। দীপিকার চরিত্রের নাম ছিল নয়না ও রণবীরের চরিত্রের নাম ছিল বানি। রণবীর বলেছেন, 'এই ছবিটা হয়তো তৈরি হবে ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি'-র গল্প যেখানে শেষ হয়েছিল, তার থেকে ১০ বছর এগিয়ে। ১০ বছর পরে কী করছে বানি, নয়না, অভি আর অদিতি.. সেটাই দেখানো হবে ছবিতে। আবার ওই চরিত্রে ফিরে যাওয়া, নতুনভাবে ওদের চেনাটা কিন্তু বেশ আকর্ষণীয় হবে। একটা দারুণ সিক্যুয়াল হতে পারে এটি।'
আরও পড়ুন: Serial Mithai: ভাঙা হবে 'মনোহরা' বাড়ি, শেষ হয়ে যাচ্ছে ধারাবাহিক 'মিঠাই'?