কলকাতা: তিল তিল করে সাজিয়ে তোলা হয় বাড়ির প্রত্যেকটা ঘর। কোথায় জানলা, কোথায় দরজা, কোথায় আয়না, কোথায় পর্দা, কোথায় জলের গ্লাস, রান্নাঘরের কৌটো.... সবটাই যেন চেনা হয়ে যায় হাতের তালুর মতোই। ঠিক যেমনটা বাড়িতে হয়! আচ্ছা, ধারাবাহিকের সেট আর বাড়ির মধ্যে কী খুব একটা পার্থক্য থাকে? বাড়ির বাইরেও যেন আর একটা বাড়ি, সেখানে সবকিছু আছে, আছে নিজের মানুষও। অভিনয় করতে করতে সবাই ভুলেই যান, এটা যেন একটা খেলনা, ভেঙে পড়তে পারে যে কোনও সময়েই।
প্রথমে সিদ্ধার্থ মোদক অর্থাৎ অভিনেতা আদৃত রায়ের (Adrit Roy) পোস্টটা দেখে অবাক হয়ে গিয়েছিলেন অনেকে। তাহলে কী এমন মাঝপথেই শেষ হয়ে যাচ্ছে 'মিঠাই'? কই, গল্পে তো তেমন ইঙ্গিত পাওয়া যায় না! হঠাৎ কি বন্ধ হয়ে যাবে এই জনপ্রিয় ধারাবাহিক? ভিডিওতে দেখা গেল, মিঠাইয়ের সেটের সিঁড়ি দিয়ে নেমে আসছে আদৃত। সঙ্গে ক্যাপশানে ইংরাজিতে দেখা, 'মনোহরার ফ্লোরে শ্যুটিং শুরু করেছিলাম ২০২০ সালের ২০ ডিসেম্বর। প্রথম যে দৃশ্যটা এই ফ্লোরে শ্যুট হয়েছিল, সেটা হল সিদ্ধার্থ মোদকের পরিচিতির শটটি। অবাক কাণ্ড, আজ এই ফ্লোর ছেড়ে যাওয়ার শেষ মানুষটি হল সিদ্ধার্থ মোদক। শেষবার এই ফ্লোরে শ্যুটিং করলাম আজ। তোমাদের সবার ভালবাসায় আমি আপ্লুত। শেষবারের মতো আপনারা আমায় সিঁড়ি দিয়ে নামতে দেখলেন সম্ভবত। জি বাংলা, শ্রী ভারত লক্ষ্মী স্টুডিও সবাইকে ধন্যবাদ।'
সবাই মনে একটাই প্রশ্ন, তাহলে কী শেষ হয়ে যাচ্ছে 'মিঠাই'? খোঁজ নিয়ে জানা গেল, ধারাবাহিক শেষ নয়, বদল হচ্ছে মিঠাইয়ের সেট। মনোহরার সেটে এবার নতুন ধারাবাহিকের শ্যুটিং হবে। আর তাই, ভারতলক্ষ্মী স্টুডিওর অন্য ফ্লোরে শ্যুটিং হবে মিঠাইয়ের। গল্পে কিছু পরিবর্তন আসবে কি না তা অবশ্য এখনও স্পষ্ট নয়। তবে ধারাবাহিক শেষ নিয়ে যে জল্পনা অনুরাগীদের মধ্যে দেখা যাচ্ছে, তা আপাতভাবে ভিত্তিহীন বলেই মনে হচ্ছে। ২ বছর ধরে চলা এই ধারাবাহিক নিয়ে দর্শকদের উচ্ছ্বাসও স্পষ্ট।
আরও পড়ুন: Watermelon: ফ্রিজে রাখা তরমুজ খাচ্ছেন গরমে? ভুলেও এই ভুল করবেন না!