কলকাতা: আজ ভারতের গর্বের দিন, উদযাপনের দিন। দেশের মুকুটে আজ অস্কারের জোড়া পালক। প্রথমত, 'আর আর আর' (RRR) ছবির হাত ধরে ফের বিশ্বের দরবারে গর্বিত ভারত (Proud India)। 'গোল্ডেন গ্লোব' (Golden Globe Awards) পাওয়ার পর এবার '৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস'-এর (95th Academy Awards) মঞ্চে 'বেস্ট অরিজিন্যাল সং' (Best Original Song) বিভাগে সেরার শিরোপা পেল 'নাটু নাটু' (Naatu Naatu)। দ্বিতীয়ত,সেরা ডক্যুমেন্টরি শর্ট ফিল্ম (Best Documentary Short Film) বিভাগে সেরার শিরোপা জিতল তামিল ছবি 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' (The Elephant Whisperers)। 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'-এর পরিচালক কার্তিকি গঞ্জালভেস (Kartiki Gonsalves)। ডক্যুমেন্টরি শর্ট ফিল্মটির প্রযোজনা করেছেন গুণীত মোঙ্গা (Guneet Monga)। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে গরবের আলোয় ভারতের 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'। গোটা বিনোদন দুনিয়ায় আজ কেবলই জায়গা করে রইল অস্কারের খবরই। পাশাপাশি রইল আর কোন খবর? দেখে নেওয়া যাক বিনোদনের সারাদিন-এ। 


'ডক্যুমেন্টরি শর্ট ফিল্ম' বিভাগে সেরার শিরোপা জিতল ভারতের 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'


অস্কারের (Oscars 2023) মঞ্চে গৌরবের পালক ভারতের মুকুটে। সেরা ডক্যুমেন্টরি শর্ট ফিল্ম (Best Documentary Short Film) বিভাগে সেরার শিরোপা জিতল তামিল ছবি 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' (The Elephant Whisperers)। 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'-এর পরিচালক কার্তিকি গঞ্জালভেস (Kartiki Gonsalves)। ডক্যুমেন্টরি শর্ট ফিল্মটির প্রযোজনা করেছেন গুণীত মোঙ্গা (Guneet Monga)। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে গরবের আলোয় ভারতের 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের শর্ট ডক্যুমেন্টারি 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' পেল এবারের অস্কার, 'সেরা ডক্যুমেন্টরি শর্ট ফিল্ম' বিভাগে। প্রযোজক গুণীত মোঙ্গা ও পরিচালক কার্তিকি গঞ্জালভেস। তাঁদের হাত ধরেই ভারতে এল এবারের প্রথম অস্কার।  এই বিভাগে বাকি চার মনোনীত ছবি হল 'হলআউট', 'দ্য মার্থা মিশেল এফেক্ট', 'স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট', 'হাউ ডু ইউ মেসার এ ইয়ার?' এই বিভাগে ভারতীয় ছবি হিসেবে প্রথম অস্কার পেল 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'। অস্কারের 'বেস্ট ডকুমেন্টারি শর্ট' বিভাগে এর আগে ১৯৬৯ সালে মনোনীত হয়েছিল 'দ্য হাউজ দ্যাট আনন্দ বিল্ট' ও ১৯৭৯ সালে মনোনীত হয়েছিল 'অ্যান এনকাউন্টার উইথ ফেসেস'। এরপর 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' হচ্ছে এই বিভাগে ভারত থেকে মনোনীত তৃতীয় ছবি।


অস্কারে 'বেস্ট অরিজিন্যাল সং' বিভাগে সেরার শিরোপা পেল 'নাটু নাটু'


'আর আর আর' (RRR) ছবির হাত ধরে ফের বিশ্বের দরবারে গর্বিত ভারত (Proud India)। 'গোল্ডেন গ্লোব' (Golden Globe Awards) পাওয়ার পর এবার '৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস'-এর (95th Academy Awards) মঞ্চে 'বেস্ট অরিজিন্যাল সং' (Best Original Song) বিভাগে সেরার শিরোপা পেল 'নাটু নাটু' (Naatu Naatu)। একের পর এক ইতিহাস। ফের সেরার শিরোপা পেল এস এস রাজামৌলি (SS Rajamouli) পরিচালিত, রাম চরণ (Ram Charan) ও জুনিয়র এনটিআর (Jr. NTR) অভিনীত 'আর আর আর' ছবির গান 'নাটু নাটু'। 'বেস্ট অরিজিন্যাল সং' বিভাগে মনোনীত হয়েছিল এই গান। এই বিভাগে মনোনয়ন পেয়েছিল 'টেল ইট লাইক এ ওম্যান' ছবির গান 'অ্যাপ্লজ', 'টপ গান: ম্যাভেরিক' ছবির 'হোল্ড মাই হ্যান্ড', 'ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার' ছবির 'লিফ্ট মি আপ' ও 'এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স' ছবির 'দিস ইজ এ লাইফ'। আন্তর্জাতিক স্তরে এটি তৃতীয় বড় স্বীকৃতি পেল চার্টবাস্টার 'নাটু নাটু'। এম এম কীরাবাণীর সঙ্গীত পরিচালনায়, চন্দ্রবোসের লেখায় এই গান ভারতীয় দর্শকের মন জয় করেছে মুক্তির পরই। এবার একে একে গোল্ডেন গ্লোব, ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডের পর এবার অস্কার পেল 'নাটু নাটু'। প্রসঙ্গত, 'নাটু নাটু' গানের দুই তারকা গায়ক রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরব লাইভ পারফর্মও করেন এদিনের অস্কারের মঞ্চে। তাঁদের পারফর্ম্যান্স ঘোষণা করেন একমাত্র ভারতীয় উপস্থাপক দীপিকা পাড়ুকোন।


এক মাসের মাথায় বন্ধ 'বিনোদিনী'র শ্যুটিং!


 ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ শ্যুটিং শুরু হয়েছে রাম কমল মুখোপাধ্যায় (Ram Kamal Mukherjee) পরিচালিত 'বিনোদিনী একটি নটীর উপাখ্যান' (Binodini Ekti Narir Upakhyan) ছবির। কিন্তু এক মাসের মাথাতেই বন্ধ করতে হল শ্যুটিং। কিন্তু কেন? পরিচালক এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন টিমের অধিকাংশ সদস্য ভাইরাল ফিভারে আক্রান্ত। সকলের দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট করেছেন রাম কমল। আপাতত অন্তত এক সপ্তাহের জন্য স্থগিত রাখা হল 'বিনোদিনী একটি নটীর উপাখ্যান' ছবির শ্যুটিং। পরিচালক রাম কমল মুখোপাধ্যায়ের পোস্টেই স্পষ্ট, ছবির টিমের বড় অংশ ভাইরাল ফিভার ও ইনফেকশনে আক্রান্ত। অসুস্থ অভিনেত্রী রুক্মিণী মৈত্রও। সোমবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সিনেমার মুখ্য অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সঙ্গে একটি ছবি পোস্ট করেন রাম কমল। ক্যাপশনে লেখেন, 'টিম 'বিনোদিনী একটি নটীর উপাখ্যান', দ্রুত সেরে ওঠো! তোমরা প্রত্যেকে যোদ্ধা এবং এটা তোমরা করে দেখাবেই। দুর্ভাগ্যবশত কাস্ট ও ক্রিউ সদস্যদের সিংহভাগ শ্যুটে ভাইরাস আক্রান্ত হয়েছেন। রুক্মিণী মৈত্র সহ আমার পুরো ডিরেক্টোরিয়াল টিম, আমার আর্ট ডিপার্টমেন্ট, কস্টিউম ডিপার্টমেন্ট ও হেয়ার-মেকআপ টিম সকলেই একটা ভাইরাল অ্যাটাক ও ধূম জ্বরে ভুগছে। সকলেরই চিকিৎসা চলছে এবং সকলেই সতর্কতা মেনে চলছেন যাতে দ্রুত কাজে ফিরতে পারেন তাঁরা। সকলের দ্রুত আরোগ্য কামনা করছি। দয়া করে আমার টিমের জন্য প্রার্থনা করবেন। হরি গুরু, গুরু হরি।'


আরও পড়ুন:Deepika Padukone: কাঁধ খোলা কালো গাউন, নতুন ট্যাটু, হিরে-পোখরাজের গয়না, কী ছিল দীপিকার অস্কার-সাজের বিশেষত্ব?


 


আঞ্চলিক ছবির কনক্লেভে বাংলার প্রতিনিধিত্ব করল 'হামি ২'


ভুবনেশ্বরে আঞ্চলিক ভাষার ছবির কনক্লেভে আমন্ত্রিত নন্দিতা রায় (Nandita Roy) ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shiboprosad Mukherjee)-র ছবি 'হামি ২' (Haami 2)। তেলুগু, ওড়িয়া, গুজরাতি ও মারাঠি ছবির পাশাপাশি জায়গা করে নিয়েছিল এই বাংলা ছবি। এই আয়োজনের নাম ছিল তারাং সিনে উৎসব ২০২৩ (Tarang Cine Utsav 2023)। বিভিন্ন আঞ্চলিক ভাষার ছবি দেখানো হয় এদিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমল পালেকর (Amol Palekar), হংসল মেটা (Hansal Mehta)-র মতো ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। দেখানো হয়, গুজরাতি ছবি 'হিল্লারো', পরিচালক অমল পালেকরের মারাঠি ছবি 'ধূসর', ওড়িয়া ভাষার ছবি 'দামন', তেলুগু ভাষার ছবি 'বন্দি', মালয়ালি ছবি 'নায়াত্তু' ও বেশ কিছু বাছাই করা ছবি। সেখানেই বাংলার হয়ে প্রতিনিধিত্ব করল 'হামি ২'।     


এবার ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অয়ন্না


'মিনি' (Mini)- ছবির সেই খুদে অভিনেত্রীকে মনে আছে? অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)-র সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করে মনজয় করেছিলেন যিনি? সেই ছোট্ট অয়ন্না চট্টোপাধ্যায় (Ayanna Chatterjee)-এবার ধারাবাহিকের মুখ্যচরিত্রে। ফুটিয়ে তুলবেন স্বাধীনতা পূর্ববর্তি এক ভালবাসা আর সংগ্রামের গল্প। ধারাবাহিকের নাম শ্রীমাণ পৃথ্বীরাজ (Shreeman Prithwiraj)। আজ থেকে স্টার জলসায় শুরু হল এই ধারাবাহিক। অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট (Acropolis Entertainment) প্রযোজিত এই ধারাবাহিকে অয়ন্নার বিপরীতে মুখ্যচরিত্রে দেখা যাবে সুকৃত সাহা (Sukrit Saha)-কে। ধারাবাহিকে তার নাম হয়েছে মানিক। এই দুই খুদে ছাড়াও ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে, কুশল চক্রবর্তী (Kushal Chakraborty), অভিজিৎ গুহ (Abhijit Guha), সোহিনী সান্যাল (Sohini Sanyal), কৌশিক চক্রবর্তী (Kaushik Chakraborty) ও অন্যান্যরা।