কলকাতা: বাঙালি-বিদ্বেষী মন্তব্যের জেরে এফআইআর করা হয়েছিল অভিনেতার বিরুদ্ধে। আর সেই মর্মেই হাজিরার নোটিস দেওয়া হয়েছে তাঁকে। সেই নোটিসকে চ্যালেঞ্জ করে এবার হাইকোর্টে গেলেন বলিউড অভিনেতা পরেশ রাওয়াল (Paresh Rawal)। মহম্মদ সেলিমের করা এফআইআরের ভিত্তিতে তালতলা থানা থেকে নোটিস পাঠানো হয়েছে অভিনেতাকে। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির (Indian Film Industry) অন্যতম উজ্জ্বল নাম যশ চোপড়া (Yash Chopra)। যাঁর হাত ধরে দর্শক পেয়েছেন একাধিক মন ভাল করা সিনেমা। এবার তাঁকে সম্মান জানাতে তৈরি স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স। কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ও তাঁর ব্যানার 'যশ রাজ ফিল্মস'কে (Yash Raj Films) উদযাপন করতে তাঁরা নিয়ে আসছে ডকু-সিরিজ। যার নাম 'দ্য রোম্যান্টিকস' (The Romantics)। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন


শ্যুটিং করতে গিয়ে আহত সানি লিওন


শ্যুটিং করতে গিয়ে আহত অভিনেত্রী সানি লিওন (Sunny Leone)। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই খবর শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি একটি তামিল ছবিতে কাজ করেছেন অভিনেত্রী। সেখানে যথেষ্ট প্রশংসিত হয়েছিল তাঁর অভিনয়। এরপর আগামী ছবির কাজও শুরু করে দিয়েছেন তিনি। আজ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, একেবারে ছবির কস্টিউমে বসে রয়েছেন তিনি। শার্ট টপ আর কালো ঘাগরায় এক্বেবারে অন্যরকম দেখাচ্ছে তাঁকে। অভিনেত্রী একটি সোফায় বসে তাঁর পায়ের রক্ত মুছে নিচ্ছেন। সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন সানি। সঙ্গে দিয়েছেন কান্নার ইমোজি।   


যশ চোপড়াকে নিয়ে ডকু-সিরিজ 'দ্য রোম্যান্টিকস'


ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির (Indian Film Industry) অন্যতম উজ্জ্বল নাম যশ চোপড়া (Yash Chopra)। যাঁর হাত ধরে দর্শক পেয়েছেন একাধিক মন ভাল করা সিনেমা। এবার তাঁকে সম্মান জানাতে তৈরি স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স। কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ও তাঁর ব্যানার 'যশ রাজ ফিল্মস'কে (Yash Raj Films) উদযাপন করতে তাঁরা নিয়ে আসছে ডকু-সিরিজ। যার নাম 'দ্য রোম্যান্টিকস' (The Romantics)। নেটফ্লিক্সের হাত ধরে তৈরি হচ্ছে নতুন ডকু-সিরিজ। নাম 'দ্য রোম্যান্টিকস'। পরিচালনায় স্মৃতি মুন্দ্রা। মুক্তি পাবে ১৪ ফেব্রুায়ারি, ভ্যালেন্টাইন্স ডে-তে। যশ চোপড়া ওরফে 'রোম্যান্সের জনক'-এর প্রতি নেটফ্লিক্সের সম্মান প্রদর্শন এটি। এই প্রসঙ্গে নির্মাতাদের তরফে বলা হয়েছে, 'তারকা-খচিত, চার পর্বের ডকু-সিরিজটিতে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির ৩৫ জন প্রথম সারির কণ্ঠ থাকবে এবং বলিউডের ইতিহাসে বিশ্বব্যাপী বলিউডকে একটি ঘরোয়া নাম করে তোলার ক্ষেত্রে YRF-এর প্রভাবের কথা তুলে ধরা হবে। আগামীকাল ১৯০টি দেশে এই ডকু-সিরিজের ট্রেলার রিলিজ করবে গ্লোবাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম। বিশ্বের ৩২টিরও বেশি ভাষায় এই ট্রেলারের সাবটাইটেল থাকবে, বলিউডের বিশ্বজনীন খ্যাতি ও গত ৫০ বছরের বেশি সময় ধরে দেশ-বিদেশে যশ রাজ ফিল্মসের প্রভাবের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত।'


'পাঠান'-এর টিকিটের দাম কমতে পারে ৩০ শতাংশ পর্যন্ত


টিকিটের দাম সাধ্যের বাইরে? এখনও দেখা হয়ে ওঠেনি 'পাঠান' (Pathaan)? তাহলে আপনার জন্য সুখবর। ২৫ শতাংশ পর্যন্ত দাম কমতে পারে শাহরুখ খান (Shah Rukh Khan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), জন আব্রাহাম (John Abraham) অভিনীত ব্লকবাস্টার হিট এই ছবির। 'পাঠান' বক্স অফিসে রেকর্ড (Box Office Collection) ভেঙে চলেছে একের পর এক। আর সেই বাঁধ ভাঙা ব্যবসা কেবল দেশেই নয়, চলছে বিদেশেও। বিশ্বজুড়ে এই ছবির ব্যবসা খুব দ্রুত পৌঁছতে চলেছে ৬০০ কোটির ক্লাবে, তাও মাত্র ৬ দিনে। আর এই উন্মাদনাকেই ধরে রাখতে টিকিটের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছেন যশরাজ ফিল্মস (Yash Raj Films)-এর কর্ণধার আদিত্য চোপড়া। টিকিটের দাম মধ্যবিত্তের সাধ্যের মধ্যে রাখতে তবেই প্রেক্ষাগৃহে আরও বেশি ভিড় জমাবেন দর্শক, এই আশা নির্মাতাদের।  


অভিনয়ে আত্মপ্রকাশ ইব্রাহিম আলি খানের?


শোনা গিয়েছিল আগেই, এবার জানা যাচ্ছে তিনি খুব শীঘ্রই শুরু করবেন শ্যুটিংও (Shooting)। অভিনয় জগতে পা রাখতে চলেছেন সেফ আলি খান (Saif Ali Khan) ও অমৃতা সিংহের (Amrita Singh) ছেলে ইব্রাহিম আলি খান (Ibrahim Ali Khan)। ছবির প্রযোজনার দায়িত্বে কর্ণ জোহর (Karan Johar Production)। বড়পর্দায় পরিচালনায় হাতেখড়ি হতে চলেছে অভিনেতা কায়োজি ইরানির। প্রযোজনায় কর্ণ জোহর। এবার সেই ছবিতে পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে অভিনয়ে আত্মপ্রকাশ করতে চলেছেন ইব্রাহিম আলি খান। ছবির নাম এখনও স্থির হয়নি তবে সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখতে পাওয়া যাবে কাজলকে। ছবিটি মূলত ইমোশনাল থ্রিলার ঘরানার হতে চলেছে। পৃথ্বীরাজের বিপরীতে দেখা যাবে কাজলকে। 


আরও পড়ুন: Uorfi Javed: 'এমন কোনও জিনিস আছে, যা দিয়ে পোশাক বানাননি?' উত্তরে উরফি বললেন...


 


বাঙালি-বিদ্বেষী মন্তব্যে এফআইআরে হাজিরার নোটিস পরেশ রাওয়ালকে


বাঙালি-বিদ্বেষী মন্তব্যের জেরে এফআইআর করা হয়েছিল অভিনেতার বিরুদ্ধে। আর সেই মর্মেই হাজিরার নোটিস দেওয়া হয়েছে তাঁকে। সেই নোটিসকে চ্যালেঞ্জ করে এবার হাইকোর্টে গেলেন বলিউড অভিনেতা পরেশ রাওয়াল (Paresh Rawal)। মহম্মদ সেলিমের করা এফআইআরের ভিত্তিতে তালতলা থানা থেকে নোটিস পাঠানো হয়েছে অভিনেতাকে। বিজেপি নেতা-অভিনেতাকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হাজিরার নোটিস পাঠানো হয়েছে। আর, তালতলা থানার নোটিসকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পরেশ রাওয়াল। ডিসেম্বরে গুজরাত ভোটের প্রচারে একটি মন্তব্য করেছিলেন পরেশ রাওয়াল। তিনি বলেছিলেন, 'রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কমলে কী করবেন? বাঙালিদের জন্য মাছ রান্না করবেন?' বিতর্কিত এই মন্তব্যের জেরে সমালোচনার ঝড় ওঠে। প্রতিবাদের জেরে ক্ষমা চাইতে বাধ্য হন পরেশ রাওয়াল। কিন্তু এখানেই শেষ নয়, অভিনেতার এই মন্তব্যের বিরুদ্ধে তাঁর নামে দায়ের করা হয়েছিল এফআইআর। এবার সেই মামলার ভিত্তিতেই হাজিরার নোটিস দেওয়া হয়েছে অভিনেতাকে। সিআরপিসির ৪১এ ধারায় এফআইআর রুজু করা হয়েছিল অভিনেতার বিরুদ্ধে।  


বিচারকের আসনে প্রথমবার একসঙ্গে শুভশ্রী, শ্রাবন্তী, মৌনী


এই টেলিভিশন শো-এর হাত ধরে ফের ছোটপর্দায় ফিরছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), এই কথা ঘোষণা করা হয়েছিল আগেই। কিন্তু এখানেই শেষ নয়, জি বাংলার ডান্স রিয়্যালিটি শো ডান্স বাংলা ডান্স (Dance Banga Dance)-এ রইল একগুচ্ছ চমক। ডান্স বাংলা ডান্স (Dance Banga Dance)-এর এই সিজনে বিচারকের আসনে দেখা যাবে মৌনী রায় (Mouni Roy)-কে। বাঙালি কন্যা ইতিমধ্যেই বলিউড জয় করেছেন। রণবীর কপূর (Ranbir Kapor), আলিয়া ভট্ট (Alia Bhatt), অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)-এর সঙ্গে করে ফেলেছেন স্ক্রিন শেয়ারও। এর আগে একাধিক হিন্দি নাচের রিয়্যালিটি-শো তে বিচারকের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। তবে এবার বাংলার বুকে প্রতিযোগীদের ট্যালেন্ট বিচার করবেন মৌনী।