কলকাতা: তাঁর পোশাকের অভিনবত্বই হামেশাই তাঁকে নিয়ে আসে খবরের শিরোনামে। সবকিছু দিয়েই নাকি পোশাক বানানোর ক্ষমতা রাখেন তিনি! আর আজ একটি ক্যাফের বাইরে ছবি শিকারীদের সামনে অভিনব পোশাকে ধরে দিলেন উরফি জাভেদ (Urfi Javed)। একটি ডেনিম জিন্স কেটে সেটাকেই টপ হিসেবে ব্যবহার করেছেন উরফি।                                                                               


একটি জিন্সকে কেটে লঙ টপের মতো করে ব্যবহার করেছেন উরফি। অফ শোলডার কুর্তির মতোই দেখতে লাগছে কিছুটা। কুর্তির নিচেও একটি রঙের ফেডেড ব্যাগি জিনস পরেছেন উরফি। মাথায় উঁচু করে খোঁপা বেঁধেছেন। ব্যাকব্রাশ করা চুল। কানে লাল বড় দুল পরেছেন উরফি। পায়ে ছিল প্ল্যাটফর্ম হিল স্লিপার্স। ক্যাফের সামনে হাসি মুখে ছবি শিকারীদের জন্য পোজ দিলেন উরফি।                                                           


আরও পড়ুন: Deepika on Shah Rukh: কিং খানের গলায় 'আঁখো মে তেরি', দীপিকা বললেন, 'শাহরুখ না থাকলে আমি এখানে থাকতাম না'


কেবল পোশাক নয়, হামেশাই সাংবাদিকদের প্রশ্নের মজার উত্তর দেন উরফি। আজ তাঁকে এক সাংবাদিক প্রশ্ন করেন, সবকিছু দিয়েই পোশাক বানিয়ে ফেলেন উরফি। সে ছবি হোক, ব্লেড হোক বা জাল। এখনও কি এমন কোনো জিনিস আছে যেটা উরফি এখনও পর্যন্ত পোশাক হিসেবে ব্যবহার করেননি? একটু ভেবে উরফির উত্তর, 'এখনও মানুষের চামড়া দিয়ে পোশাক বানাতে পারিনি।' মজা করে এই উত্তর দিয়েই হেসে ফেলেন উরফি। তখনই প্রশ্ন ভেসে আসে, ভবিষ্যতে কী এমন সম্ভবনা রয়েছে? একটুও না ভেবে উরফির উত্তর, 'কেউ তার চামড়া দিলেই বানিয়ে ফেলব।'


প্রসঙ্গত, ২০১৬ সালে 'বড়ে ভাইয়া কি দুলহানিয়া'-র হাত ধরে অভিনয়ে পা রাখেন উরফি। কিন্তু সেই কাজে তেমন নজর কাড়তে পারেননি তিনি। এরপর ছোটপর্দায় ছোট চরিত্রে অভিনয়ের সুযোগ পেলেও উরফি রয়ে যান খ্যাতির অন্তরালেই।