কলকাতা: তাঁদের বিয়ে হয়েছে ২০১৮ সালে। সেই কথা সবারই জানা। ইতালির লেক কোমোয় সেই রাজকীয়-স্বপ্নীল বিয়ে দেখে মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা। তবে, ২০১৮ নয়, তাঁদের নাকি বিয়ে হয়েছিল ২০১৫ সালে! সদ্য 'কফি উইথ কর্ণ' (Koffee With Karan)-এর প্রোমো সামনে আসতেই তোলপাড়... দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) আর রণবীর সিংহের (Ranveer Singh) নাকি বিয়ে হয়ে গিয়েছিল ২০১৫ সালেই! আর সেই কথা বলছেন খোদ রণবীর! দেবীর দেবী-দর্শন। একরত্তি মেয়েকে নিয়ে দুর্গাপুজোর মণ্ডপে অভিনেত্রী বিপাশা বসু (Bipasha Basu) ও কর্ণ সিংহ গ্রোভার (Karan Singh Grover)। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। মেয়েকে উচ্ছ্বাসের সঙ্গে তিনি চেনাচ্ছেন, মেয়েকে আলাপ করাচ্ছেন বাঙালিয়ানার সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় আজ নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন।
দুর্গাপুজোয় একরত্তি ছেলের ছবি প্রকাশ্যে আনলেন গৌরব-ঋদ্ধিমা
সদ্য বাবা-মা হয়েছেন অভিনেতা গৌরব চক্রবর্তী (Gourav Chakraborty) ও ঋদ্ধিমা ঘোষ (Riddhima Ghosh)। আর পুজোর মধ্যেই, একরত্তির প্রথম ছবি ভাগ করে নিলেন এই তারকা দম্পতি। মহাষ্টমীর দিন সোশ্যাল মিডিয়ায় ছোট্ট ধীরের ছবি শেয়ার করে নিলেন তাঁরা। অষ্টমীর দিন সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি ছবি শেয়ার করে নিয়েছেন গৌরব ও ঋদ্ধিমা। সেখানে দেখা যাচ্ছে, একটি লাল-সাদা সালোয়ার কামিজ পরেছেন ঋদ্ধিমা। তাঁর কোলে, চেক শার্ট পরে ঘুমিয়ে পরেছে একরত্তি ধীর। তাঁর মুখ অবশ্য দেখা যাচ্ছে না। পাশে দাঁড়িয়ে গৌরব। তিনি ধরে রয়েছেন ঋদ্ধিমাকে। ক্যাপশনে তাঁরা লিখেছেন, 'আমাদের তরফ থেকে আপনাদের শুভ অষ্টমী। অনুরাগীরে এই ছবিতে শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের। তবে একটাই আফশোস... খুদের মুখ দেখা গেল না।
দেবীর দেবী-দর্শন
দেবীর দেবী-দর্শন। একরত্তি মেয়েকে নিয়ে দুর্গাপুজোর মণ্ডপে অভিনেত্রী বিপাশা বসু (Bipasha Basu) ও কর্ণ সিংহ গ্রোভার (Karan Singh Grover)। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। মেয়েকে উচ্ছ্বাসের সঙ্গে তিনি চেনাচ্ছেন, মেয়েকে আলাপ করাচ্ছেন বাঙালিয়ানার সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন বিপাশা। সঙ্গে শেয়ার করে নিয়েছেন সেই ভিডিওটি। একটি সবুজ-সোনালি শাড়িতে সেজেছিলেন বিপাশা। টানটান করে বাঁধা খোঁপা, তাতে জুঁই ফুলের মাথা জড়ানো। কপালে টিপ ও কানে ভারি ঝুমকো। অন্যদিকে কর্ণ সেজেছিলেন সাদা পাজামা পাঞ্জাবিতে। ছোট্ট মেয়েকেও বেনারসি ফ্রক পরিয়ে মণ্ডপে নিয়ে এসেছিলেন বিপাশা। সেই ভিডিওতে দেখা গেল, কর্ণের কোলে রয়েছে ছোট্ট দেবী। আর বিপাশা উচ্ছ্বসিত হয়ে দেবীকে চেনাচ্ছেন দেবী দূর্গা, কার্তিক, গণেশ আর তাদের বাহনদের। বিপাশা বাঙালি। আর তাই, দুর্গাপুজো তাঁর কাছে ভীষণ বিশেষ। সেই সংস্কৃতি, উপাচারের সঙ্গে ছোট্ট দেবীকে আলাপ করিয়ে দিতে চান তিনি। আপাতত মুম্বাইবাসী হলেও, বিপাশা চান, তাঁর একরত্তি মেয়ে একাত্ম হোক বাঙালিয়ানার সঙ্গে।
জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় ফিরলেন প্রভাস
তাঁর জন্ম হয়েছিল প্রযোজক পরিবারেই। বাবা উপ্পালাপতি সূর্য নারায়ণ রাজু পেশায় ছিলেন প্রযোজক। জন্ম থেকেই তাই তাঁর যোগ ছিল রুপোলি পর্দার সঙ্গে। কিন্তু ধীরে ধীরে এই অভিনেতাই যে খ্যাতির কার্যত শীর্ষে পৌঁছে যাবেন, তা বোধহয় জন্মের পরে আন্দাজ করতে পারেননি কেউই। তাঁর নামের সঙ্গে বাহুবলী (Baahubali) আখ্যা জুড়ে দিয়েছিল ছবির সাফল্যই। এরপর আর তাঁকে ঘুরে তাকাতে হয়নি। দেশের অন্যতম ধনী ও বিখ্যাত তারকার মধ্যে একজন তিনি। আজ.. প্রভাসের (Prabhash) জন্মদিন। তবে বলিউডে পা রাখার পরে, তাঁর হিন্দি ছবি সাফল্যে মুখ দেখেনি বললেই চলে। 'শাহো' (Shaho) মুখ থুবড়ে পড়েছে। সাফল্যের মুখ দেখেনি বিগ বাজেট ছবি আদিপুরুষ (Adipurush)-ও। এখন প্রভাসের বাজি 'প্রজেক্ট কে' (Project K) ও 'সালার' (Salaar)। ২২ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা প্রভাসের নতুন এই ছবির। গত সপ্তাহে, নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হঠাৎ গায়েব করে দিয়েছিলেন প্রভাস। কেন, তা তিনি জানাননি। জন্মদিনে দেখা গেল, ইনস্টাগ্রামে স্বমহিমায় রয়েছে তাঁর ভেরিফায়েড অ্যাকাউন্ট।
বিয়ের ৩ বছর আগেই বাগদান সেরেছিলেন রণবীর-দীপিকা!
তাঁদের বিয়ে হয়েছে ২০১৮ সালে। সেই কথা সবারই জানা। ইতালির লেক কোমোয় সেই রাজকীয়-স্বপ্নীল বিয়ে দেখে মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা। তবে, ২০১৮ নয়, তাঁদের নাকি বিয়ে হয়েছিল ২০১৫ সালে! সদ্য 'কফি উইথ কর্ণ' (Koffee With Karan)-এর প্রোমো সামনে আসতেই তোলপাড়... দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) আর রণবীর সিংহের (Ranveer Singh) নাকি বিয়ে হয়ে গিয়েছিল ২০১৫ সালেই! আর সেই কথা বলছেন খোদ রণবীর! 'কফি উইথ কর্ণ' কার্যত বলিউডের অজানা গল্পের ঝুলি। যে সমস্ত তারকারা এই টক শো-তে আসেন, তাঁদের অনেক অজানা গল্পের বাক্স খোলেন কর্ণ জোহর (Karan Johar)। আজ প্রকাশ্যে এসেছে 'কফি উইথ কর্ণ' -র নতুন এপিসোডের প্রোমো। আর সেখানেই হাজির হবেন দীপিকা আর রণবীর। যাঁদের দাম্পত্য অনেকটাই খোলামেলা, সুখী, তাঁদের জীবনেও যে কত অজানা গল্প রয়েছেন, তা জানা যাবে নতুন এই এপিসোডে।
লাল জামা, কোঁকড়া চুলের এই খুদেই এখন টলিউডের জনপ্রিয় নায়িকা!
শারদ উৎসবে সামিল টলিউড। পুজো উদযাপনের ছবি ভাগ করে নিচ্ছেন অনেকেই। আর এক অন্যরকম দেবী আরাধনার ছবি ভাগ করে নিলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। বাড়িতেই সারদা মায়ের আরাধনা করেছেন তিনি। আর সেখানে পৌরোহিত্য করেছেন নন্দিনী ভৌমিক ও তাঁর দল। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিই শেয়ার করে নিলেন দিতিপ্রিয়া। সেই সঙ্গে লিখলেন তাঁর ছোটবেলার কথা, অনুভূতি। মহিলাদের পুজো করা নিয়ে নিজের অনুভূতির কথা লিখেছেন দিতিপ্রিয়া। ছোটবেলায় পিসিকে পুজো করতে দেখে বড় হয়েছেন তিনি। আর তাই, পৌরোহিত্যে পুরুষ বা মহিলার যে ভেদাভেদ নেই, সেই কথাই লিখেছেন দিতিপ্রিয়া। ২০১১ সালে পিসিকে হারান দিতিপ্রিয়া, তবে এক মুহূর্তের জন্যও ভুলতে পারেন না তাঁর কথা। সেই সঙ্গে ভাগ করে নিয়েছেন ছোটবেলার একটি ছবি। পিসির কোলে বসে ছোট্ট দিতিপ্রিয়া। লাল ফ্রকে অভিনেত্রীকে চেনাই যায় না। সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি বেশ জনপ্রিয় হয়েছে। অনেকে প্রশংসা করেছেন, অনেকে আবার বলেছেন, মা সারদাকে পুজো করার এই ভাবনা অভিনব ও প্রশংসনীয়। নিজের মায়ের সঙ্গেও ছবি শেয়ার করে নিয়েছেন দিতিপ্রিয়া।
আরও পড়ুন: Dalip Tahil: ৫ বছর পুরনো মামলায় জেল বলিউড অভিনেতা দলীপ তাহিলের