নয়াদিল্লি: ৫ বছর পুরনো মামলায় জেল হল বলিউড অভিনেতার (Bollywood Actor)। ২ মাস জেল খাটতে হবে বলিউডের জনপ্রিয় ও প্রবীণ অভিনেতা দলীপ তাহিলকে (Dalip Tahil)। ৫ বছর আগের একটি মামলায় হাজতবাসের নির্দেশ দিল আদালত।


পাঁচ বছর পুরনো মামলায় ২ মাসের জেল অভিনেতার


২ মাস জেল খাটতে হবে ৬৫ বছর বয়সী অভিনেতা দলীপ তাহিলকে। ২০১৮ সালে তাঁর গাড়ি একটি অটোরিক্সায় এসে ধাক্কা মারে, এবং তার ফলে এক মহিলা গুরুতর আহতও হন। পাঁচ বছর পুরনো মত্ত অবস্থায় গাড়ি চালানোর এই মামলায় ২ মাসের জেলের সাজা শোনাল আদালত। 


ডাক্তারের প্রমাণের উপর নির্ভর করে যিনি মতামত দিয়েছিলেন যে অ্যালকোহলের গন্ধ পাওয়া গিয়েছে, ম্যাজিস্ট্রেটের আদালত অভিনেতাকে দোষী সাব্যস্ত করে এবং তাঁকে দুই মাসের কারাদণ্ড শোনায়।


দলীপ তাহিলের মত্ত অবস্থায় গাড়ি চালানোর ঘটনাটি ২০১৮ সালের। সেই সময়ে, মুম্বই পুলিশ তাহিলকে গ্রেফতার করেছিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল যে তাঁর গাড়ি একটি অটোরিক্সাকে ধাক্কা দিয়েছে। ওই দুর্ঘটনায় ওই অটোতে থাকা এক মহিলা যাত্রী আহত হন। তাহিলকে জামিন দেওয়া হলেও মামলা চলতে থাকে। রবিবার আদালত রায় ঘোষণা করে তাঁকে দুই মাসের কারাদণ্ড দেন।


এক জাতীয় সংবাদপত্রের একটি প্রতিবেদন অনুযায়ী, তাহিল সেই সময় মুম্বই পুলিশকে রক্তের নমুনা দিতে অস্বীকার করেছিলেন। তবে ওই দুর্ঘটনায় আহত ব্যক্তির ডাক্তারি পরীক্ষার নির্দেশ দেয় পুলিশ। 'বাজিগর', 'কহো না পেয়ার হ্যায়', 'সোলজার'-এর মতো একাধিক জনপ্রিয় ছবিতে কাজ করেছেন তাহিল। 


অপর এক জাতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ওই দুর্ঘটনায় ২১ বছর বয়সী, খারের বাসিন্দা জেনিতা গাঁধী এবং ২২ বছরের গৌরব চুগ আহত হন। রাত ৯টা নাগাদ ঘটনাটি ঘটে। দুর্ঘটনার ফলে ওই মহিলার পিঠে এবং ঘাড়ে প্রচণ্ড ঝাঁকুনি লাগে। তাঁরা নাকি অটোরিক্সা থেকে নেমে দেখেন যে গাড়িটি সান্তাক্রুজের দিকে পালানোর চেষ্টা করছে,  জানান এক পুলিশ আধিকারিক।


আরও পড়ুন: Indian Police Force: প্রকাশ্যে 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স' সিরিজের নতুন পোস্টার, কবে মুক্তি?


অভিযোগ, তাহিল পরিস্থিতি থেকে পালানোর চেষ্টা করেন, কিন্তু যানজট এবং গণেশ মূর্তি বিসর্জনের কারণে ব্যর্থ হয়েছিল। তাহিলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির অধীনে অবহেলা করে গাড়ি চালানোর কারণে আঘাত এবং মোটর যান আইনের অধীনে অ্যালকোহল পান করে গাড়ি চালানোর মামলা করা হয়েছিল। এবার সেই মামলার সাজা শোনানো হল।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial