বড়পর্দায় ফিরছেন কিং খান, সে উদযাপন চলছে দেশ থেকে বিদেশে। আর বক্সঅফিসে সেই প্রভাব পড়বে না, তাও কি হয়! এক সপ্তাহ আগে থেকেই আগাম বুকিং চালু হয়ে গিয়েছে এই ছবির। ইতিমধ্যেই কার্যত রেকর্ড ব্যবসা করে ফেলেছে এই ছবি। পরিসংখ্যান বলছে, প্রায় আড়াই লাখ টিকিট বিক্রি হয়ে গিয়েছে 'পাঠান' (Pathaan) ছবিটির। ইতিমধ্যেই নাকি ৩৫ থেকে ৪০ কোটির ব্যবসা করে ফেলেছে শাহরুখ খান (Shah Rukh Khan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), জন আব্রাহাম (John Abraham) অভিনীত ছবি 'পাঠান'। আশা করা যায়, প্রথম সপ্তাহান্তে ৩০০ কোটির ব্যবসা করে ফেলতে পারে এই ছবি।
দেবের নতুন নায়িকা
অরুণ রায় (Arun Roy) পরিচালিত 'বাঘাযতীন' (Baghajatin) ছবির ঢাকে কাঠি। দেবের নতুন ছবির মহরত সারা, খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে শ্যুটিংও। আর এই ছবির হাত ধরেই রূপোলি পর্দায় পা রাখবেন নবাগত সৃজা দত্ত। ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী তিনি। এর আগে ‘এগারো’, ‘বিনয়, বাদল দীনেশ’ এর মতো ছবি পরিচালনা করেছেন অরুণ। এবার দেব কে নিয়ে তিনি শুরু করবেন ‘বাঘা যতীন’ ছবির কাজ। এই ছবিও শোনাবে এক স্বাধীনতা সংগ্রামীর গল্প। ইতিমধ্যেই প্রকাশ পেয়েছিল এই ছবির পোস্টার। সেখানে দেখা গিয়েছিল হাতে আঁকা দেবের লুক। আর ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবিতে তাঁর লুকও।
ধারাবাহিকে প্রত্যাবর্তন রূপা গঙ্গোপাধ্যায়ের
ছোটপর্দায় প্রত্যাবর্তন অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের (Rupa Ganguly)। এক অন্যধরণের গল্প নিয়ে হাজির হচ্ছে তাঁর নতুন ধারাবাহিক 'মেয়েবেলা'। যেখানে অনেকেরই ধারণা থাকে যে ধারাবাহিক মানেই শাশুড়ি ও বৌমার সম্পর্কের তিক্ততা, সেই জায়গায় দাঁড়িয়ে এক নতুন সম্পর্কের গল্প শোনাবে 'মেয়েবেলা'। এর আগে দ্রৌপদীর ভূমিকায় হাজার হাজার দর্শকদের মন জয় করেছেন অভিনেত্রী। মহাভারতের দ্রৌপদী বলতে এখন দর্শকদের মনে পড়ে তাঁর কথাই। আর এবার দুই প্রজন্মের দুই মহিলার সুস্থ সম্পর্কের গল্প বলবে মেয়েবেলা। এই ধারাবাহিকে রূপাকে দেখা যাবে বীথিকার চরিত্রে। বিয়ের পর পরিস্থিতির চাপে অনেকটা পাল্টে গিয়েছে তাঁর চরিত্র। ধারাবাহিকের পরতে পরতে প্রকাশ্যে আসবে সেই গল্প।
গোয়েন্দা ওয়েব সিরিজে রজতাভ-বিবৃতি
নতুন ওয়েব সিরিজে রজতাভ দত্ত (Rajatabha Dutta) ও বিবৃতি চট্টোপাধ্যায় (Bibriti Chatterjee)। ওয়েব সিরিজে গোয়েন্দা গল্প নিয়ে আসছেন পরিচালক নীল নওয়াজ। সিরিজের নাম 'অবনী সেন এর ৭নং কেস'। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে শ্যুটিংয়ের কাজ। কলকাতাতেই হয়েছে শ্যুটিং। ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে দেখা যাবে দেবপ্রিয় মুখোপাধ্যায়, যুধাজিৎ সরকার, বিবৃতি চট্টোপাধ্য়ায়, সুব্রত গুহ রায়, সৌম্য মজুমদার, কৌশিক গোস্বামী, দিশা ভট্টাচার্য, সুস্মিতা রায় এবং রজতাভ দত্তকে। গোয়েন্দা গল্প বললেই আমাদের মাথায় আসে রহস্য সমাধানের গল্প। কিন্তু এই গল্প কিছুটা অন্য সুরে বাঁধা।
'মিথ্যে প্রেমের গান'-এর মিউজিক রিলিজ
সুরের ছবি সুর এবার দর্শকদের জন্য । মুক্তি পেল 'মিথ্যে প্রেমের গান' (Mitthye Premer Gaan)-এর অ্যালবাম । পরমা নেওটিয়া (Paroma Neotia)-র প্রথম পরিচালিত ছবি এটি । ত্রিকোণ প্রেমের এই গল্পে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya) ইশা সাহা (Ishaa Saha) ও অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty) । এই ছবিতে অনির্বাণের চরিত্রের নাম অভীক । এই ছবিতে তিনি একজন সঙ্গীতশিল্পী ও লেখক । অন্যদিকে অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty) অভিনয় করেছেন একজন শাস্ত্রীয় সঙ্গীতশিল্পীর ভূমিকায় । ছবির নায়িকা ইশা পর্দায় ফুটিয়ে তুলবেন অন্বেষার চরিত্রকে । তাঁর পেশা সাংবাদিকতা ।