কলকাতা: বিনোদনের দুনিয়াতেও আজ আইপিএলের ছোঁয়া। হবে নাই বা কেন? যখন তিলোত্তমায় ম্যাচ দেখতে পা রাখেন খোদ শাহরুখ খান (Shah Rukh Khan), তখন মিলে যায় বিনোদন ও ক্রীড়াজগত। কলকাতা আজ সেজেছে বেগুনি আলোয়। 'নাইট' ঝড়ে কাবু টলিউডও। পাশাপাশি আজ বিনোদন দুনিয়ায় আর কোন কোন খবর নজর কাড়ল, দেখে নেওয়া যাক এক ঝলকে।
প্রথা ভেঙে ম্যাচ শুরু হওয়ার আগেই ইডেনে এসআরকে
বরাবরের প্রথা ভেঙে তিনি মাঠে এলেন। মাঠের জায়ান্ট স্ক্রিনে তাঁকে দেখানো মাত্র আবেগের বিস্ফোরণ গ্যালারিতে। স্টেডিয়ামের সাউন্ড সিস্টেমে বেজে উঠল, 'চল ছাঁইয়া ছাঁইয়া ছাঁইয়া ছাঁইয়া...'। ইডেনে (Eden Gardens) কলকাতা নাইট রাইডার্সের (KKR) প্রথম ম্যাচে মাঠে হাজির শাহরুখ খান (SRK)। সঙ্গে কন্যা সুহানা। চোখে নাইটগ্লাস। পরনে কালো হুডি। হাতে স্মার্টওয়াচ। শাহরুখকে দেখে উদ্বেলিত ইডেন জনতা। বাদশাও সকলের দিকে হাত নেড়ে ও থাম্বস আপ দেখিয়ে অভিবাদন জানালেন। শাহরুখ খান কেকেআরের প্রাণভোমরা। চার বছর পর ঘরের মাঠে খেলছে কেকেআর। প্রতিপক্ষ আবার যে কোনও দল নয়। আইপিএলের ইতিহাসে অন্যতম নক্ষত্রখচিত দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। যে দলের জার্সিতে খেলেন বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েলদের মতো নক্ষত্র।
'টাইগার ভার্সেস পাঠান' পরিচালনা করবেন সিদ্ধার্থ আনন্দ?
'টাইগার ভার্সেস পাঠান' নিয়ে ক্রমশই চড়ছে উন্মাদনার পারদ। এরইমধ্য়ে প্রকাশ্যে এল নতুন খবর। জানা যাচ্ছে, এই ছবিটির দায়িত্ব নিতে চলেছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। সূত্রের খবর অনুযায়ী, আদিত্য চোপড়ার সিদ্ধার্থ আনন্দের উপর অগাধ আস্থা রয়েছে। পাশাপাশি পরিচালক সিদ্ধার্থ আনন্দের কাছেও শাহরুখ ও সলমানের কাজ করতে পারা অনেকটা স্বপ্নের মত। আগামী বছর থেকেই শুরু হতে পারে ছবির শ্য়ুটিং।
ধুন্ধুমার অ্য়াকশন হৃতিক ও এনটিআর জুনিয়রের!
'ওয়ার টু' (War 2) শ্য়ুটিং শুরু হতে চলেছে খুব শীঘ্রই। আর এই ছবি নিয়ে এবার প্রকাশ্য়ে এল নতুন তথ্য়। শোনা যাচ্ছে, এই ছবিতে হৃত্বিক রোশনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে জুনিয়র এনটিআরকে। আপতত এই খবরেই সরগরম বলিউড। সম্প্রতি জানা গেছে, 'ওয়ার' ছবির পার্ট টু পরিচালনা করার দায়িত্ব সামলাচ্ছেন পরিচালক অয়ন মুখোপাধ্য়ায় (Ayan Mukherjee)। আর ছবিটির প্রযোজনা করছে যশরাজ ফিল্মস (Yash Raj Films)। প্রযোজনা সংস্থার কর্ণধার পরিচালনার বিষয়ে যোগাযোগ করেছিলেন অয়নের সঙ্গে। এই খবরের ইঙ্গিত পাওয়া গিয়েছিল অয়নের ইনস্টা-পোস্টেও। এরপর এই খবর প্রকাশ করেন বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক তরন আদর্শও।
'পুষ্পা ২'তে দেখা মিলতে চলছে কোন বলিউড সুপারস্টারের?
বছর ঘুরলেও 'পুষ্পা'-কে নিয়ে অনুরাগীদের মধ্যে এখনও উন্মাদনা রয়েছে। প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন 'পুষ্পা-দ্য রাইস' (Pushpa The Rise)-এর দ্বিতীয় পর্বের জন্য। আর এবার সেই উন্মাদনাতেই কার্যত অগ্নিতে ঘৃতাহুতি দিলেন 'পুষ্পা-দ্য রুল' (Pushpa The Rule)-এর নির্মাতারা। শোনাযাচ্ছে, বলিউডের তিন খানদের মধ্য়ে একজনকে অথবা অজয় দেবগণকে দেখা যেতে পারে এই ছবিতে। আপতত এই খবরই তোলপাড় ফেলেছে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে।
অনিন্দ্যর কথা-সুরে প্রথমবার বাংলা ছবিতে 'নন্দী সিস্টার্স'
প্রথমবার বাংলা ছবিতে শোনা যাবে নন্দী সিস্টার্সদের কন্ঠস্বর। নন্দিতা রায় (Nandita Roy) ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee)-র নতুন ছবি 'রক্তবীজ' (Roktobeej)-এর জন্য গান রেকর্ড করলেন অন্তরা এবং অঙ্কিতা নন্দী, গোটা দেশ তাঁদের চেনে নন্দী সিস্টার্স বলেই। সোশ্যাল মিডিয়ায় এই দুই বোনের গান ভাইরাল। সুরেলা কন্ঠ ইতিমধ্যেই জিতে নিয়েছে হাজার হাজার মানুষের মন। ইতিমধ্যেই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন তাঁরা। মনি রত্নম পরিচালিত ‘পোন্নিয়িন সেলভান’-এ গান গেয়েছেন তাঁরা। দিদি অন্তরা কাজ করেছেন এ আর রহমানের (A R Rahman) সঙ্গেও। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় তাঁদের ব্যালকনি কনসার্ট। পুণে নিবাসী এই দুই বোনের গলায় একাধিকবার শোনা গিয়েছে বাংলা গানও। তবে এর আগে কখনও বাংলা ছবিতে কাজ করার সুযোগ পাননি তাঁরা। সেই সুযোগ এল নন্দিতা-শিবপ্রসাদের হাত ধরেই। 'রক্তবীজ'-এর জন্য ইতিমধ্যেই একটি গান রেকর্ড করে ফেলেছেন তাঁরা। অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কথা ও সুরে একটি গান গেয়েছেন তাঁরা। রেকর্ডিংয়ে হাজির ছিলেন অনিন্দ্যও। শিবপ্রসাদ নন্দিতার এই ছবিতে রয়েছে একগুচ্ছ চমক। এই ছবির হাত ধরেই প্রথম থ্রিলার ঘরানার ছবিতে পা রাখছেন পরিচালকদ্বয়।
ওটিটি কনটেন্টের শালীনতা নিয়ে মুখ খুললেন সলমন খান
তিনি বলিউডে নিজের ধারা তৈরি করেছেন। তাঁর ছবি বক্সঅফিসে সাফল্যও এনেছে। তবে এবার ওটিটি প্ল্যাটফর্মের বিষয়বস্তু নিয়ে মুখ খুললেন বলিউডের 'ভাইজান' সলমন খান (Salman Khan)। সদ্য একটি সাক্ষাৎকারে ওটিটির সিরিজের বিষয়বস্তু, দর্শকদের কথা মাথায় রেখে ছবির মান নিয়ে নিজের মত প্রকাশ করলেন সলমন। সদ্য একটি সাক্ষাৎকারে সলমন বলেন, 'সবকিছু এখন মোবাইল ফোনে সবাই দেখতে পাচ্ছে। ওটিটির কনটেন্স যত স্বচ্ছ, পরিস্কার হবে ততই ভাল। কারোরই নিশ্চয়ই ভাল লাগবে না তাঁদের ১৫-১৬ বছরের মেয়ে পড়ার অজুহাতে আপত্তিকর কিছু দেখুক। যত ভাল, সুন্দর, সবার দেখার মতো কনটেন্ট হবে, সেটা তত বেশি মানুষ দেখবেন।'
আরও পড়ুন: Suchitra Sen Birthday: সুচিত্রা সেনের কোলে কে এই ছোট্ট তারকা? জন্মদিনে অদেখা ছবি প্রকাশ্যে