কলকাতা: জন্ম থেকেই যেন তাঁর নাড়ির টান ছিল রুপোলি পর্দার সঙ্গে। ছোট থেকেই বাড়িতে ছিল টলিউডের তাবড় তাবড় সমস্ত ব্যক্তিত্বের আনাগোনা। যাঁদের স্নেহ তিনি পেয়েছেন অবোধ বয়স থেকেই, তাঁরা কত বড় তারকা সেটা বোঝেননি তখন। তাঁর স্মৃতিতে রয়েছে দুর্লভ সমস্ত ঘটনা। সময়ের সঙ্গে সঙ্গে টলিউডে রাজত্ব করলেও, তিনি কখনও ভুলে যাননি শিকড়ের টান। মহানায়িকার জন্মদিনেও নিজের ভাঁড়ার খুঁজে অমূল্য এক ছবি দর্শকদের জন্য উপহার দিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। 


আজ মহানায়িকা সুচিত্রা সেনের (Suchitra Sen)-এর জন্মদিন। তাঁকে ঘিরে যেমন রয়েছে হাজার হাজার মানুষের ভালবাসা, মোহ.. তেমনই যেন তিনি চির রহস্যময়ী নায়িকা। তাঁর জীবনের বিভিন্ন ছোট ছোট ঘটনা আজও অবাক করে সাধারণ মানুষকে, তাঁর প্রতি শ্রদ্ধা বাড়িয়ে দেয় কয়েকগুণ। আজ সোশ্যাল মিডিয়ায় একটি অদেখা ছবি শেয়ার করে নিয়েছেন প্রসেনজিৎ। ফ্রেমে রয়েছেন ছোট্ট 'বুম্বা' ও মহানায়িকা স্বয়ং। প্রসেনজিতকে কোলে নিয়ে রয়েছেন নায়িকা। মিষ্টি, স্মৃতিমধুর এই ছবির ক্যাপশনে প্রসেনজিৎ লিখেছেন, ' স্মরণে মহানায়িকা। এই ফ্রেমটা আমার কাছে চিরস্মরণীয়।'


 






টলিউডে তাঁর রাজত্বের কথা অজানা নয় কারোরই, কিন্তু বলিউডেও পা রেখেছিলেন সুচিত্রা সেন। ১৯৫২ সালে 'শেষ কোথায়' ছবির হাত ধরে প্রথম অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। ১৯৫৫ সালে দিলীপ কুমারের বিপরীতে 'দেবদাস' (Devdash) ছবিতে অভিনয় করেন মহানায়িকা। তবে তাঁর অভিনীত গুলজারের আঁধি (Aandhi) ছবিটি নিয়েই সবচেয়ে বেশি চর্চা হয়েছিল। তবে শোনা যায়, ছবি পছন্দের ক্ষেত্রে বেশ বাছাই করতেন মহানায়িকা।                         


একবার সত্যজিৎ রায়ের (Satyajit Roy)-এর সঙ্গে কাজ করতে নারাজ হয়েছিলেন তিনি। কারণ সত্যজিৎ রায় শর্ত দিয়েছিলেন, একটি বিশেষ সময়ে তাঁকে কেবল সেই একটা ছবিতেই কাজ করতে হবে। কিন্তু আরও অন্যান্য ছবির কাজ থাকায় সত্যজিৎ রায়ের একটি ছবির জন্য সময় দেওয়া সম্ভব হয়নি তাঁর পক্ষে। কিন্তু কেবল সত্যজিৎ রায় নয়, তাঁর কাছে ছবির অফার নিয়ে গিয়ে খালি হাতে ফিরেছিলেন রাজ কপূরও (Raj Kapoor)!


আরও পড়ুন: Suchitra Sen Birthday: একগুচ্ছ গোলাপ দিয়ে অভিনয়ের প্রস্তাব, রাজ কপূরের সঙ্গে কাজ করতে চাননি সুচিত্রা সেন