কলকাতা: বছর ঘুরলেও 'পুষ্পা'-কে নিয়ে অনুরাগীদের মধ্যে এখনও উন্মাদনা রয়েছে। প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন 'পুষ্পা-দ্য রাইস' (Pushpa The Rise)-এর দ্বিতীয় পর্বের জন্য। আর এবার সেই উন্মাদনাতেই কার্যত অগ্নিতে ঘৃতাহুতি দিলেন 'পুষ্পা-দ্য রুল' (Pushpa The Rule)-এর নির্মাতারা। একটি ছোট্ট ভিডিও শেয়ার করে তাঁরা আঁচ দিলেন 'পুষ্পা'-র জন্মদিনে আসতে চলেছে নতুন চমক। 'পদ্মশ্রী' (Padma Shri) -তে সম্মানিত হলেন অভিনেত্রী রবিনা টন্ডন (Raveena Tandon) ও অস্কার (Oscar) বিজেতা সঙ্গীত পরিচালক ও সুরকার এম এম কীরাবাণী (MM Keeravani)। আজ, রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ (President Draupadi Murmu)-র হাত থেকে রাষ্ট্রপতি ভবনে এই পুরস্কার তুলে নেন বিনোদন দুনিয়ার এই দুই তারকা। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন।
'পদ্মশ্রী'-তে সম্মানিত রবিনা টন্ডন, এম এম কীরাবাণী
চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান 'পদ্মশ্রী' (Padma Shri) -তে সম্মানিত হলেন অভিনেত্রী রবিনা টন্ডন (Raveena Tandon) ও অস্কার (Oscar) বিজেতা সঙ্গীত পরিচালক ও সুরকার এম এম কীরাবাণী (MM Keeravani)। আজ, রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ (President Draupadi Murmu)-র হাত থেকে রাষ্ট্রপতি ভবনে এই পুরস্কার তুলে নেন বিনোদন দুনিয়ার এই দুই তারকা। আজকের 'পদ্মশ্রী' সম্মানের সভায় রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ ছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah)।
প্রযোজকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের স্বস্তিকার
প্রথমে হুমকি, অশ্লীল ইমেল এবং তারপরে একেবারে সরাসরি নগ্ন ছবির নমুনা পাঠিয়ে, 'এর থেকেও খারাপ ছবি' ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো... অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের (Actress Swastika Mukherjee)-র হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। স্বস্তিকা ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেছেন। ঘটনার সূত্রপাত 'শিবপুর' (Shibpur) ছবি থেকে। গত বছর, অর্থাৎ ২০২২ সালের জুলাই মাসে এই ছবির শ্যুটিং শুরু হয়। স্বস্তিকার দাবি, ৮ জুলাই তিনি চুক্তিতে স্বাক্ষর করেন এবং যে টাকার চুক্তি ছিল, তার বাইরে একটি পয়সাও তিনি নেননি। ইন্দো-আমেরিকানার ব্যানারে এই ছবির দুই প্রযোজক অজন্তা সিংহ রায় এবং সন্দীপ সরকার। তাঁদের অভিযোগ, টাকা নিয়েও প্রচারে হাজির থাকতে নারাজ ছিলেন স্বস্তিকা, আর সেই কারণেই এই হুমকি মেল।
ফের পাতিয়ালা হাউজ কোর্টে হাজিরা জ্যাকলিনের
আর্থিক তছরুপের মামলায় ফের দিল্লির পাতিয়ালা হাউজ কোর্টে হাজিরা দিলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)। সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি টাকা আর্থিক তছরুপের মামলার সঙ্গে অভিনেত্রীর যোগ রয়েছে এই মর্মে তাঁর বিরুদ্ধে একটি সাপ্লিমেন্টারি চার্জশিট গঠন করেছিল ইডি (Enforcement Directorate)। সেই ভিত্তিতেই আজ দিল্লিতে হাজিরা দিলেন জ্যাকলিন। এই মামলার পরবর্তী শুনানি ১৮ এপ্রিল। শুনানি হবে পাতিয়ালা হাউজ কোর্টেই।
অল্লু অর্জুনের জন্মদিনে আসছে 'পুষ্পা'-র নতুন খবর
বছর ঘুরলেও 'পুষ্পা'-কে নিয়ে অনুরাগীদের মধ্যে এখনও উন্মাদনা রয়েছে। প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন 'পুষ্পা-দ্য রাইস' (Pushpa The Rise)-এর দ্বিতীয় পর্বের জন্য। আর এবার সেই উন্মাদনাতেই কার্যত অগ্নিতে ঘৃতাহুতি দিলেন 'পুষ্পা-দ্য রুল' (Pushpa The Rule)-এর নির্মাতারা। একটি ছোট্ট ভিডিও শেয়ার করে তাঁরা আঁচ দিলেন 'পুষ্পা'-র জন্মদিনে আসতে চলেছে নতুন চমক। ৭ এপ্রিল, পর্দার পুষ্পা অর্থাৎ বাস্তবের অভিনেতা অল্লু অর্জুন (Allu Arjun)-এর জন্মদিন। নির্মাতারা সেইদিনই কিছু বড় চমকের পরিকল্পনা করেছেন। আজকের ভিডিওতে ধরা পড়ল, শহর জুড়ে কেবল খোঁজ চলছে, 'পুষ্পা' কোথায়? শেষে নির্মাতারা জানালেন, এই খোঁজ শেষ হবে খুব তাড়াতাড়ি। ৭ এপ্রিল প্রকাশিত হবে পুরো ভিডিও আর সেখানেই মিলবে সমস্ত উত্তর। সেইসঙ্গে শেয়ার করে নেওয়া হয়েছে একটি ট্যাগলাইনও। যেখানে লেখা 'হান্ট বিফোর রুল' (Hunt Befire Rule)।
ট্রোলড রাখী সবন্ত
স্বামী আদিল দুর্রানির (Adil Durrani)-র জন্যই ধর্ম পরিবর্তন করেছিলেন রাখী সবন্ত (Rakhi Sawant)। কিন্তু বছর না ঘুরতে ঘুরতেই ভাঙনের মুখে সেই সম্পর্ক। বিয়ে টেঁকেনি রাখীর। স্বামীর সম্পর্কে গার্হস্থ্য হিংসা, বিবাহ বর্হিভূত সম্পর্ক, আর্থিক তছরুপ, শারীরিক নির্যাতন সহ একাধিক অভিযোগ এনেছিলেন রাখী। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ গ্রেফতার করে আদিলকে। আপাতত জেলে রয়েছেন আদিল, তাঁর বিরুদ্ধে একাধিক মামলা চলছে। সদ্য নিজের বাড়িতে একটি নমাজ পড়ার ভিডিও শেয়ার করেছিলেন রাখী। এই বাড়িতেই আদিলের সঙ্গে থাকতেন রাখী। তিনি অভিযোগ করেছিলেন, একবার নমাজ পড়ার সময় আদিল তাঁকে মারধরও করেন। তবে রাখীর সদ্য শেয়ার করে নমাজ পড়ার ভিডিওটি ছিল বেশ শান্ত। একটি লম্বা ঢালাও কালো রঙের কুর্তা পরেছিলেন রাখি। সঙ্গে হাঁটুর সামান্য নীচে শেষ হওয়া কালো লেগিন্স। মাথা ঢেকেছিলেন কালো হিজাবে। তবে অনাবৃত ছিল তাঁর হাঁটুর নীচে থেকে শুরু করে পায়ের কিছুটা অংশ। আর সেখানেই আপত্তি জানিয়েছেন অনেকেই।
আরও পড়ুন: Kiara Advani: বিয়ের পরেই কাশ্মীরের বরফ ঢাকা পাহাড়ে কিয়ারা, দেখা নেই সিদ্ধার্থের!