কলকাতা: জ্যোৎস্না রাতে প্রিয়জনের সঙ্গে একান্তে সময় কাটাতে মন চায় না কার! বৃহস্পতিবার তার জন্য একেবারে আদর্শ দিন। কারণ একে পূর্ণিমা, তার উপর রাতের আকাশে উদয় ঘটবে 'পিঙ্ক মুন'-এর (Pink Full Moon)। ইংরেজিতে পিঙ্ক শব্দের অর্থ গোলাপি হলেও, আগামী কাল চাঁদের রং মোটেও গোলাপি হবে না। বরং এই নামের সঙ্গে জড়িয়ে রয়েছে মানুষের বিশ্বাস, সংস্কৃতি। বৃহস্পতিবার রাত ১২টা বেজে ৩৪ মিনিটে চাঁদকে পূর্ণরূপে দেখা যাবে (Pink Moon)।


এপ্রিলের পূর্ণিমা চাঁদকে 'আইস মুন', 'বাডিং মুন', 'অ্যাওকেনিং মুন', আবার 'এগ মুন'ও বলা হয়


এপ্রিল মাসে পূর্ণিমার চাঁদকে 'পিঙ্ক মুন' বলার চল রয়েছে। এর নেপথ্যে জড়িয়ে রয়েছে অন্য কারণ। এপ্রিল মাসে আমেরিকার উত্তরের অঞ্চলগুলিতে 'পিঙ্ক ফ্লক্স' নামের একটি বনফুল। তার আভার সঙ্গে সাযুজ্য রেখেই এপ্রিল মাসে পূর্ণিমার চাঁদকে 'পিঙ্ক মুন' বলা হয়। এপ্রিলের পূর্ণিমা চাঁদকে 'আইস মুন', 'বাডিং মুন', 'অ্যাওকেনিং মুন', আবার 'এগ মুন'ও বলা হয়। 


সেন্টার ফর নেটিভ আমেরিকান স্টাডিজ-এর দাবি অনুযায়ী, কানাডা এবং আমেরিকার গ্রেট লেক অঞ্চলের আদি বাসিন্দাদের মধ্যে আরও অবেক নাম রয়েছে এপ্রিল মাসের ওই পূর্ণিমার চাঁদের। ইহুদিদের 'পাসওভার' উৎসবও এপ্রিল মাসের এই পূর্ণিমার চাঁদকে ঘিরে পালিত হয়। এ বছর ৫ এপ্রিল সূর্যাস্তের পর থেকে ১৩ এপ্রিল রাত পর্যন্ত এই উৎসব রয়েছে।


আরও পড়ুন: NCERT Book: ‘অপ্রাসঙ্গিক’, ‘জোর করে চাপানো’! পাঠ্যবই থেকে বাদ মহাত্মা, নকশাল আন্দোলন, ফের বিতর্ক


এই 'পাসওভার' উৎসবের নিরিখেই খ্রিস্টানদের ইস্টার পালিত হয়। সমাধি থেকে জিশুর পুনরুত্থানকে স্মরণীয় করে রাখতেই পালিত হয় ইস্টার। এপ্রিল মাসে পূর্ণিমার পরে যে রবিবার আসে, সেই দিন পালিত হয় ইস্টার। এ বছর ৯ এপ্রিল ইস্টার পড়েছে। তবে তা শুধুমাত্র ওয়েস্টার্ন খ্রিস্টানদের জন্য। ইস্টার্ন খ্রিস্টানদের জন্য এ বছর ইস্টার পড়েছে ১৬ এপ্রিল।


হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, এপ্রিল মাসের এই পূর্ণিমায় হনুমান জয়ন্তী পালিত হয়। শ্রীলঙ্কায় বৌদ্ধরা এই দিনে 'বাক পোয়া' পালন করেন স্থানীয়রা। এ বারে পূর্ণিমার রাতে আরও উজ্জ্বল এবং বড় আকারে দেখা যাবে চাঁদকে। এলাকা বিশেষে চন্দ্রোদয় এবং চন্দ্রাস্তের সময় অনুযায়ী দেখা মিলবে 'পিঙ্ক মুনে'র।


একই সঙ্গে বৃহস্পতিবার সৌরজগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র স্পিকার কাছাকাছি অবস্থান থাকবে চাঁদের। বুধবার এবং শুক্রবারও চাঁদের উজ্জ্বল উপস্থিতি লক্ষ্য করা সম্ভব। কন্যারাশির নক্ষত্রমণ্ডলের মধ্যে অবস্থিত ২০টি উজ্জ্বলতম হল স্পিকা। নাসা জানিয়েছে, পূর্ণিমার রাতে স্পিকার অবস্থান হবে নিচের দিকে ঘেঁষে, ৮ ডিগ্রি চাঁদের বাঁ দিকে। ৭ এপ্রিল তা আরও কমে হবে ৩ ডিগ্রি।


৬ এপ্রিলের পর আগামী ৫ মে ফের পূর্ণিমার চাঁদ চোখে পড়বে


'পিঙ্ক মুন'কে উদয় এবং অস্ত যাওয়ার সময় কমলা বলে ঠাহর হতে পারে। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর পেরিয়ে চোখে এসে পড়ে চাঁদের আলো। এ ক্ষেত্রে নীল আলোর অপেক্ষাকৃত ছোট তরঙ্গদৈর্ঘ্য বায়ুমণ্ডলের বিভিন্ন কণার সংস্পর্শে এসে বিক্ষিপ্ত হয়ে যায়। আবার তুলনামূলক দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের লালচে এবং কমলা আলো তুলনামূলক ভাবে সহজেই বায়ুমণ্ডল পার করে চোখে এসে পড়ে। ৬ এপ্রিলের পর আগামী ৫ মে ফের পূর্ণিমার চাঁদ চোখে পড়বে।