কলকাতা: ফের বনি-কৌশানী জুটি। রুপোলি পর্দায় আসছে এক 'রাতের শহর'-এর গল্প। আর সেই গল্পে দেখা নয় নায়ক নায়িকার। অর্ক ও প্রিয়ঙ্কা। পরিচালক সায়ন বসু চৌধুরী (Sayan Basu Chowdhury)-র হাত ধরে ফের জুটি বাঁধছেন অভিনেতা বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায় (Bonny Sengupta and Koushani Mukherjee)।  পর্দায় ফিরলেন ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। একটি প্রথম সারির চ্যানেলের ছবি নিয়ে ফিরছেন তিনি। পর্দায় অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty)-র মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। দিনভর বিনোদন জগতে নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন


 


অভিনয়ে ফিরছেন ঐন্দ্রিলা


পর্দায় ফিরলেন ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। একটি প্রথম সারির চ্যানেলের ছবি নিয়ে ফিরছেন তিনি। পর্দায় অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty)-র মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই সিনেমার ঝলক শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। সেইসঙ্গে লিখেছেন, 'বলা যেতে পারে আমার কামব্যাক প্রোজেক্ট (comeback project)। আসছে খুব তাড়াতাড়ি।' আবার আমার পথ চলাতে আপনাদের আশীর্বাদ ভীষণ দরকার। পাশে থাকবেন।' ছবির নাম 'ভোলে বাবা পার করেগা'।  ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই করে আপাতত সুস্থ ঐন্দ্রিলা শর্মা। স্বাভাবিক জীবনযাপনই কাটাচ্ছেন তিনি। সদ্য ছোট্ট সফরেও গিয়েছিলেন তিনি। আর এর মধ্যেই নতুন ছবির শ্যুটিং সেরে ফেলেছেন তিনি। সামনেই মুক্তি পাবে এই ছবি, তবে টিভির পর্দায়। 


 


কলকাতায় তাপসী পান্নু


ছবির পর্দায় যখন তাঁর গল্প সবুজ মাঠে, তখন ছবির প্রচারে এসে তিনি বন্ধ দরজা আর ঠাণ্ডা ঘরে বসে কথা বলবেন তা কী করে হয়! আর তাই, নতুন ছবি 'শাবাশ মিঠু'-র (Sabash Mithu) প্রচার সারতে তাপসী পান্নু (Tapsee Pannu) হাজির হলেন কলকাতার অন্যতম প্রাণকেন্দ্র ইডেন গার্ডেন্স-এ (Eden Gardens)। শুধু কী তিনি? সঙ্গে ছিলেন তাঁর হাত ধরে তিনি হয়ে উঠেছেন মিঠু, সেই সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। আর হ্যাঁ, অবশ্যই রইলেন বাস্তবের মিঠু অর্থাৎ মিতালি রাজ (Mithali Raj)। ১৫ জুলাই মুক্তি পাচ্ছে সৃজিত পরিচালিত 'শাবাশ মিঠু'। ইডেনে এসে মিতালি বললেন, 'ইডেন গার্ডেন্স ক্রিকেটের অন্যতম আঁতুরঘর। এখানে এসে প্রতিবার ভীষণ ভালো লাগে। এখানে খেলা সত্যিই একটা বড় পাওয়া। শাবাশ মিঠু-র প্রচারে ভালো লাগছে এখানে এসে।'


 


আরও পড়ুন: Kolkata Chalantika: কলকাতার রাস্তায় রথ টানলেন সৌরভ, পাভেল, বললেন, 'কলকাতা চলন্তিকা'-র গল্প


 


টোটার জন্মদিন


ছোটবেলা থেকে আর সব বাঙালির মতোই তাঁরও আবেগ ছিল ফেলুদাকে নিয়ে। আর সমস্ত কিশোর বা সদ্য যুবকের মতো, নিজেকে ফেলুদা হিসেবে কল্পনা করতে তাঁর বেশ লাগত না। কিন্তু তিনি যে বড় হয়ে অভিনেতাই হবেন আর অভিনয়ের হাত ধরেই যে তাঁর সেই স্বপ্ন সফল হবে, তা বোধহয় ভাবতে পারেননি তিনি। আজ, তাঁর জন্মদিন। আর খুশির দিনে জীবনের অন্যতম বড় পাওয়ার গল্প শোনালেন অভিনেতা টোটা রায়চৌধুরী 


 


বনি-কৌশানীর নতুন ছবি


ফের বনি-কৌশানী জুটি। রুপোলি পর্দায় আসছে এক 'রাতের শহর'-এর গল্প। আর সেই গল্পে দেখা নয় নায়ক নায়িকার। অর্ক ও প্রিয়ঙ্কা। পরিচালক সায়ন বসু চৌধুরী (Sayan Basu Chowdhury)-র হাত ধরে ফের জুটি বাঁধছেন অভিনেতা বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায় (Bonny Sengupta and Koushani Mukherjee)। আজই প্রকাশ পেয়েছে এই ছবির ফার্স্ট লুক (First Look)। এই গল্পের শুরু একটি রেল স্টেশনে। রাতের শেষ ট্রেন ছেড়ে বেরিয়ে যাওয়ায় বিপদে পড়ে প্রিয়ঙ্কা। সেই স্টেশনেই তার সঙ্গে দেখা হয় অর্কর। প্রিয়ঙ্কাকে সাহায্য করতে বা বাড়ি পৌঁছে দিতে রাজি হয় অর্ক। কিন্তু সেই রাতই দুঃস্বপ্ন হয়ে ওঠে এই দুই চরিত্রের কাছে। একজন খুনির থেকে সারা রাত পালানো আর নিজেদের অন্ধকার অতীত ফের চোখের সামনে ফিরে পাওয়া, সব মিলিয়ে এগিয়ে যেতে থাকে ছবির গল্প। 


 


আলিয়ার বেবি বাম্প


নানাদিক থেকে চলতি বছরটা দুর্দান্ত যাচ্ছে আলিয়া ভট্টের (Alia Bhatt)। এই বছরই মুক্তি পেয়েছে তাঁর বেশ কয়েকটি ছবি। যা বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে। তাঁর একার কাঁধে ভর করে সাফল্যের মুখ দেখেছে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'। খুব কম সময়ের মধ্যেই ছবিটি একশো কোটির ক্লাবে পৌঁছে যায়। এছাড়াও দুর্দান্ত ব্যবসা করে তাঁর অভিনীত দক্ষিণী ছববি 'ট্রিপল আর'। অন্যদিকে, এই বছরই প্রেমিক রণবীর কপূরের (Ranbir Kapoor) সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন আলিয়া। বিয়ে মেশার মাস খানেক যেতে না যেতেই তাঁদের সংসারে আসতে চলেছে নতুন অতিথি। আর এই বছরই হলিউডে আত্মপ্রকাশ হতে চলেছে তাঁর। আলিয়া ভট্টকে শীঘ্রই দেখা যাবে 'হার্ট অফ স্টোন' ছবিতে। পর্তুগালে সবে হলিউড ছবির শ্যুটিং শেষ করেছেন তিনি। আর সেই ছবির সেট থেকে তাঁর বেশ কিছু ছবি ভাইরাল হল। হলিউড ছবির শ্যুটিংয়ে অন্তঃসত্ত্বা আলিয়ার বেবি বাম্প স্পষ্ট। ছবি প্রকাশ্যে আসতেই তা নজর এড়ালো না অনুরাগীদের।